অযাচিত গর্ভধারণ এবং যৌনবাহিত রোগ আটকাতেই জন্মনিরোধকের ব্যবহার। কিন্তু অনেকেই মনে করেন, শারীরিক মিলনের সময় এটি ব্যবহার করলেই আর কোনও সমস্যা নেই। কিন্তু কন্ডোম ব্যবহারের কয়েকটি সাধারণ ভুল অনেকেই করেন। দেখুন এই সমস্যা আপনারও হয়েছে কী না।
কন্ডোম ব্যবহারের যে চারটি ভুল আপনি করেন!
কন্ডোম ব্যবহারের চারটি ভুল
১) বহুদিন ফেলে রাখা কন্ডোম ব্যবহার নিরাপদ নাও হতে পারে। ঘরে পড়ে থাকা বা মানিব্যাগে থাকা কন্ডো’ম ঘষা লেগে এবং গরম তাপমাত্রার কারণে কার্যকারিতা হারাতে পারে।”
২) সঠিক মাপের কন্ডো’ম ব্যবহার করুন। বেশি আলগা হলে সঙ্গমের সময় এটি খুলে যেতে পারে। আর বেশি চেপে থাকলে ফেটে যেতে পারে।
৩) সঙ্গমের সময় অনেকেই প্রথম থেকে ক’ন্ডোম ব্যবহার করেন না। এতে অযাচিত গর্ভধারণ এবং যৌনবাহিত রোগের আশঙ্কা বেড়ে যায়।
৪) যে কোনও কন্ডোমের নির্দিষ্ট মেয়াদ থাকে। ব্যবহারের সময় সেটি দেখে নিন। যতটা সম্ভব নতুন কন্ডো’ম ব্যবহার করে নিরাপদ ও সুস্থ যৌন জীবন এনজয় করুন।
হোমিওপ্যাথি ঔষধ কি সত্যিই কাজ করে বিজ্ঞান যা বলে
রক্তে কর্টিসলের পরিমান বেশি থাকলে যেসব সমস্যা দেখা দেয়
মুরমুরে আলুর চিপস বাসাতেই বানিয়ে নিন মাত্র ২০ মিনিটে!
নেইল পলিশ বেশি সময় রাখতে দারুণ কার্যকরী ১০টি হ্যাকস!
এরপরও আপনাদের কোর প্রকার অভিযোগ থাকলে Contact Us মেনুতে আপনার অভিযোগ জানাতে পারেন,