Thursday , 19 September 2024

বাংলাদেশ শিল্পী কল্যাণ ট্রাস্টের সদস্য যাঁরা

বাংলাদেশ শিল্পী কল্যাণ ট্রাস্ট পরিচালনার জন্য ১৫ সদস্যের ট্রাস্টি বোর্ড পুনর্গঠন করেছে সরকার। আজ রোববার সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় প্রজ্ঞাপনে জানিয়েছে, ট্রাস্টি বোর্ডের সদস্যরা আগামী তিন বছর এ দায়িত্ব পালন করবেন।

বাংলাদেশ
বাংলাদেশ শিল্পী কল্যাণ ট্রাস্টের সদস্য যাঁরা

রাজনৈতিক পটপরিবর্তনের পর অন্যান্য ক্ষেত্রের মতো সংস্কৃতি অঙ্গনেও সংস্কার চলছে। এর মধ্যে বাংলাদেশ শিল্পী কল্যাণ ট্রাস্ট আইন, ২০০১–এর ৬ নম্বর ধারার প্রদত্ত ক্ষমতাবলে ট্রাস্টি বোর্ড পুনর্গঠন করেছে সরকার।

ট্রাস্টি বোর্ডে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টাকে চেয়ারম্যান, মন্ত্রণালয়ের সচিবকে ভাইস চেয়ারম্যান ও বাংলাদেশ শিল্পী কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালককে সদস্যসচিবের দায়িত্বে দেওয়া হয়েছে।

১২ সদস্যের মধ্যে চারজন সংগীতশিল্পী, নাট্যব্যক্তিত্ব, নির্মাতা, অভিনয়শিল্পী রয়েছেন। তাঁরা হলেন কনকচাঁপা, সামিনা লুৎফা, আশফাক নিপুন ও নওশাবা আহমেদ।

অন্য সদস্যরা হলেন—বাংলা একাডেমির মহাপরিচালক, বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের একজন যুগ্ম সচিব, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের একজন যুগ্ম সচিব, কবি নাহিদ হাসান, লেখক ও শিক্ষক তুহিন ওয়াদুদ, কবি ইমতিয়াজ মাহমুদ ও কবি সাইয়েদ জামিল।

দেশের অসচ্ছল শিল্পীদের কল্যাণসাধন, শিল্পীদের কল্যাণার্থে প্রকল্প অনুমোদন-বাস্তবায়নের মতো লক্ষ্যে কাজ করে ‘বাংলাদেশ শিল্পী কল্যাণ ট্রাস্ট’।

সূত্রঃ প্রথম আলো 

ইস্টার্ণ ব্যাংক নেবে ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার আবেদন করুন দ্রুত

ফেসবুক পেজ

মূলত যৌন জীবনকে সুস্থ্য, সুন্দর ও সুখময় করে তোলার জন্য জানা অজানা অনেক কিছু তুলে ধরা হয়।

এরপরও আপনাদের কোর প্রকার অভিযোগ থাকলে Contact Us মেনুতে আপনার অভিযোগ জানাতে পারেন,

আমরা আপনাদের অভিযোগ গুরুত্ব সহকারে বিবেচনা করব।

Spread the love

Check Also

খাইয়ে

জোর করে খাইয়ে কারও বিপদ ডেকে আনছেন কি?

বাঙালি অতিথিপরায়ণ। আবার বাঙালি ভোজনরসিকও বটে। ঈদ কিংবা বিয়েতে সবার জন্য এলাহি খাওয়াদাওয়ার বন্দোবস্ত তো …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *