Tuesday , 10 December 2024

‘প্রতিপক্ষকে ফাঁসানোর জন্য নিজেই মূর্তি ভাঙেন বীরেন’

জমি-সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষকে ফাঁসাতে এবং জমি দখলে নিতে দেবী সরস্বতীর একটি মূর্তি ভেঙে বিরোধীয় জমিতে রাখেন বীরেন চন্দ্র বর্মন নামের এক ব্যক্তি। ঘটনার সত্যতা প্রকাশ পাওয়ায় নিজের বসানো মূর্তি নিজেই ভেঙেছেন বলে ভুল স্বীকার করে মুচলেকা দেন তিনি।

মূর্তি
‘প্রতিপক্ষকে ফাঁসানোর জন্য নিজেই মূর্তি ভাঙেন বীরেন’

‘প্রতিপক্ষকে ফাঁসানোর জন্য নিজেই মূর্তি ভাঙেন বীরেন’

ঘটনাটি পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার তোড়িয়া ইউনিয়নের ছেপড়াঝার এলাকার। শনিবার (২ অক্টোবর) দুপুরের দিকে আটোয়ারী উপজেলা নির্বাহী অফিসারের কাছে এই মুচলেকা দেন বীরেন চন্দ্র।

পুলিশ ও স্থানীয়রা জানান, ছেপড়াঝার এলাকার অনিল চন্দ্র বর্মনের ছেলে বীরেন চন্দ্রের সঙ্গে স্থানীয় আনছারুল ইসলামের জমি নিয়ে বিরোধ ছিল। বিরোধীয় জমি দখলে নিতে এবং আনছারুলকে ফাঁসাতে শুক্রবার (১ নভেম্বর) রাতে বীরেন চন্দ্র একটি মূর্তি ভাঙচুর করে ওই জমিতে রাখেন।

মুচলেকায় বীরেন চন্দ্র বর্মন উল্লেখ করেন, ‘আমি আমার ক্রয়কৃত জমি মো. আনছারুল ইসলামের গোত্রের জমির অংশ দখল পাওয়ার জন্য গত শুক্রবার রাতে আমার নিজ জ্ঞানে কৌশল অবলম্বন করিয়া আমার হিন্দু সম্প্রদায়ের মূর্তি স্থাপন করি এবং নিজে মূর্তিটি ভেঙে দেই। ইহা আমার ভুল হয়েছে। আমার এরুপ কাজের জন্য আমি ক্ষমাপ্রার্থী।’

বীরেনের দেওয়া মুচলেকা

তোড়িয়া ইউপি চেয়ারম্যান মোহাম্মদ শাহ বলেন, জমি নিয়ে বিরোধের জেরে বীরেন তার বাড়ির মূর্তিটি রাতের আধারে বিরোধীয় জায়গায় বসিয়ে নিজেই মূর্তির অংশ বিশেষ ভেঙে ফেলেন। এটা নিয়ে সকালের দিকে সেখানে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। এটা কোনো ধর্মীয় ইস্যু নয়, বীরেন নিজের স্বার্থের জন্য এটা করেছেন।

আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু মুসা বলেন, ঘটনার পর ইউএনও স্যারসহ ঘটনাস্থলে যাই। পরে বীরেন চন্দ্র উপস্থিত স্থানীয় মানুষদের সামনে নিজের ভুল স্বীকার করেন। জমি নিয়ে বিরোধের বিষয়ে স্থানীয় চেয়ারম্যান আহ্বানে সালিশ বৈঠকের কথা বলা হয়। কোনো পক্ষ এ ঘটনার লিখিত অভিযোগ করেনি।

আটোয়ারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাফিউল মাজলুবিন রহমান বলেন, ঘটনাস্থল থেকে ৯৯৯-এ ফোন দিয়ে মূর্তি ভাঙার বিষয়টি জানানো হয়েছিল। খবর পেয়ে পুলিশসহ ঘটনাস্থলে যাই এবং স্থানীয়দের সঙ্গে কথা বলি। মূলত হিন্দু সম্প্রদায়ের ওই ব্যক্তি জমিকেন্দ্রিক বিরোধের অ্যাকশন নিতে এমন কৌশল করেছিলেন। পরে তিনি ভুল স্বীকার করে মুচলেকা দেন। ধর্মীয় বিষয়কে কাজে লাগিয়ে এ ধরনের ঘটনা খুবই দুঃখজনক বলে জানান ইউএনও।

 

আরও পড়ুন

পাকা বেদানা চেনার উপায়

‘স্যাপিওসেক্সুয়াল’ সম্পর্কে কতটুকু জানেন

রোদ থেকে সুরক্ষার জন্য যা করবেন

মা-মেয়ের বন্ধুত্ব সম্পর্কে নারীত্বের বন্ধন 

 

ফেসবুক পেজ

আপনাদের কোর প্রকার অভিযোগ থাকলে Contact Us মেনুতে আপনার অভিযোগ জানাতে পারেন,

আমরা আপনাদের অভিযোগ গুরুত্ব সহকারে বিবেচনা করব।

Spread the love

Check Also

চলাচলের

চলাচলের পথ আটকে নির্মাণ করা প্রাচীর ভেঙে বিপাকে পড়লেন এক পরিবার

আওয়ামী লীগ সরকারের আমলে ফরিদপুরে একটি পরিবারের চলাচলের পথ আটকে অবৈধভাবে সীমানা প্রাচীর নির্মাণ করে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *