মেদ কমান মাত্র ৩ টি ব্যায়াম করে সবাই চায় নিজেকে অন্যের একটু আকর্ষণীয় ও স্মর্ট করে তুলতে। কারো পক্ষে সম্ভব হয় কেউ আবার পর্যাপ্ত পরিচর্যার
অভাবে পারে না। তবে এটুকু আমার সবাই জানি কোন কিছুই আপনি আপনি অর্জন করা সম্ভব না।
তবে যারা চান পেটের অতির্কিত মেদ কমিয়ে নিজেকে আকর্ষণীয় কর তুলতে তারা একটু কষ্ট করলে পেটের অতিরিক্ত মেদ থেকে চির মুক্তি পেতে পারেন।
আসুন যানা যাক কীবাবে পেটের অতিরিক্ত মেদ থেকে মুক্তি পাবেন তাও মাত্র ৩ টি exercise tips ফলো করে।
প্রথমত সাইকেল চালানো ব্যায়ামের মাধ্যমে:
আসলে এটি সাইকেল চালানো না।মূলত এই ব্যায়ামটি করতে সাইকেল চালানোর মত পা ঘোরাতে হয়।
ব্যায়ামটি করতে প্রথমে আপনাকে সমতল কোন মেঝেতে শুয়ে পড়তে হবে।এরপর হাত দুটো মাথার ঠিক পিছন দিকে নিন।
এবার সাইকেল চালানোর মত করে পা দুিটো উপরের দিন নিয়ে ৪৫ ডিগ্রী কোনে সাইকেল চালানোর মত করে ঘুরান।
ঠিক এমনবাবে যখন একটি পা উপরের দিক থাকবে ঐ সোজা বরাবর আরেকটি পা সোজা নিচের দিকে থাকবে।
এমনভাবে রিভার্স করে কমপক্ষে আধাঘন্টা ব্যায়াম করবেন।তবে ভালো ফলাফল পেতে সপ্তাহে কমপক্ষে ৩ দিন এই ব্যায়ামটি করবেন।
এই ব্যায়ামটি অনেকে জানেন ।তবে যারা জানেন না তারা মনে করবেন না এই নৌকা চালানো্।এই ব্যায়ামটি করার জন্য শুয়ে পড়ুন।
আপনার হাত ২ টো ঠিক মাথার উপরে সোজা করে ছড়িয়ে রাখুন। পা ২ টো ও সোজা করে ছড়িয়ে দিন।
এখন হাত এবং পা একই সাথে ঠিক ৪৫ ডিগ্রী ইপরে তুলবেন আবার নিচের দিকে সোজা করে নামাবেন।
খেয়াল রাখবেন হাত এবং পা যখন উপরে উঠাবেন এইট দেখতে যেন অর্ধ চন্দ্রের মত দেখায়্।পেটের উপর প্রচন্ড চাপ পড়া্র কারণে এই ব্যায়ামের মাধ্যমে ভুঁড়ি কমবে খুব তাড়াতাড়ি।
তৃতীয়ত উঠাবসা ব্যায়ামের মাধ্যমে:
যারা ছোটকালে স্কুলে শারিলীক ব্যায়াম করেছেন তারা এই ব্যামটির সাথে খুব পরিচিত।এই ব্যায়ামটি খুবই খস্টকর কারণ এই ব্যায়ামরে মাধ্যমে পেটে এবয় হাটতে প্রচুর চাপ পড়ে।
আর পেটে চাপ পড়ার কারণে পেটের মদে কমবে খুব তাড়াতাড়ি।এই ব্যায়ামটি করতে শুধু উঠা বসা করতে হবে ক্নিতু কেমারে হাত রাখা যাবে না।মাত্র ৫০ বার এম করবেন।
শীতের খাবার ও ব্যায়াম সম্পর্কে জেনে নিন
আশাকরি আমাদের আপডেটগুলো আপনাদের কাজে লাগবে।
যদি সমান্যতম কাজে লাগে তবে একটা ধন্যবাদ দিতে ভুলবেন না।
আর নিয়মিত আপডেট পেতে আমাদের সাথে থাকুন।
আমাদের সাইটে কোন প্রকার অশ্লীল আর্টিকেল দেওয়া হয় না। মূলত যৌন জীবনকে সুস্থ্য, সুন্দর ও সুখময় করে তোলার জন্য জানা অজানা অনেক কিছু তুলে ধরা হয়।
এরপরও আপনাদের কোর প্রকার অভিযোগ থাকলে Contact Us মেনুতে আপনার অভিযোগ জানাতে পারেন,
আমরা আপনাদের অভিযোগ গুরুত্ব সহকারে বিবেচনা করব।
ধন্যবাদ আমাদের সাইটের সাথে থাকার জন্য।
আশাকরি আমাদের আপডেট এবং টিপসগুলো আপনাদের কাজে লাগবে।
যদি সমান্যতম কাজে লাগে তবে একটা ধন্যবাদ দিতে ভুলবেন না।
আর নিয়মিত টিপস পেতে আমাদের সাথে থাকুন।