Friday , 29 March 2024

চোঁখের রং দেখে বুঝে নিন কে কেমন

চোঁখের রং দেখে বুঝে নিন কে কেমন৷ চোঁখকে একটি জীবন্ত অপটিক্যাল ডিভাইস হিসেবে বিবেচনা করা যেতে পারে ।মানুষের চোঁখ নাকি কথা বলে৷ অনেকেই শুধু তাকিয়েই বুঝিয়ে দিতে পারেন তাদের অনুভূতি৷ সেই ভাষা বুঝে নিতে পারেন কাছের মানুষ৷ কিন্তু অচেনা মানুষের চোঁখ দেখেও আপনি বুঝতে পারবেন তাকে৷

বিশেষজ্ঞদের মতে চোঁখের মণির রং আপনাকে সাহায্য করতে পারে মানুষটির চরিত্র ভালোলাগা বুঝতে৷ দেখে নিন চোঁখের রং দেখে বুঝে নিন কে কেমন ,

কোন চোঁখের মণির রং কি বোঝায় আপনাকে –

বাদামী মণি:

চোঁখের মণির রং যাঁদের বাদামী হয় তাঁরা আকর্ষণীয় হোন ৷ তাদের মধ্যে আত্মবিশ্বাস ও কর্মদক্ষতা থাকে৷ এঁদের মধ্যে শিল্পীসত্ত্বা থাকে৷

এঁদের মধ্যে চারিত্রিক দৃঢ়তা থাকলেও কখনও কখনও এঁরা চারপাশের মানুষকে নিজেদের মনের কথা বোঝাতে পারেন না৷

কালো মণি:

যাঁদের চোঁখের মণি কালো তারা সাধারণত রহস্যময় হয়৷ রাতের মতো গভীর হয় তাদের চোঁখ ৷ তাঁরা বিশ্বস্ত হয়৷

আপনি এঁদের নিশ্চিন্তে বলতে পারেন আপনার মনের কথা৷ জীবনমুখী এসব মানুষ খুবই বাস্তববাদী হন৷কখনওই তা পাঁচকান করবেন না এঁরা৷

এঁরা কঠোর পরিশ্রমী হয়৷  দায়িত্ববোধ সম্পন্ন এই সব মানুষ চরিত্রগতভাবে খুবই সৎ হয়ে থাকেন৷

নীল মণি: নীল মণির মানুষরা ভীষণরকম আকর্ষনীয় হয়ে থাকেন৷ তাঁরা স্মার্ট এবং আভিজাত হন৷ তাঁরা সাধারণত শান্ত ও ধীর স্বভাবের হয়ে থাকেন৷ এঁদের সম্পর্ক বেশ স্থিতিশীল হয়৷

চোঁখের রং দেখে বুঝে নিন কে কেমন

সবুজ মণি: সবুজ মণি যাঁদের হয় তাঁরা সাধারণত বুদ্ধিদীপ্ত হয়ে থাকেন৷ এঁরা সুন্দরের পূজারী হন৷ এঁদের খারাপ দিক হল এঁর হিংসুক হোন ৷ এরা কৌতূহলী এবং প্রাণবন্ত হোন ৷

ধূসর মণি: ধুসর রঙের মণি যাদর তারা সধারণত প্রভাবশালী, দৃঢ় এবং ভদ্র হন৷ এঁরা যাই করেণ তা নিপুনতার সঙ্গে করার চেষ্টা করেন৷ এংদের মধ্যে ঔদ্ধত্য থাকে না৷ যেকোনও সম্পর্কই এঁদের কাছে গুরুত্বপূর্ণ৷ এঁরা বিশ্লেষণাত্মক মনষ্ক হয়ে থাকেন৷ এদের মধ্যে নেতৃত্ব দেওয়ার একটি সহজাত গুণ থাকে৷

 

ঠোঁট দেখে বুঝুন কোন মেয়ে কেমন হয়

আশাকরি আমাদের টিপসগুলো আপনাদের কাজে লাগবে।

যদি সমান্যতম কাজে লাগে তবে একটা ধন্যবাদ দিতে ভুলবেন না।

আর নিয়মিত টিপস পেতে আমাদের সাথে থাকুন।

ফেসবুক পেজ

আমাদের সাইটে কোন প্রকার অশ্লীল আর্টিকেল দেওয়া হয় না।

 

Spread the love

Check Also

বয়সের

বয়সের ছাপ দূর করতে এই ভুল ধারণাগুল মেনে চলছেন?

বয়সের ছাপ বয়স হলেই আস্তে আস্তে বাড়বে এইটাই স্বাভাবিক নয় কিহ? আয়নায় ফাইন লাইনস কিংবা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *