Thursday , 19 September 2024

টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র জনপ্রিয় থ্রিলার নির্মাতা

টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র জনপ্রিয় থ্রিলার নির্মাতা। হতে চেয়েছিলেন ক্রিকেটার। তবে এক চোট তাঁর পেস বোলার হওয়ার স্বপ্ন ভেঙে দেয়। এরপর কাজ করার কথা ছিল টেক্সটাইল ইঞ্জিনিয়ার হিসেবে, বিশ্ববিদ্যালয়ে এটাই তাঁর পড়ার বিষয় ছিল কিনা! কিন্তু শেষ পর্যন্ত হলেন নির্মাতা। এ সময়ে টিভি বা ওটিটির অন্যতম আলোচিত নির্মাতা ভিকি জাহেদ। আজ এই তরুণ নির্মাতার জন্মদিন। এ উপলক্ষে আলো ফেলা যাক তাঁর ক্যারিয়ারে।

টেক্সটাইল
টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র জনপ্রিয় থ্রিলার নির্মাতা

নির্মাতা হতে চাননি ভিকি জাহেদ। চেয়েছিলেন পেস বোলার হতে। তবে বোলারদের চিরশত্রু চোটের সঙ্গে পেরে ওঠেননি। আর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর তো তাঁর জীবন পুরো বদলে যায়। তা–ও এক রাতে!

সেই রাতে ‘আ ক্লকওয়ার্ক ওরেঞ্জ’ দেখতে বসেছিলেন ভিকি জাহেদ। কে জানত স্ট্যানলি কুবরিকের এই সিনেমাটি তাঁর জীবন বদলে দেবে। ২০১০ সালের দিকে ছবিটি দেখার পর অন্য এক ঘোরের মধ্যে চলে যান, ঠিক করেন এই নির্মাতা হবেন। তাঁর কাছে নির্মাণ একটা জার্নির মতো। ধীরে ধীরে শুরু হলো প্রচুর সিনেমা দেখা আর বই পড়া।

নির্মাণ নিয়ে কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই, কাজ করেননি কারও সহকারী হিসেবেও; নিজে নিজেই তৈরি করে নিয়েছেন চলচ্চিত্রের ভাষা।
শুরুর দিকে প্রচুর স্বল্পদৈর্ঘ্য সিনেমা বানিয়েছেন। বেশির ভাগই ‘ফিল গুড’ রোমান্টিক ধারার কাজ। তবে দেশি নির্মাতাদের মধ্যে ভিকি জাহেদ ব্যাপকভাবে আলোচনায় আসেন কোভিড–পরবর্তী সময়ে। ‘ইরিনা’, ‘জন্মদাগ’, ‘রেহনুমা’, ‘চিরকাল আজ’, ‘পুনর্জন্ম’ সিরিজ, ‘রেডরাম’, ‘দ্য সাইলেন্স’, ‘কাজলের দিনরাত্রি’, ‘আমি কি তুমি’, ‘তিথিডোর’, ‘রুমি’—একের পর এক আলোচিত কাজ উপহার দিয়েছেন তিনি।

এককথায় ভিকি জাহেদকে নিয়ে বলতে গেলে বলতে হবে ধূসর! পর্দায় চরিত্রের ধূসর দিক নিয়ে খেলতে ভালোবাসেন তিনি। এ সময়ের অন্যতম থ্রিলার নির্মাতাও তিনি। কেবল থ্রিলার নয়, সায়েন্স ফিকশন থেকে শুরু করে এমন অপ্রচলিত বিষয় নিয়ে কাজ করেছেন তিনি, যা দেশি কনটেন্টে খুব একটা দেখা যায় না।

দুই বাংলায় তুমুল জনপ্রিয় নাটক ‘চিরকাল আজ’-এ তিনি পর্দায় তুলে ধরেছেন অ্যামনেশিয়ায় আক্রান্ত এক চরিত্রের জার্নি। ‘আমি কি তুমি’র মূল উপজীব্য প্যারালাল ইউনিভার্স। তবে তিনি যা–ই বানান, যেখানে ডার্ক বিষয় থাকবেই। থ্রিলারের মোড়কে তাঁর গল্পে দেখা যায় ক্রমিক খুনি, নরমাংসখাদক, জটিল কোনো রোগে আক্রান্ত ব্যক্তি। এ ছাড়া তাঁর কাজে থাকে দুনিয়ার নানা প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনার রেফারেন্স।

এ প্রসঙ্গে আগে প্রথম আলোকে দেওয়া সাক্ষাৎকারে ভিকি জাহেদ বলেছিলেন, ‘শুরুর দিকে বেশির ভাগ মানুষই এ ধরনের বিষয় নিয়ে কাজ করতে নিরুৎসাহিত করেছেন। প্রযোজক পেতেও সমস্যা হতো। তবে আমার বিশ্বাস ছিল। এখন সব দেশের সব ধরনের কনটেন্ট দর্শকের হাতের নাগালে। ওদের সঙ্গে টক্কর দিতে গেলে আমাদেরও বৈচিত্র্য আনতে হবে। যেসব গল্প কখনো বলা হয়নি, সেগুলো বলতে হবে। কারণ, দর্শক তো কনটেন্ট দেখবেন, আপনার বাজেট কম ছিল কি না, কতটা প্রতিকূলতা নিয়ে বানিয়েছেন, সেটা ভাববেন না। তাই টক্কর দিতে আমাদের একটাই অস্ত্র, গল্প।’

অল্প বাজেটে বৈচিত্র্যময় কনটেন্ট তৈরি করাও ভিকি জাহেদের আরেকটি গুণ। এ সময়ের বেশির ভাগ দর্শক বিশ্বের নানা প্রান্তের কনটেন্ট দেখে অভ্যস্ত। দেশি কনটেন্ট দিয়ে তাঁদের কাছে কীভাবে পৌঁছানো যাবে, সেটা ভালোই জানেন ভিকি। তাই তাঁর কাজ তরুণদের কাছে এতটা আলোচিত হয়। বিষয়, অভিনবত্ব, চেনা অভিনেতাকে নতুন রূপে হাজির করাও তাঁর সাফল্যের আরেকটি কারণ হতে পারে।

মেহজাবীন চৌধুরী, আফরান নিশোদের মতো অভিনেতাদেরও তিনি নতুন করে চিনিয়েছেন। ‘পুনর্জন্ম’ সিরিজে নিশো অভিনীত চরিত্র ‘রাফসান’ হক তো ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।

অন্যদিকে ক্যারিয়ারজুড়েই নানা বৈচিত্র্যময় চরিত্রে অভিনয় করেছেন মেহজাবীন। এর মধ্যে রোমান্টিক চরিত্রই বেশি। রোমান্টিক ভাবমূর্তি ভুলিয়ে মেহজাবীনকে ভিন্ন রূপে হাজির করেন ভিকি জাহেদ।

সূত্রঃ প্রথম আলো 

১০ বছর পর সাতক্ষীরায় পুলিশের বিরুদ্ধে মামলা

ফেসবুক পেজ

মূলত যৌন জীবনকে সুস্থ্য, সুন্দর ও সুখময় করে তোলার জন্য জানা অজানা অনেক কিছু তুলে ধরা হয়।

এরপরও আপনাদের কোর প্রকার অভিযোগ থাকলে Contact Us মেনুতে আপনার অভিযোগ জানাতে পারেন,

আমরা আপনাদের অভিযোগ গুরুত্ব সহকারে বিবেচনা করব।

 

Spread the love

Check Also

মূল্যস্ফীতি

দক্ষিণ এশিয়ায় সর্বোচ্চ মূল্যস্ফীতি এখন বাংলাদেশে

ডলারসহ অর্থনৈতিক সংকটের প্রভাবে মূল্যস্ফীতি উসকে ওঠা দেশগুলোর একটি ছিল শ্রীলংকা। দুই বছর আগে ২০২২ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *