Saturday , January 20 2018
Home / News / একটি মুরগিই পাড়বে নানা প্রজাতির ডিম । সম্ভব কি ??

একটি মুরগিই পাড়বে নানা প্রজাতির ডিম । সম্ভব কি ??

ডিম

   দেখতে আর দশটা মুরগির মত দেখালেও বৈশিষ্ট্যে সকলকে পেছনে ফেলেছে এই মুরগি। শরীরের জীনের বদলের কারণে সেরার কাতারে চলে    গিয়েছে এটি । নানা প্রজাতির  ডিম একাই পাড়তে পারে জেনেটিক্যালি মডিফ্যায়েড এই মুরগি । শুনতে অবাক লাগলেও এটাই সত্যি।

একটি মুরগিই পাড়বে নানা প্রজাতির ডিম

নিজেদের গবেষণাগারে এমনই হাইব্রিড মুরগি উদ্ভাবন করেছেন এডিনবরা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা।

সম্প্রতি ম্যাসাচুসেটসের আমেরিকান অ্যাসোসিয়েশন ফর দ্য অ্যাডভান্সমেন্ট অব সায়েন্স-এর এক সম্মেলনে এই অভিনব বিষয়টি সকলের সামনে

তুলে ধরেন বিজ্ঞানীরা।

এই সম্মেলনে তারা জানান, জেনেটিক কারিগরির ফলে জন্ম নেওয়া হাইব্রিড এই মুরগি বিভিন্ন প্রজাতির ডিম পাড়তে পারবে। শুধু তাই নয়, বার্ড

ফ্লু’র মতো রোগও অনায়াসেই প্রতিরোধ করতে পারবে এই মুরগি। অর্থাৎ এর ডিম থেকে জন্ম নেওয়া কোনও মুরগিই বার্ড ফ্লু আক্রান্ত হবে না।

এডিনবরার বিজ্ঞানীরা জানান, পাখিদের প্রজননে মুখ্য ভূমিকা নেয় ডিডিএক্স৪(DDX4) নামক জিনটি। জিন এডিটিং পদ্ধতিতে মডিফাই করা

হয়েছে এই জিনটি। তবে নিজের ডিম পাড়তে পারবে না হাইব্রিড এই মুরগি। তাহলে কী ভাবে বিভিন্ন প্রজাতির মুরগির জন্ম দেবে সে?

বিজ্ঞানীদলের মুখ্য গবেষক মাইক ম্যাকগ্রিউ জানান, এই মুরগি আসলে সরোগেট মাদারের ভূমিকা পালন করবে। সেটা ঠিক কী রকম? যদি অন্য

কোনও প্রজাতির মুরগির স্টেম সেল এনে হাইব্রিড মুরগির গর্ভে স্থাপন করা হয় তাহলে সেই প্রজাতির ডিম নিজের দেহে তৈরি করবে এই হাইব্রিড

মুরগি এবং সেই প্রজাতির মুরগির ডিম পাড়বে সে।

আপনার রাশীফল জানতে এখানে ক্লিক করুন

এই ধরনের মুরগি তৈরির কথা মাথায় কেন আসল বিজ্ঞানীদের?

”আমাদের প্রধান উদ্দেশ্য ছিল বিলুপ্ত প্রজাতির মুরগি সংরক্ষণ”— জানালেন ম্যাকগ্রিউ। যেহেতু এই মুরগি অন্য প্রজাতির ডিমও পাড়তে পারে তাই

বিলুপ্তপ্রায় প্রজাতি সংরক্ষণ করতে নতুন এই হাইব্রিড মুরগি সাহায্য করবে বলে দাবি করেছেন বিজ্ঞানীরা।

ইতিমধ্যেই ‘রাম্পেল্স গেম’, ‘স্কটস ডাম্পি’, ‘সিসিলিয়ান বাটারকাপ’, ‘ওল্ড ইংলিশ ফেজ্যান্ট ফাউল’ প্রভৃতি বিরল প্রজাতির মুরগির ডিম পেড়েছে এই হাইব্রিড মুরগি।

বিজ্ঞানীরা জানাচ্ছেন, অদূর ভবিষ্যতে বিরল ও লুপ্তপ্রায় প্রজাতিকে ফের নতুন করে বাঁচিয়ে তুলবে এই মুরগি।

 

আমাদের সাথে থাকুন আর উপভোগ করুণ নিয়মিত সকল  নতুন নতুন খবর

আমাদের সাথে থাকার জন্য আপনি আপনার ফেসবুক এর মাধ্যমে খুব সহজে আমাদের একজন হতে পারবেন

আপনি আপনার ইমেইল আমাদের সাইটে সবস্ক্রাইব ওকরে নিতে পারেন

loading...

About Admin

Check Also

বিজ্ঞানের জন্য বিশ্বজুড়ে মিছিল

প্রকৃত তথ্যের বিরুদ্ধে রাজনৈতিক আক্রমণের প্রতিবাদে বিশ্বজুড়ে হাজারো বিজ্ঞানী বিক্ষোভে অংশ নিয়েছেন। ধরিত্রী দিবসকে সামনে ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *