Friday , 20 September 2024

প্রপোজ করার সময় যা করবেন এবং যেটি করবেন না

প্রপোজ করতে গেলে সাহস থাকাটা জরুরি। তবে একটা কথা সবসময় মনে রাখবেন ‘First impression is the last impression’ অর্থাৎ বাংলায় যাকে বলে আগে দর্শনদারী পরে গুনবিচারি। আপনাকে দেখে যদি ভালো না লাগে তবে পছন্দের মানুষটি আপনার দোষগুণ বিচার করতে যাবে না। তাই নিজেকে মেলে ধরতে সুন্দর মানানসই পোশাক ও হালকা সাজগোজ করুন। কারণ পোশাক ও সাজগোজের মাধ্যমে আপনার রুচির প্রকাশ পাবে।

প্রপোজ
প্রপোজ করার সময় যা করবেন এবং যেটি করবেন না

 

দেখা করার পর আপনার পছন্দের মানুষটির চোখে চোখ রেখে কথা বলুন। চোখের নিজস্ব ভাষা অনেক কিছু বলে দেয়। চোখের ভাষাই বলে দেবে আপনি তাকে কতটা ভালোবাসেন কিংবা সে আপনার প্রতি কতটা দুর্বল।

আন্তরিকভাবে কথা বলুন। তবে অবশ্যই অপ্রাসঙ্গিক কোনো কথা বলতে যাবেন না। সেইসঙ্গে কোনো রকম মিথ্যা কথা বলতে যাবেন না। কথা বলার সময় কোনো নায়ক কিংবা নায়িকাকে অনুকরণ না করে নিজস্ব স্টাইলে গুছিয়ে কথা বলুন।

বেশি নড়াচড়া বা অন্যদিকে তাকিয়ে কথাবার্তা বলবেন না। তার প্রতি আপনার আগ্রহ প্রকাশ করুন এবং আপনার প্রতি তার আগ্রহ জন্মাবে— এমনভাবে কথা বলুন। আর যতটা সম্ভব হেসে কথা বলার চেষ্টা করুন। এতে সে আপনাকে সহজভাবে গ্রহণ করবে এবং আপনার সঙ্গে কথা বলতে স্বচ্ছন্দ অনুভব করে। পছন্দের মানুষটি কথা বলার সময় পূর্ণ মনোযোগ তার দিকে দিন।

কথার মধ্যে প্রাণখোলা মনের পরিচয় দিন। মনে রাখবেন প্রাণখোলা মানুষদের সবাই পছন্দ করে। পছন্দের মানুষটিকে আপনার ভবিষ্যতের পরিকল্পনা খুলে বলুন। তার ভবিষ্যতের পরিকল্পনাগুলো শুনুন। আনুষ্ঠানিকতা বাদ দিয়ে তার সঙ্গে ঘন ঘন ফোনে কথা বলুন ও দেখা করুন। তার ভালোলাগা মন্দলাগা বিষয়গুলো জানুন।

অনুভূতির দাম দিতে শিখুন। ধরুন আপনার পছন্দের মানুষ চিংড়ি খুব পছন্দ করে। আর আপনি তা পছন্দ করেন না। এখন তাকে যদি চিংড়ি সম্পর্কে নেতিবাচক কথা বলতে যান তবে সে অবশ্যই আপনার দিকে আগ্রহ হারাবে।

শুধু আপনি শুনবেন, তা কিন্তু নয়। তাকেও বলতে ও শুনতে দিন। খেয়াল করুন, সে কি আপনার প্রতি আস্তে আস্তে দুর্বল হচ্ছে কিনা? তারপর জানিয়ে দিন মনের কথা। আপনাকে ভালো লাগলে সে আপনাকে ফেরাতে পারবে না।

বিয়ের আগেই কত রূপে দেখা গেল অম্বানীদের নববধূকে

ফেসবুক পেজ

মূলত যৌন জীবনকে সুস্থ্য, সুন্দর ও সুখময় করে তোলার জন্য জানা অজানা অনেক কিছু তুলে ধরা হয়।

এরপরও আপনাদের কোর প্রকার অভিযোগ থাকলে Contact Us মেনুতে আপনার অভিযোগ জানাতে পারেন,

আমরা আপনাদের অভিযোগ গুরুত্ব সহকারে বিবেচনা করব

Spread the love

Check Also

চিনি

চিনি খাওয়া ছেড়ে দিলে শরীরে ঘটবে যে পরিবর্তন

এখন কমবেশি অনেকেই প্রায় প্রত্যেকদিন চিনি খেয়ে থাকেন। বাড়িতে বানানো চা কিংবা প্রায় নাস্তায় কমবেশি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *