Saturday , 9 November 2024

চলাচলের পথ আটকে নির্মাণ করা প্রাচীর ভেঙে বিপাকে পড়লেন এক পরিবার

আওয়ামী লীগ সরকারের আমলে ফরিদপুরে একটি পরিবারের চলাচলের পথ আটকে অবৈধভাবে সীমানা প্রাচীর নির্মাণ করে ‘শতনীড়’ নামে একটি প্রতিষ্ঠান। পরে প্রশাসন ও পৌর কর্তৃপক্ষের দ্বারস্ত হলেও তার কোনো সুরাহা মেলেনি। সরকার পরিবর্তনের পরও পৌরসভাকে জানালে কোনো ব্যবস্থা না নেয়ায় নিজ উদ্যোগে সম্প্রতি ওই প্রাচীরটি ভেঙে ফেলে বিপাকে পড়েছে ওই পরিবারটি।

চলাচলের
চলাচলের পথ আটকে নির্মাণ করা প্রাচীর ভেঙে বিপাকে পড়লেন এক পরিবার

চলাচলের পথ আটকে নির্মাণ করা প্রাচীর ভেঙে বিপাকে পড়লেন এক পরিবার

২ মিনিটে পড়ুন
শনিবার (২ নভেম্বর) বিকেল ৩টার দিকে ফরিদপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন শহরের ঝিলটুলী এলাকার ফাত্তাহুল ইসলাম ফাত্তাহ নামে এক বাসিন্দা। তিনি শহর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক।

ফাত্তাহুল ইসলাম অভিযোগ করে বলেন, ‘তার বাড়ির সামনে খালি প্লটটিতে ‘শতনীড়’ গ্রুপ নামে একটি প্রতিষ্ঠান ১০ তলা ভবন নির্মাণ করে এবং অবৈধভাবে সীমানা প্রাচীর গড়ে তোলে। ফলে তার বাড়ির সামনের মূল ফটকটি বন্ধ হয়ে যায় এবং যাতায়াতে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়।

ফাত্তাহুল ইসলাম আরও অভিযোগ করেন, ‘শতনীড়’ তৎকালীন আওয়ামী লীগের গুন্ডাবাহিনী ও প্রশাসনের সহযোগিতায় ওই অবৈধ নির্মাণ প্রাচীরটি গড়ে তুলেছিল। বিগত সরকারের আমলে তিনি তৎকালীন ডিসি ও এসপির কাছে অভিযোগ করলেও এর কোনো সমাধান পাননি। এরপর ৫ই আগস্ট সরকার পতনের পর তাদের (শতনীড় গ্রুপ) প্রাচীরটি ভেঙে ফেলতে বলার পরও তারা প্রাচীরটি ভাঙেনি। পরবর্তীতে বাধ্য হয়ে গত ২৯ অক্টোবর নিজ উদ্যোগে আত্মীয়-স্বজন ও এলাকাবাসীর সহযোগিতায় প্রাচীরটি ভেঙে ফেলেন। এরপর ‘শতনীড়’ কর্তৃপক্ষ এক সংবাদ সম্মেলনে এর জন্য স্থানীয় বিএনপিকে দায়ী করেন।

এ বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানান, বিএনপির রাজনীতিতে তিনি কোনো পদ পদবীতে নেই, কেবল বিএনপির একজন কর্মী হিসেবে রয়েছেন। প্রাচীরের বিষয়টি একান্তই পারিবারিক বিরোধ বলে উল্লেখ করেন তিনি।

ফাত্তাহুল ইসলাম বলেন, এই দেয়াল ভেঙে ফেলার সঙ্গে রাজনৈতিক কোনো সম্পর্ক নেই। বিএনপির সঙ্গে জড়িয়ে ‘শতনীড়’ প্রতিষ্ঠানটি আমার বিরুদ্ধে যে অভিযোগ এনে সম্প্রতি সংবাদ সম্মেলন করেছে, তা মিথ্যা ও ভিত্তিহীন। ‘শতনীড়’ প্রতিষ্ঠান এবং আমার বাড়ির সামনের যে রাস্তাটি হয়েছে এর মালিক তিনজন। উল্টো ‘শতনীড়’ প্রতিষ্ঠান আমার বাড়ির পিছনের অংশের দেয়ালের ওপরে ক্ষমতার অপব্যবহার করে ভবনের দেয়াল নির্মাণ করেছে বলে অভিযোগ করেন তিনি।

ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকীর সভাপতিত্বে প্রেসক্লাবের মরহুম অ্যাডভোকেট শামসুদ্দিন মোল্লা মিলনায়তনে এ সংবাদ সম্মেলন হয়। এ সময় তার আপন বোন শরিফা বেগম, বিলকিস আরা বেগম, ভাই মতিন উদ্দিন আহমেদ, শাহ মোহাম্মদসহ তার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

পাকা বেদানা চেনার উপায়

‘স্যাপিওসেক্সুয়াল’ সম্পর্কে কতটুকু জানেন

রোদ থেকে সুরক্ষার জন্য যা করবেন

মা-মেয়ের বন্ধুত্ব সম্পর্কে নারীত্বের বন্ধন 

শরতের সাজ-পোষাক কেমন হবে?

সাজে থাক রং , সাথে আরামও থাক

রুপচর্চায় চন্দন ব্যবহারের ৩ টি দারুন নিওম

শরীর ব্যথা করে কেন ঘুম থেকে উঠার পর

পেটের মেদ দূর করবে সকালের ৭টি অভ্যাস

পেপটিক আলসার এ ভুগছেন কিনা বুঝবেন যেভাবে

নিম পাতার ৪টি ব্যবহার চুলের খুশকি দূর করতে জানুন

মেয়েদের সাদা স্রাব নিয়ে কিছু কথা

ওয়ার্ম স্কিনটোন এ লিপস্টিকের যে শেড মানাবে

ফেসবুক পেজ

আপনাদের কোর প্রকার অভিযোগ থাকলে Contact Us মেনুতে আপনার অভিযোগ জানাতে পারেন,

আমরা আপনাদের অভিযোগ গুরুত্ব সহকারে বিবেচনা করব।

Spread the love

Check Also

মূর্তি

‘প্রতিপক্ষকে ফাঁসানোর জন্য নিজেই মূর্তি ভাঙেন বীরেন’

জমি-সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষকে ফাঁসাতে এবং জমি দখলে নিতে দেবী সরস্বতীর একটি মূর্তি ভেঙে বিরোধীয় জমিতে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *