অনেক মেয়েদের ক্ষেত্রে দেখা যায় তাদের মনে সঙ্গীর সাথে মিলনে প্রচণ্ড ইচ্ছা থাকলেও তারা মিলনের সময়ই হারাচ্ছেন তাদের ইচ্ছা। শত চেষ্টা করেও শেষ পর্যন্ত ব্যর্থ হচ্ছেন চরম সুখ প্রাপ্তিতে। তাহলে আপনি কি ‘ভ্যাজাইনিমাস’-এর শিকার?
মেয়েদের ক্ষেত্রেই এই অসুবিধা দেখা দেয়। মিলনে তীব্র ইচ্ছা থাকা সত্ত্বেও, মহিলার ক্ষেত্রে শেষ পর্যন্ত যোনিই বাঁধা হয়ে দাঁড়ায়। যোনির বাইরে পেশীতন্ত্রের অনৈচ্ছিক সঙ্কোচের কারণে যোনির ভেতরে প্রাচীরের মতো বাধার সৃষ্টি হয়। ফলে পেনিট্রেশনে বাধার সৃষ্টি হয়। অনেকক্ষেত্রে আবার পেনিট্রেশনের সময় অসহ্য যন্ত্রণা হয়। তাই অনেকেই ভয়ে সেক্স এড়িয়ে চলেন। এককথায় পেনিট্রেশনে বাধা ‘ভ্যাজাইনিমাস’-এর লক্ষ্মণ।
বিশেষজ্ঞরা জানাচ্ছেন এক সংক্রমণ, দুই ভয়। সাধারণত এই দুটি কারণেই মেয়েরা ‘ভ্যাজাইনিমাস’-এর শিকার হয়ে থাকেন। সংক্রমণ মানে যোনির ক্ষয়িষ্ণুতা, যোনিতে পেশীর বৃদ্ধি কিংবা এন্ড্রোমেট্রিওসিসের ফলে মেয়েদের এই অসুবিধার মধ্যে পড়তে হয়। আবার অনেকক্ষেত্রে ভয়। অনেকের ধারনায় থাকা পেনিট্রেশনে প্রচণ্ড ব্যথা হয়। আর এই ভয় অনেকের মস্তিষ্কে বাসা বাঁধে। আবার অনেক সময় অন্তঃসত্ত্বা হয়ে যাওয়ার ভয়েও এমটা হয়ে থাকে।
পড়ুন স্বাভাবিক বীর্যস্থলনে প্রতিবার বীর্যের পরিমান কতটুকু হয়?
* মুক্তির উপায়:
দেরি নয়, যত তাড়াতাড়ি সম্ভব ডাক্তারের পরামর্শ নিন। কারণ ‘ভ্যাজাইনিমাস’ হতে পারে আপনার সুখী দাম্পত্যের শত্রু। আর লজ্জা না পেয়ে স্বামীর সঙ্গে খোলাখুলি আলোচনা করুন। সেই সঙ্গে বাড়িতে কিছু শরীরচর্চা করুন।