Friday , 20 September 2024

ঢাকার রাস্তায় ফিরেছে ট্রাফিক পুলিশ

ঢাকার সড়কসহ বিভিন্ন সড়কে গত সাত দিন যাবত শিক্ষার্থী্রা দায়িত্ব পালন করছেন। প্রায় এক সপ্তাহের অচলাবস্থার পর সড়কে কাজে ফিরতে শুরু করেছেন ট্রাফিক পুলিশ সদস্যরা।

ঢাকার
ঢাকার রাস্তায় ফিরেছে ট্রাফিক পুলিশ

সোমবার সকালে ঢাকার, বাড্ডা, বসুন্ধরা, মহাখালী, তেজগাঁও, বাংলা মোটর, কারওয়ান বাজার, বিজয় সরণি, জাহাঙ্গীর গেইট, শাহবাগ ও গুলিস্তান এলাকায় ট্রাফিক পুলিশদের দায়িত্ব পালন করতে দেখা গিয়েছে।

গত সাত দিন ধরে সড়কে শৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তার দায়িত্ব পালন করেছে অসংখ্য শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবক। কোন কোন জায়গায় এখনও শিক্ষার্থীরা দায়িত্ব পালন করছেন। তবে তারা সংখ্যায় কম।

এক দফা আন্দোলন চলাকালে এবং গত ৫ই অগাস্ট সরকার পতনের পর দেশজুড়ে বিভিন্ন থানা, পুলিশ ফাঁড়ি, ট্রাফিক পুলিশ বক্সে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

এতে বহু পুলিশ সদস্য হতাহত হন, আতঙ্কে বেশিরভাগ থানা পুলিশ শূন্য হয়ে পড়ে। সারা দেশের সড়কে ট্রাফিক ব্যবস্থাপনা ভেঙে পড়ে।

নিরাপত্তাসহ ১১ দফা দাবিতে কর্মবিরতি শুরু করেছিল পুলিশ সদস্যর।

এমন অবস্থায় রোববার স্বরাষ্ট্র উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন সবাইকে কাজে যোগ দিতে বৃহস্পতিবার পর্যন্ত সময় বেঁধে দেন।

দাবি পূরণের আশ্বাস পাওয়ার পর গতকাল রাত থেকে তারা কর্মবিরিত প্রত্যাহার করে।

সূত্রঃ B B C NEWS বাংলা

কার্সলি ইংল্যান্ডের অন্তর্বর্তীকালীন কোচ

ফেসবুক পেজ

মূলত যৌন জীবনকে সুস্থ্য, সুন্দর ও সুখময় করে তোলার জন্য জানা অজানা অনেক কিছু তুলে ধরা হয়।

এরপরও আপনাদের কোর প্রকার অভিযোগ থাকলে Contact Us মেনুতে আপনার অভিযোগ জানাতে পারেন,

আমরা আপনাদের অভিযোগ গুরুত্ব সহকারে বিবেচনা করব

Spread the love

Check Also

ঢাকা বিশ্ববিদ্যালয়ে সকল প্রকার রাজনীতি বন্ধ ঘোষণা

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত শিক্ষার্থী-শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের সকল প্রকার রাজনীতি বন্ধ রাখার …