Friday , 20 September 2024

সুখী দাম্পত্য সম্পর্কে থেকেও কেন মানুষ অন্যের প্রেমে পড়ে?

‘সময়ের সেরা জুটি’ আখ্যা পাওয়া দম্পতির একজন বা দুজনকেই দেখা যায় অন্যের প্রেমে পড়তে! অনেকের মতো আপনার মনেও প্রশ্ন জাগতে পারে, ‘ওরা তো সুখেই ছিল, তবু কেন এমন হলো?’

 

অন্যের প্রেমে
সুখী দাম্পত্য সম্পর্কে থেকেও কেন মানুষ অন্যের প্রেমে পড়ে

সুখী দাম্পত্য সম্পর্কে থেকেও কেন মানুষ অন্যের প্রেমে পড়ে

রাজধানীর স্কয়ার হাসপাতাল লিমিটেডের চিকিৎসা মনোবিজ্ঞানী শারমিন হক বলেন, ‘সম্পর্কের এমন রংবদলের নির্দিষ্ট কারণ সব সময় ব্যাখ্যা করা যায় না। তবে মনের যে অংশটা অফুরান চাহিদা হাজির করে আমাদের সামনে, সেই অংশের কারসাজিতে এমনটা হতে পারে। সব আছে, তবু কিসের যেন অভাব—এমন একটা অনুভূতি থেকে কেউ নিজের সঙ্গী ছাড়া অন্য কারও প্রতি আকৃষ্ট হয়ে পড়তে পারেন। কারও কারও ক্ষেত্রে অবশ্য পারিবারিক জীবনে কিছু বঞ্চনাও থাকতে পারে, যা হয়তো সামাজিক পরিসরে অন্যরা জানেন না।’

১. লাভ হরমোন

সম্পর্কে তৃতীয় পক্ষের আগমনের অন্যতম প্রধান কারণ নতুনত্বের খোঁজ, ভিন্নতর আকর্ষণের অনুভূতি। আবার অনেকেই নতুন প্রেমে পড়ার অভিজ্ঞতা, রোমাঞ্চের হাতছানি আগ্রাহ্য করতে পারেন না। বৈজ্ঞানিকভাবে, সম্পর্ক যখন পুরোনো হতে থাকে, তখন সেই সম্পর্ক শরীরের সুখানুভূতি বা হরমোনের নিঃসরণকে আগের মতো প্রভাবিত করতে পারে না। উদাহরণস্বরূপ বলা যায়, অক্সিটোসিনের অরেক নাম ‘লাভ হরমোন’। মস্তিষ্কের হাইপোথ্যালামাসে তৈরি হয়ে পিটুইটারি গ্রন্থির পেছনের অংশে জমা থাকে এবং প্রয়োজনের সময় সেখান থেকে নিঃসৃত হয়। বিপরীত লিঙ্গের প্রতি আকৃষ্ট হলে মস্তিষ্কে ডোপামিন আর সেরোটোনিনের পাশাপাশি অক্সিটোসিনের নিঃসরণের মাত্রা বেড়ে যায়। ফলে প্রেমানুভূতি তৈরি হয়। নারীদের শরীরে প্রাকৃতিকভাবেই অক্সিটোসিনের পরিমাণ বেশি থাকে। আর ঠিক এ কারণেই পুরুষেরাই বেশি প্রেমে পড়েন!

তীব্র রোদে গেলে মাইগ্রেন বাড়ে

ভরা পেট খেয়েও খিদে পেয়ে যায় একটু বাদেই কেন এমন হয় বলুন তো

পিঠ ভরে গিয়েছে ব্রণতে খরচ না করেই ঘরোয়া উপকারে মিলবে মুক্তি!

২. মনের মেঘের রংবদল

হরেক রঙের মেঘের মতো বিচিত্র সব ভাবনা খেলা করে মানুষের মনে। সবটাই যে আমরা সব সময় সচেতনভাবে ভাবতে পারি, এমন কিন্তু নয়। অবচেতন মনেরও হয় বহুমাত্রিক রূপবদল। তাই এমনটাও হতে পারে যে যিনি একটা ‘সুখী’ সম্পর্কে থাকা সত্ত্বেও অন্য কারও প্রতি আকৃষ্ট হয়ে পড়লেন, তিনি নিজেও বলতে পারছেন না, ঠিক কী কারণে, কীভাবে তৃতীয় কেউ তাঁর জীবনে চলে এল। স্রেফ একটা মানুষের প্রতি ‘ভালো লাগা’ থেকেই ‘প্রেম’ হয়ে যেতে পারে। বয়সের সঙ্গে প্রত্যেকের শরীরেই পরিবর্তন আসে। মনের চাহিদাও বদলে যায়।

রোজ বাইকে চড়া কিন্তু ভাল নয়! হতে পারে যে সব সমস্যা

সাবেক এমপি জর্জ ৩ দিনের রিমান্ড পেল

ফেসবুক পেজ

এরপরও আপনাদের কোর প্রকার অভিযোগ থাকলে Contact Us মেনুতে আপনার অভিযোগ জানাতে পারেন,

আমরা আপনাদের অভিযোগ গুরুত্ব সহকারে বিবেচনা করব।

Spread the love

Check Also

চিনি

চিনি খাওয়া ছেড়ে দিলে শরীরে ঘটবে যে পরিবর্তন

এখন কমবেশি অনেকেই প্রায় প্রত্যেকদিন চিনি খেয়ে থাকেন। বাড়িতে বানানো চা কিংবা প্রায় নাস্তায় কমবেশি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *