Friday , 20 September 2024

মঙ্গলবার যা যা ঘটেছে, বিবিসি বাংলা

মঙ্গলবার যা যা ঘটেছে তার সরাসরি কাভারেজে বিবিসি বাংলায় যা বলা হয়েছে , তিন বাহিনী প্রধান ও সমন্বয়কদের বৈঠকের পর ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত হয়েছে।মঙ্গলবার এর কিছু কার্যক্রমে এটাও উল্লেখ্য ছিলো যে বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ বিলুপ্ত ঘোষণা করেছেন রাষ্ট্রপতি।আসুন বিবিসি বাংলার মঙ্গল বারের কিছু উল্ল্যেখ্য কাভারেজ দেখা যাক।

মঙ্গলবার
মঙ্গলবার যা যা ঘটেছে, বিবিসি বাংলা
  • রাষ্ট্রপতির সাথে তিন ঘণ্টার বেশি সময় ধরে তিন বাহিনী প্রধান ও সমন্বয়কদের বৈঠকের পর ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত হয়েছে।বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ বিলুপ্ত ঘোষণা করেছেন রাষ্ট্রপতি। এর ফলে গঠিত হওয়ার সাত মাসের মাথায় এই সংসদ বাতিল হয়ে গেল।
  • বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দণ্ড মওকুফ করে তাকে মুক্ত বলে ঘোষণা করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এতদিন শর্তসাপেক্ষে বাসায় থাকার অনুমতি থাকলেও পুরোপুরি মুক্ত ছিলেন না।
  • পদত্যাগ করে বাংলাদেশ ছেড়ে গিয়ে শেখ হাসিনা এখন ভারতে রয়েছেন। দিল্লির উপকণ্ঠে গাজিয়াবাদে আধাসামরিক বাহিনীর একটি অতিথিশালায় রাখা হয়েছে। বাংলাদেশের বিষয়ে সেদেশের পার্লামেন্টে প্রথম আনুষ্ঠানিক বক্তব্য দিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।
  • পহেলা জুলাই থেকে পাঁচই অগাস্ট পর্যন্ত কোটা সংস্কার আন্দোলন ঘিরে বিভিন্ন মামলায় গ্রেফতার আন্দোলনকারী, বিএনপি ও জামায়াতে ইসলামীর আগে আটক নেতা-কর্মী মিলিয়ে ২২০০র বেশি ব্যক্তিকে মঙ্গলবার জামিনে মুক্তি দেয়া হয়েছে। এদের মধ্যে রাজনৈতিক অনেক কেন্দ্রীয় নেতাও রয়েছেন।
  • ঢাকা বিমানবন্দর থেকে সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ ও সাবেক তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে আটক করা হয়েছে।
  • সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল ও মেজর জেনারেল পদমর্যাদার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদে পরিবর্তন আনা হয়েছে। এছাড়া পুলিশের আইজিপি পদেও পরিবর্তন আনা হয়েছে।
  • পুলিশ সদস্যদের জীবনের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছে সদস্যরা। ডিবি অফিসসহ পুলিশের অনেক কার্যালয় ও থানা, সড়কে কোন পুলিশ সদস্য দেখা যায়নি। তবে পুলিশের দাবি পূরণের আশ্বাস দিয়ে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন আইজিপি।
  • বহু বছর নিখোঁজ থাকা জামায়াতে ইসলামীর সাবেক দুই শীর্ষ নেতার দুই ছেলের খোঁজ মিলেছে।
    ট্রাফিক, বিমানবন্দরসহ অনেক গুরুত্বপূর্ণ স্থাপনায় পুলিশ না থাকায় তাদের দায়িত্ব পালনের স্থানগুলোর নিরাপত্তার দায়িত্ব দেয়া হয়েছে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে।
  • রপ্তানিমুখী তৈরি পোশাক কারখানা ও বস্ত্রকল তিন দিন বন্ধ থাকার পর বুধবার থেকে খুলছে।
    সোমবার থেকে ভারতের সাথে বাংলাদেশের রেল যোগাযোগ বন্ধ করে রয়েছে। অন্যদিকে অবৈধভাবে সীমান্ত অতিক্রম রোধে নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
  • সোমবার শেখ হাসিনার পদত্যাগের ঘোষণার আগে ও পরের সহিংসতায় ঢাকাসহ সারা দেশে প্রায় দেড়শো মানুষ নিহত হয়েছে বলে জানা যাচ্ছে।
  • বাংলাদেশে ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া শান্তিপূর্ণ হওয়াটা গুরুত্বপূর্ণ এবং আন্তর্জাতিক বাধ্যবাধকতার সাথে সামঞ্জস্যপূর্ণ ও মানবাধিকার দ্বারা পরিচালিত হতে হবে বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক।

৭ অগাস্ট ২০২৪

পুলিশের আইজিপি পদে রদবদল

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক পদে পরিবর্তন আনা হয়েছে।

পুলিশের আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের চুক্তি বাতিল করে নতুন আইজিপি হিসেবে মোঃ ময়নুল ইসলামকে নিয়োগ প্রদান করা হয়েছে।

তিনি ট্রাফিক অ্যান্ড ড্রাইভিং স্কুলের কমান্ড্যান্ট হিসাবে দায়িত্বরত ছিলেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

বিভিন্ন দলের নেতা-কর্মীসহ দুই হাজারের বেশি মানুষের জামিন

কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে বিভিন্ন মামলায় গ্রেপ্তার বিএনপি, জামায়াতে ইসলামীর নেতাকর্মী এবং শিক্ষার্থীসহ দু্ই হাজার দুইশো মানুষকে মঙ্গলবার একদিনে জামিন দিয়েছে ঢাকার বিচারিক আদালত।

তবে, এ দিন শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী বা পুলিশের পক্ষ থেকে কেউ অংশ নেন নি।

জামিন পেয়েছেন এমন বিএনপি নেতারা হলেন আমীর খসরু মাহমুদ চৌধুরী, নজরুল ইসলাম খান, রুহুল কবির রিজভী, সুলতান সালাউদ্দিন টুকু, শহীদ উদ্দিন অ্যানি, শামসুর রহমান শিমুল, সাইফুল ইসলাম নীরবসহ প্রমুখ।

এছাড়া দুর্নীতির মামলায় জামিন পেয়েছেন বিএনপি নেতা গিয়াস উদ্দিন আল মামুনও।

একইসাথে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, তারেক রহমানও জামিন পেয়েছেন। এছাড়া বনানীর সেতু ভবনে হামলা মামলায় জামিনে মুক্ত হয়েছেন আন্দালিব রহমান পার্থও।

জামিন পেয়েছেন ব্রাক বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক আসিফ মাহতাবও।

এছাড়া জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, ডা. আব্দুল্লাহ মো. আবু তাহের, রাশেদুল ইসলামসহ আরো অনেকে জামিন পেয়েছেন।

৬ অগাস্ট ২০২৪

অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা নিয়ে বৈঠক এখনো চলছে
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তের সদস্যের একটি দলের আলোচনা চলছে বঙ্গভবনে।

সন্ধ্যা ছয়টায় শিক্ষার্থীরা বঙ্গভবনে যান। তিন ঘন্টারও বেশি সময় ধরে চলছে এ বৈঠক।

শিক্ষার্থীদের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুল এবং অধ্যাপক তানজীম উদ্দিন খান রয়েছেন বলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম হোয়াটস অ্যাপ বার্তায় জানিয়েছেন।

এ বৈঠকে তিন বাহিনীর প্রধানরাও উপস্থিত রয়েছেন। আলোচনা শেষে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন মি. ইসলাম।

এর আগে শিক্ষার্থীরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে অধ্যাপক মো. ইউনূসের নাম প্রস্তাব করেছে। এতে সম্মত হয়েছেন অধ্যাপক ইউনূসও।

সূত্রঃ BBC বাংলা।

সংখ্যালঘুদের নির্যাতন নিয়ে মার্কিন দূতাবাসের উদ্বেগ

ফেসবুক পেজ

মূলত যৌন জীবনকে সুস্থ্য, সুন্দর ও সুখময় করে তোলার জন্য জানা অজানা অনেক কিছু তুলে ধরা হয়।

এরপরও আপনাদের কোর প্রকার অভিযোগ থাকলে Contact Us মেনুতে আপনার অভিযোগ জানাতে পারেন,

আমরা আপনাদের অভিযোগ গুরুত্ব সহকারে বিবেচনা করব

Spread the love

Check Also

ঢাকা বিশ্ববিদ্যালয়ে সকল প্রকার রাজনীতি বন্ধ ঘোষণা

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত শিক্ষার্থী-শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের সকল প্রকার রাজনীতি বন্ধ রাখার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *