Friday , 20 September 2024

শিগগিরি নিহতের প্রকৃত সংখ্যা জানা যাচ্ছে না

শিগগিরি নিহতের প্রকৃত সংখ্যা জানা সহজ না। কোটা সংস্কার থেকে সরকার পতনের এক দফা আন্দোলনে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলি ও বল প্রয়োগ এবং সরকার পতনের পর সহিংসতায় কতজনের প্রাণ গেছে, কতজন আহত হয়েছেন, পঙ্গু বা চোখের আলো হারিয়েছেন এসব নিয়ে এখনো রয়েছে ধোঁয়াশা।

শিগগিরি
শিগগিরি নিহতের প্রকৃত সংখ্যা জানা যাচ্ছে না

কারো কাছে নেই নিহত আহতের সঠিক পরিসংখ্যান তবে হতাহত ব্যক্তির পরিচিতিসহ একটি পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের উদ্যোগ নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর এজন্য ১৩ সদস্য একটি কমিটি করা হয়েছে।

জাতিসংঘ তাদের প্রতিবেদনে বলেছে, গত ১৬ই জুলাই থেকে ১১ই অগাস্ট পর্যন্ত অন্তত ৬৫০ জনের মৃত্যু হয়েছে তবে ভারতীয় একটি গণমাধ্যমকে সদ্য সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা সাখাওয়াত হোসেন বলেছেন ছাত্র আন্দোলনে এক হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে।

আন্দোলন ঘিরে হতাহতের তথ্য সংগ্রহে ছাত্রদের উদ্যোগে তৈরি করা শহীদ ইনফো নামের ওয়েবসাইট শনিবার পর্যন্ত ৪৯০ জন নিহতের নাম পরিচয় জানা গিয়েছে। আহত অন্তত ৩৩ হাজার। সমকাল অন্তত ৬২২ জন নিহত হওয়ার তথ্য নিশ্চিত হতে পেরেছে।

আন্দোলনে নিহত অনেকের লাশ হাসপাতালে নেয়া হয়নি আবার অনেকে হৃদরোগ বা সড়ক দুর্ঘটনায় মারা গেছেন বলে নথিভুক্ত হয়েছে। কারোর লাশ দাফন করা হয় বেওয়ারিশ হিসেবে।

প্রতি মাসে গড়ে ৪৫ টি নাম পরিচয়হীন লাশ দাফন করে আঞ্জুমান মফিদুল ইসলাম তবে ছাত্র জনতার আন্দোলনের সময় ৮৩ টি লাশ দাফন করে এই সংগঠন। যাদের শেষ ঠিকানা হয়েছে রায়েরবাজার ও জুরাইন কবরস্থানে।

এদিকে আন্দোলনে গিয়ে অনেকে এখনো ঘরে ফেরেনি। তাদের খোঁজে হাসপাতালে ঘুরছেন স্বজনরা আবার মেডিকেল কলেজের মর্গের কিছু লাশ পড়ে আছে এসব লাশের কোন দাবিদার পাচ্ছে না হাসপাতাল কর্তৃপক্ষ।

সূত্রঃ B B C NEWS বাংলা 

বাংলাদেশ সিরিজে খেলার কোনো ‘প্রত্যাশা নেই’ সরফরাজ

ফেসবুক পেজ

মূলত যৌন জীবনকে সুস্থ্য, সুন্দর ও সুখময় করে তোলার জন্য জানা অজানা অনেক কিছু তুলে ধরা হয়।

এরপরও আপনাদের কোর প্রকার অভিযোগ থাকলে Contact Us মেনুতে আপনার অভিযোগ জানাতে পারেন,

আমরা আপনাদের অভিযোগ গুরুত্ব সহকারে বিবেচনা করব

Spread the love

Check Also

ঢাকা বিশ্ববিদ্যালয়ে সকল প্রকার রাজনীতি বন্ধ ঘোষণা

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত শিক্ষার্থী-শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের সকল প্রকার রাজনীতি বন্ধ রাখার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *