Friday , 20 September 2024

বন্যার্ত বাচ্চাদের মধ্যে ছেলেকে খুঁজে পান অপু বিশ্বাস

বন্যার্ত  জীবন খুবই কষ্টের। এবারের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত দেশের অর্ধকোটির বেশি মানুষ। কয়েকটি জেলায় ভয়াবহ বন্যাতে পানির নিচে আটকে আছেন লাখ লাখ মানুষ। ভয়াবহ এই বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সহযোগিতার মানসিকতা নিয়ে দাঁড়িয়েছেন বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ ও সংগঠন। বন্যার্তদের জন্য সাধ্যমতো ত্রাণ নিয়ে আক্রান্ত এলাকায় ছুটছেন তাঁরা। কেউ সশরীর বন্যকবলিত স্থানে যেতে না পারলেও বিভিন্ন সংগঠনের মাধ্যমে সহযোগিতার চেষ্টা করছে।

বন্যার্ত
বন্যার্ত বাচ্চাদের মধ্যে ছেলেকে খুঁজে পান অপু বিশ্বাস

গতকাল রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে গিয়ে অপু বিশ্বাসের পক্ষ থেকে অর্থসহায়তা দেওয়া হয়। ফেসবুকে একটি ভিডিও শেয়ার করেছেন অপু বিশ্বাস, যদিও ভিডিওতে দেখা যায়নি তাঁকে। তবে এক মিনিট ব্যাপ্তির ভিডিওতে একঝলকে খাতায় তাঁর নাম দেখা গেছে। অপু বিশ্বাসও অর্থসহায়তার বিষয়টি নিশ্চিত করেছেন।

ভিডিওটি ফেসবুকে শেয়ার করে ফেসবুকে অপু বিশ্বাস লিখেছেন, ‘দেশে আকস্মিক বন্যায় অসহায় হয়ে পড়া মানুষের জন্য আমার পক্ষ থেকে ছোট্ট উপহার। দেশের বিভিন্ন অঞ্চলে লাখ লাখ মানুষ পানিবন্দী হওয়ায় মনটা ভালো নেই। অসহায় হয়ে পড়া মানুষের আর্তনাদ দেখলে মন চায় ছুটে যায় তাদের কাছে। অসহায় বাচ্চাদের মায়াবী মুখগুলো দেখলে বুকটা ছটফট করে, কারণ আমার নিজেরও ছেলে আছে। এই ছোট্ট বাচ্চাদের মাঝে আমি আমার ছোট্ট জয়কে খুঁজে পাই। কিন্তু আমার একমাত্র ছেলে জয়কে রেখে তাদের কাছে ছুটে যেতে পারছি না।’

ফেসবুক পোস্টের শেষে অপু লিখেছেন, ‘বন্যার প্রথম থেকে আমি আমার জায়গা থেকে বিভিন্ন টিম, ফাউন্ডেশনে সহায়তা করে বন্যার্তদের পাশে থাকার চেষ্টা করে যাচ্ছি। আমরা সবাই যদি যার যার জায়গা থেকে বন্যায় আক্রান্ত অসহায় হয়ে পড়া মানুষদের পাশে দাঁড়াই, তাহলেই ঘুরে দাঁড়াবে আমাদের সোনার বাংলাদেশ।’
এদিকে আজ সোমবার সকালে ফেসবুকে আরেকটি পোস্ট করেছেন অপু বিশ্বাস। ‘মানুষ মানুষের জন্য…’ ক্যাপশন জুড়ে দেওয়া সেই পোস্টের স্থিরচিত্রে দেখা যাচ্ছে, ত্রাণসামগ্রী প্যাকেজিংয়ের কাজ চলছে। একটি স্থিরচিত্র দেখা গেছে, অপু বিশ্বাস নিজে তা তদারক করছেন।

সূত্রঃ প্রথম আলো

    বন্যায় তলিয়ে যাওয়া মুমূর্ষু শিশুটিকে ঢাকায় আনল বিজিবি

ফেসবুক পেজ

মূলত যৌন জীবনকে সুস্থ্য, সুন্দর ও সুখময় করে তোলার জন্য জানা অজানা অনেক কিছু তুলে ধরা হয়।

এরপরও আপনাদের কোর প্রকার অভিযোগ থাকলে Contact Us মেনুতে আপনার অভিযোগ জানাতে পারেন,

আমরা আপনাদের অভিযোগ গুরুত্ব সহকারে বিবেচনা করব।

Spread the love

Check Also

ঢাকা বিশ্ববিদ্যালয়ে সকল প্রকার রাজনীতি বন্ধ ঘোষণা

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত শিক্ষার্থী-শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের সকল প্রকার রাজনীতি বন্ধ রাখার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *