Sunday , 10 November 2024

আইওএসের হালনাগাদ আনলো কেন অ্যাপল ১৫ দিনে

আইওএসের হালনাগাদ সংস্করণ ১৭.৬.১ উন্মুক্ত করে গত ৭ আগস্ট অ্যাপল। কিন্তু উন্মুক্তের পর সংস্করণটিতে বেশ কয়েকটি নিরাপত্তাত্রুটির সন্ধান পাওয়া যায়। তাই মাত্র ১৫ দিনের ব্যবধানে ত্রুটিগুলোর সমাধান করে ১৭.৬.১ সংস্করণের হালনাগাদ এনেছে প্রতিষ্ঠানটি। আইফোন ব্যবহারকারীদের জরুরি ভিত্তিতে হালনাগাদ সংস্করণটি ব্যবহারের পরামর্শ দিয়ে অ্যাপল জানিয়েছে, নতুন সংস্করণের নাম এক হলেও বিল্ড নম্বর আলাদা। তাই সাইবার হামলা থেকে নিরাপদ থাকার জন্য ব্যবহারকারীদের বিল্ড নম্বর ‘২১জি১০১’ যুক্ত ১৭.৬.১ সংস্করণ ব্যবহার করতে হবে।

আইওএসের
আইওএসের হালনাগাদ আনলো কেন অ্যাপল ১৫ দিনে

অ্যাপলের তথ্যমতে, এই হালনাগাদে গুরুত্বপূর্ণ ত্রুটি সমাধানের পাশাপাশি অ্যাডভান্সড ডেটা প্রোটেকশন সুবিধা সক্রিয় বা নিষ্ক্রিয় করতে না পারার সমস্যার সমাধানও করা হয়েছে। আইক্লাউডে অ্যাডভান্স ডেটা প্রোটেকশন–সুবিধা চালু থাকলে আদান-প্রদান করা সব কনটেন্ট বা আধেয়তে প্রেরক ও প্রাপক উভয়ই এন্ড টু এন্ড এনক্রিপশন-নিরাপত্তাসুবিধা পেয়ে থাকেন। ফলে আদান-প্রদান করা সব তথ্য নিরাপদ থাকে।

প্রসঙ্গত, আইওএস ১৭.৬.১ সংস্করণে চাইলেও অনেক ব্যবহারকারী আইক্লাউডের অ্যাডভান্সড ডেটা প্রোটেকশন–সুবিধা চালু করতে পারেননি। আবার কেউ কেউ সুবিধাটি চালু করতে পারলেও বন্ধ করার সময় ‘এরর’ বার্তা দেখা যেত। এ সমস্যার দ্রুত সমাধান করতেই ভিন্ন বিল্ড নম্বরের মাধ্যমে আইওএস ১৭.৬.১ সংস্করণের হালনাগাদ উন্মুক্ত করেছে অ্যাপল।

সূত্রঃ প্রথম আলো 

ইয়ামিন ৬১৯ নম্বর রুমে আর ফিরবেন না,বিছানায় পতাকা ও ফুল

ফেসবুক পেজ

মূলত যৌন জীবনকে সুস্থ্য, সুন্দর ও সুখময় করে তোলার জন্য জানা অজানা অনেক কিছু তুলে ধরা হয়।

এরপরও আপনাদের কোর প্রকার অভিযোগ থাকলে Contact Us মেনুতে আপনার অভিযোগ জানাতে পারেন,

আমরা আপনাদের অভিযোগ গুরুত্ব সহকারে বিবেচনা করব।

Spread the love

Check Also

মূর্তি

‘প্রতিপক্ষকে ফাঁসানোর জন্য নিজেই মূর্তি ভাঙেন বীরেন’

জমি-সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষকে ফাঁসাতে এবং জমি দখলে নিতে দেবী সরস্বতীর একটি মূর্তি ভেঙে বিরোধীয় জমিতে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *