Friday , 26 April 2024

মানুষ সেক্স সংক্রান্ত যে ১০টি জনপ্রিয় প্রশ্ন নিয়ে গুগল সার্চ দেয়

সেক্স একটি বিশ্ময়কর জিনিস। সেক্স নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই। গুগল সার্চে একটা বড় অংশের মানুষ সার্চ করেন সেক্স সংক্রান্ত বিভিন্ন বিষয়ে জানার জন্য।

২০১৫ সালে গুগল সার্চে সেক্স নিয়ে জনপ্রিয় এই রকম ১০টি প্রশ্নের তালিকা–
১০) কী করে সেক্স করতে হয়?— প্রশ্নটা শুনে ভাবছেন তো এই ধরনের প্রশ্ন অল্পবয়সিরা করে থাকে। কিন্তু ব্যাপরটা একটু অন্যরকম। সমীক্ষা বলছে, গুগল ব্রিটিশ মাঝবয়সি লোকেরা এই প্রশ্ন সবচেয়ে বেশি খোঁজেন।

৯) পার্টনারকে কীভাবে সেক্স করার জন্য রাজি করাতে হয়?-– মূলত ২০ থেকে ২৫ বছরের ছেলে-মেয়েরা এই প্রশ্ন গুগলে করে থাকে।

৮) সেক্স করার সময় কীরকম লাগে?— সেক্সের সময় অনুভূতি জানতে চেয়ে এমন প্রশ্ন করা হয়।

৭) কীভাবে স্বপ্নে সেক্স করার দৃশ্য দেখতে পাবো– ভারী অদ্ভুত একটা প্রশ্ন। স্বপ্ন বিশেষজ্ঞরা বলছেন, অনেক সময়ই তারা এমন প্রশ্ন পান। গুগলের সার্চ ট্রেন্ডও বলছে স্বপ্নে সেক্স করার দৃশ্য কীভাবে দেখতে পাওয়া যায় এই জাতীয় প্রশ্ন অনেকবার করা হয়েছে।

৬) ভালভাবে সেক্স করার সহজ উপায় কী আছে?— ইন্টারনেটে সহজ উপায় বিষয়টা বেশ জনপ্রিয়। মেদ কমানোর সহজ উপায়, ঘুম আসার সহজ উপায়। এসব প্রশ্ন খুবই জনপ্রিয়। কিন্তু গুগল সার্চে ভালভাবে সেক্স করার সহজ উপায় কী আছে তা সবচেয়ে বেশি জানতে চাওয়া হয়।

৫) সেক্সের সময় কত ক্যালোরি খরচ হয়?– সেক্সের সময় কত ক্যালোরি খরচ হয় এই প্রশ্নও বেশ জনপ্রিয়।

৪) সেক্স করার জন্য আমার কি চোট লাগতে পারে?-– অবাক করা প্রশ্ন। অনেকেই প্রশ্ন সেক্সের জন্য আমার কি চোট লাগতে পারে? আর যদি লাগে তাহলে সেটা কতটা গুরুতর, আর কিভাবে লাগতে পারে?

৩) সেক্স করার পক্ষে আদর্শ বয়স কত?— মূলত টিনেজাররা এই প্রশ্ন করে। ১৮ বছরের কম বয়সীরাই এই প্রশ্ন করে থাকে।

২) সেক্স করার কত দিন পর গর্ভবতী হয়?— মেয়েরা নয় ছেলেরাই এই প্রশ্ন বেশি করে।

১) আমার পার্টনার সেক্সে রাজি কি না কী করে বুঝব?-– নতুন প্রেমে পড়া প্রেমিক-প্রেমিকারাই এই ধরনের প্রশ্ন করে।

এছাড়াও যেসব গুগল সার্চে খুব ব্যবহার করা হয় তাহল কীভাবে কন্ডোম ব্যবহার করব আর সাধারণত সেক্স কতক্ষণ ধরে স্থায়ী হয়।

Spread the love

Check Also

যৌন

যৌন নিপীড়নে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চিত্র

যৌন নিপীড়নের অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিকস বিভাগের সহকারী অধ্যাপক ও বিশ্ববিদ্যালয় শাখা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *