সবাই চায় তার দাম্পত্ত জীবনকে সূখী করতে কিন্তু অনেক সময় তা সম্ভব হয়ে ওঠেনা তাদের জন্যই কিছু টিপস নিয়ে আসছি আপনার সাথে।
০১.কামসাস্ত্র বিদগন বলেন যে ধূতরা,কালো মরিচ ও পিপুল একেত্রে মিশিয়ে তা মধূ সংযোগে মলমের মত তৈরি করে তা মালিশ করে তারপর পরিষ্কার করে কোন নারীর সাথে সঙ্গম করলে সে পূর্ন তৃপ্তি পায়।
০২.ভূষি সহ উদর কিডল নিয়ে তা শুকিয়ে গো দূগ্ধের সাথে মিশিয়ে সূপ করে নিয়ে তার সাথে ঘৃত ও মধূ মিশ্রন করে তা গ্রহন করলে সেই পুরূষ বহুবার সঙ্গমের জন্য উপোযোগী।
০৩:সমান শতভরি,গোক্ষুর ও শ্রপির্নি ফল নিয়ে ৪ কাপ জল নিয়ে সিদ্ধ করে তা দুই কাপ করে ইহা খাইলে বীর্যের গুন বাড়ে।
০৪:যে সমস্ত পূরুষ রতি কার্যে দীর্ঘ সময় স্থায়ী হতে পারেনা এবং যারা নারীকে সামলাতে পারেনা তারা আয়ুর্বেদ ও তন্ত্রসাস্ত্র হতে তথ্য সংগ্রহ করে তা ব্যাকহার কেরতে পারেন।
নতুন তথ্য পেতে সাথেই থাকুন। আপনার জীবন সূখী হোক সুন্দর হোক এই কামনাই রইলো।