Thursday , 19 September 2024

ডিএমপি তে পদায়ন পাঁচজন

ডিএমপি র উপকমিশনার খোন্দকার নজমুল হাসানকে (সুপার নিউমারারি ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) ডিএমপির অতিরিক্ত কমিশনার করা হয়েছে।পুলিশ সুপার থেকে ডিআইজি হিসেবে পদোন্নতি পাওয়া পাঁচজনকে ডিএমপিতে পদায়নপুলিশ সুপার (এসপি) থেকে উপমহাপরিদর্শক (ডিআইজি) হিসেবে পদোন্নতি পাওয়া পাঁচ পুলিশ কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে। এ ছাড়া অতিরিক্ত মহাপরিদর্শক (সুপার নিউমারারি) পদমর্যাদার দুজন এবং পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদার এক কর্মকর্তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

ডিএমপি
ডিএমপি তে পদায়ন পাঁচজন

আজ মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পুলিশ-১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন উপসচিব মো. মাহাবুর রহমান শেখ।প্রজ্ঞাপনে বলা হয়, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার হাসান মো. শওকত আলীকে (সুপার নিউমারারি ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) ডিএমপির অতিরিক্ত কমিশনার, ডিএমপির যুগ্ম কমিশনার মো. মাসুদ করিমকে (সুপার নিউমারারি ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) ডিএমপির অতিরিক্ত কমিশনার করা হয়েছে। ডিএমপির উপকমিশনার খোন্দকার নজমুল হাসানকে (সুপার নিউমারারি ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) ডিএমপির অতিরিক্ত কমিশনার করা হয়েছে। আর ডিএমপির উপকমিশনার মো. ইসরাইল হাওলাদারকে (সুপার নিউমারারি ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) ডিএমপির অতিরিক্ত কমিশনার এবং ডিএমপির উপকমিশনার ফারুক আহমেদকে (সুপার নিউমারারি ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) ডিএমপির অতিরিক্ত কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।

এ ছাড়া ডিএমপির অতিরিক্ত কমিশনার (অতিরিক্ত মহাপরিদর্শক সুপার নিউমারারি) এ কে এম হাফিজ আক্তারকে ঢাকায় শিল্পাঞ্চল পুলিশে, ডিএমপির অতিরিক্ত কমিশনার খ. মহিদ উদ্দিনকে (অতিরিক্ত মহাপরিদর্শক) ঢাকায় ট্যুরিস্ট পুলিশে এবং ডিএমপির অতিরিক্ত কমিশনার মো. মনিবুর রহমানকে ঢাকায় আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে।

সুত্রঃপ্রথম আলো।

 

মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের তালিকা চেয়ে চিঠি

মার্তিনেজ হয়ে দাঁড়িয়েই আসিফের সাফল্য

 

ফেসবুক পেজ

মূলত যৌন জীবনকে সুস্থ্য, সুন্দর ও সুখময় করে তোলার জন্য জানা অজানা অনেক কিছু তুলে ধরা হয়।

এরপরও আপনাদের কোর প্রকার অভিযোগ থাকলে Contact Us মেনুতে আপনার অভিযোগ জানাতে পারেন,

আমরা আপনাদের অভিযোগ গুরুত্ব সহকারে বিবেচনা করব।

Spread the love

Check Also

হত্যা

চোর সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলের অতিথিকক্ষে

চোর সন্দেহে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলের অতিথিকক্ষে আটকে রেখে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *