Friday , 20 September 2024

ক্যারিয়ারে নতুন অধ্যায় রাহুল দ্রাবিড়ের ছেলের

ক্যারিয়ারে নতুন অধ্যায় রাহুল দ্রাবিড়ের ছেলের। অস্ট্রেলিয়া অনূর্ধ্ব–১৯ দলের বিপক্ষে একাধিক সংস্করণের সিরিজ সামনে রেখে ভারতের অনূর্ধ্ব–১৯ দলের ঘোষিত স্কোয়াডে ডাক পেয়েছেন কিংবদন্তি রাহুল দ্রাবিড়ের ছেলে সামিত দ্রাবিড়। আজ ভারত অনূর্ধ্ব–১৯ দলের স্কোয়াড ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। এই প্রথমবারের মতো অনূর্ধ্ব–১৯ দলে ডাক পেলেন ১৮ বছর ২৯৫ দিন বয়সী সামিত। সেপ্টেম্বর–অক্টোবরে খেলবে দুই দেশের বয়সভিত্তিক দল দুটি।

ক্যারিয়ারে
ক্যারিয়ারে নতুন অধ্যায় রাহুল দ্রাবিড়ের ছেলের

শরীফুল কেন দলে নেই

রাহুল দ্রাবিড়কে আলাদা করে পরিচয় না করিয়ে দিলেও চলে। ক্রিকেট ইতিহাসে শুদ্ধতম ব্যাটসম্যানদের একজন। টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি বল খেলেছেন ভারতীয় ক্রিকেটে ‘দ্য ওয়াল’ নামে খ্যাতি পাওয়া এই কিংবদন্তি। কোচ হিসেবে ভারতকে জিতিয়েছেন টি–টোয়েন্টি বিশ্বকাপও। ভারতের টেস্ট ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহকের ছেলে সামিত অনূর্ধ্ব–১৯ দলে সাদা ও লাল বল—দুই সংস্করণের স্কোয়াডেই ডাক পেয়েছেন।

বেঙ্গালুরুতে চলমান মহারাজা টি–২০ টুর্নামেন্টে মহীশূর ওয়ারিয়র্সের হয়ে খেলছেন সামিত। সিনিয়র ক্রিকেটে এটাই তাঁর প্রথম টি–টোয়েন্টি টুর্নামেন্ট। তবে তেমন একটা ভালো করতে পারেননি। ১১৩.৮৮ স্ট্রাইকরেটে ৭ ইনিংসে করেছেন ৮২ রান। সামিত মিডিয়াম পেস বোলিং করলেও এ টুর্নামেন্টে বোলিংয়ের সুযোগ পাননি। আজ অনূর্ধ্ব–১৯ দলে ডাক পাওয়ার দিনে মহীসূরের হয়ে সেমিফাইনাল খেলতে নামবেন সামিত।

বাংলাদেশের বিপক্ষে আফ্রিদিকে বাদ দেওয়ায় প্রশ্ন উঠল বাবরদের নিয়েও

এ বছরের শুরুতে কর্নাটকের কুচবিহার ট্রফি জয়ে দারুণ ভূমিকা রাখেন সামিত। চার দিনের এই টুর্নামেন্ট অনূর্ধ্ব–১৯ বছর বয়সী ক্রিকেটারদের জন্য। সামিত সেখানে ৮ ম্যাচে ৩৬২ রান করেছেন, উইকেট নিয়েছেন ১৬টি। ফাইনালে মুম্বাইয়ের বিপক্ষে নেন ২ উইকেট।

তবে সামিতের প্রতিভার আভাস পাওয়া গিয়েছিল আরও আগে, ২০২০ সালে যখন মাল্লয়া অদিতি ইন্টারন্যাশনাল স্কুলের হয়ে খেলেছিলেন ১৪৪ বলে অপরাজিত ২১১ রানের ইনিংস। ২০১৯ সালের ডিসেম্বরে ইন্টার জোনাল অনূর্ধ্ব-১৫ টুর্নামেন্টেও ভাইস প্রেসিডেন্ট একাদশের হয়ে ডাবল সেঞ্চুরি করেছিলেন।

আগামী ২১, ২৩ ও ২৬ সেপ্টেম্বর অস্ট্রেলিয়া অনূর্ধ্ব–১৯ দলের বিপক্ষে ৫০ ওভার সংস্করণে তিন ম্যাচের সিরিজ খেলবে ভারত অনূর্ধ্ব–১৯ দল। এরপর চেন্নাইয়ে চার দিনের ম্যাচ দুটি শুরু হবে ৩০ সেপ্টেম্বর ও ৭ অক্টোবর।

সূত্রঃ প্রথম আলো 

ত্রাণ দিতে গিয়ে পানিতে ডুবে তিন শিক্ষার্থী অসুস্থ

ফেসবুক পেজ

মূলত যৌন জীবনকে সুস্থ্য, সুন্দর ও সুখময় করে তোলার জন্য জানা অজানা অনেক কিছু তুলে ধরা হয়।

এরপরও আপনাদের কোর প্রকার অভিযোগ থাকলে Contact Us মেনুতে আপনার অভিযোগ জানাতে পারেন,

আমরা আপনাদের অভিযোগ গুরুত্ব সহকারে বিবেচনা করব।

Spread the love

Check Also

ঢাকা বিশ্ববিদ্যালয়ে সকল প্রকার রাজনীতি বন্ধ ঘোষণা

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত শিক্ষার্থী-শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের সকল প্রকার রাজনীতি বন্ধ রাখার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *