প্রম্ন: গার্লফ্রেন্ডের স্তনে হাত দিতে গেলে কি তার পারমিশন নেওয়া উচিৎ। আমার বয়স ১৭ বছর। আমার গার্লফ্রেন্ড আছে। ওর সাথে আমি তিনবার লিপ-কিসও করেছি। তবে নেক্সট টাইম আমার ইচ্ছা আছে ওকে কিস করার সময় ওর স্তন দুটো টিপব এবং স্তনে বোঁটা দুটো চুষব। ওর স্তনে আমায় ভীষণ ভাবে টানে।

গার্লফ্রেন্ডের স্তনে হাত দিতে গেলে কি তার পারমিশন নেওয়া উচিৎ
ও প্রায়ই এমন জামা পরে আমার সামনে আসে, যে ওর বুকের স্তনে-বিভাজিকা পুরো বোঝা যায়। তখন মনে হয় ওখানে (স্তনে) মুখ লাগিয়ে চুষি। এর আগে ইচ্ছা হলেও বলতে পারিনি। এবারে কি না বলেই হাত দেব? ও কিন্তু খুব passionately কিস করে, এবং সেটা বেশ উপভোগও করে।
উত্তরঃ নির্ভয়ে এগিয়ে যান। তবে একটু ধীরে সুস্থে। যত্ন সহকারে আলতো ভাবে শুরু করুন। সবকিছু মুখে বলতে হয়না। কিছু জিনিস আচরণ ও চোখের ভাষা দেখেও বুঝে নিতে হয়। তাই চুম্বন করতে করতে আস্তে আস্তে স্তনে হাত বোলাতে শুরু করুন। যদি সে কোনপ্রকার বাঁধা না দেয় তাহলে ধীরে ধীরে চাপ বাড়াতে পারেন।
আমাদের সাথে থাকার জন্য আপনি আপনার ফেসবুক এর মাধ্যমে খুব সহজে আমাদের একজন হতে পারবেন
আপনি মন চাইলে আপনার ইমেইল আমাদের সাইটে সবস্ক্রাইব ও করে নিতে পারেণ
\
কিছু পদক্ষেপের তালিকা দেওয়া হলো আপনার শিশুকে শিক্ষা দিতে পারেনঃ
১. আপনার শিশুকে কারো কোলে বসতে দিবেন না।
২. সন্তানের বয়স দু’বছরের বেশী হলেই তার সামনে আর আপনি কাপড়চোপড় পাল্টাবেন না।
৩. প্রাপ্ত বয়স্ক কেউ আপনার শিশুকে উদ্দেশ্য করে বলছে: ‘আমার বৌ’, ‘আমার স্বামী’- এটা অ্যালাউ করবেন না।
৪. আপনার শিশু যখন বলছে সে খেলতে যাচ্ছে, কোন্ ধরণের খেলা সে খেলছে সেদিকে লক্ষ্য রাখুন, উঠতি বয়সি বাচ্চাদের মধ্যে অ্যাবিউজিং প্রবণতা পাওয়া যাচ্ছে।
৫. স্বাচ্ছন্দবোধ করছে না এমন কারো সাথে কোথাও যেতে আপনার শিশুকে জোরাজুরি করবেন না। পাশাপাশি লক্ষ্য রাখুন, আপনার শিশু বিশেষ কোন প্রাপ্ত বয়স্কের ভক্ত হয়ে উঠেছে কিনা।
৬. দারুণ প্রাণচ্ছল কোন শিশু হঠাৎ নির্জিব হয়ে গেলে, তাকে প্রশ্ন করুণ। তার মনের অবস্থাটা পড়তে চেষ্টা করুণ।
৭. বয়:সন্ধি পেরোচ্ছে এমন বাচ্চাকে যৌনমূল্যবোধ সম্পর্কে শিক্ষা দিন। আপনি যদি এ কাজ না করেন, তবে সমাজ তাকে ভুল টা শিখিয়ে দেবে।