কুকিজের সহজ উপায়ে বাড়িতেই বানাতে পারেন। একঘেয়ে বিস্কুটের পরিবর্তে চায়ের সঙ্গে দিতে পারেন কুকিজ। এছাড়া কাছের মানুষকে উপহার স্বরূপ দিতে পারে নিজের বানানো কুকিজ।
খ্রিস্টান সম্প্রদায়ের মানুষের সবচেয়ে বড় উৎসব বড়দিন (Christmas)। তবে এই উৎসবে জাতি- ধর্ম- বর্ণ নির্বিশেষে সকলেই সামিল হোন। বাড়ি- অফিস- দোকান থেকেশুরু করে রাস্তা-ঘাট সেজে ওঠে ক্রিসমাস ট্রি, সান্তাক্লজ ও আলোয় মালায়। যে কোনও উৎসব মানেই খাওয়া- দাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।
উপকরণ: ময়দা ৩ কাপ, তেল ৩ টেবিল চামচ, ডিম একটা, চিনিগুঁড়া দেড় কাপ, গোলাপজল এক চা–চামচ, লবণ এক চা–চামচের চার ভাগের এক ভাগ।
প্রণালি: সব উপকরণ একসঙ্গে মেখে আধা ঘণ্টা নরমাল ফ্রিজে ঢেকে রাখুন। একটি পাতিল গরম করে এর ওপর একটা স্ট্যান্ড রাখুন। তার ওপর একটা স্টিলের প্লেট অথবা অ্যালুমিনিয়ামের সমান ঢাকনার ওপর সামান্য তেল ব্রাশ করে নিন।
গোল গোল আকারে করে এর ওপর দিয়ে দিন। এবার মাঝারি আঁচে ১০ মিনিট আর কম আঁচে ২০ মিনিট ঢেকে রাখুন। বিস্কুট হয়ে গেলে চুলা থেকে নামিয়ে নিন। ঠান্ডা হলে মুচমুচে হয়ে যাবে। এবার কুকিজগুলো সংরক্ষণ করে নিন।
শুষ্ক ও কালচে ঠোঁট! সলিউশন কি?
মূলত যৌন জীবনকে সুস্থ্য, সুন্দর ও সুখময় করে তোলার জন্য জানা অজানা অনেক কিছু তুলে ধরা হয়।
এরপরও আপনাদের কোর প্রকার অভিযোগ থাকলে Contact Us মেনুতে আপনার অভিযোগ জানাতে পারেন,
আমরা আপনাদের অভিযোগ গুরুত্ব সহকারে বিবেচনা করব।