Thursday , 20 February 2025

জাহ্নবী কাপুর জানালেন মেকআপ ছাড়াই সুন্দর থাকার উপায়

বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর। তার ব্যস্ততার শেষ নেই । এক দিনেই যেতে হয় বিভিন্ন অনুষ্ঠানে। এজন্য চেহারায় সজীবতা ও উজ্জ্বল রাখতে হয় তাকে। তবে, বেশি মেকআপ করার পক্ষে নন এই অভিনেত্রী। মেকআপ ছাড়াই কীভাবে সজীবতা ও ত্বকে উজ্জ্বলতা রাখতে হবে সেই বার্তাই দিয়েছেন জাহ্নবী। তিনটি ধাপের কথা বলেছেন। যেখানে তার প্রয়াত মা বিখ্যাত অভিনেত্রী শ্রীদেবীর পরামর্শের কথাও।

জাহ্নবী কাপুর
জাহ্নবী কাপুর জানালেন মেকআপ ছাড়াই সুন্দর থাকার উপায়

জাহ্নবী কাপুর জানালেন মেকআপ ছাড়াই সুন্দর থাকার উপায়

সোশ্যাল প্ল্যাটফর্ম ইউটিউবের খুশ মাগ নামের একটি চ্যানেলে জাহ্নবী ত্বকের যত্নের গোপন খবরের কথা জানিয়েছেন। ওই ভিডিওতে তিনি জানান, ত্বকে ক্লান্তির চাপ এলে তিনি একটি রুটিন ফলো করেন। ক্লান্ত থাকা অবস্থায়ও তাকে কোনো মিটিংয়ে যোগ দিতে হলে তিনি মেকআপ করেন না। এর পরিবর্তে তিনি তিনটি ধাপের একটি রুটিন অনুসরণ করেন। যা তাকে কে সতেজ ও উজ্জ্বল দেখায়।

ত্বকের রুক্ষতা হ্রাসে সোনাক্ষীর টিপস অনুসরণ করতে পারেন

গ্ল্যামার কুইন রেখা চিরতরুণ কিভাবে সে রহস্য জানেন কি

তিন মাসে ত্বকের জেল্লা ও ঝলমলে চুল দীপিকা যেভাবে পেয়েছেন

ত্বকের জন্য জাহ্নবীর নিজের তৈরি স্কিনকেয়ার সিক্রেট জানুন-

ফ্যাসিয়াল স্টিমিং

নিজেকে সতেজ রাখতে নিজের ত্বকে স্টিমিং করেন জাহ্নবী। এ জন্য প্রথমে তিনি এক গামলা পানি নেন। পরবর্তীতে তোয়ালে দিয়ে সেই গামলার ওপরে নিজের মুখমণ্ডল ঢেকে রাখেন তিন মিনিটের মতো। স্টিমিংয়ের আগে নরমাল পানি দিয়ে নিজের মুখ পরিষ্কার করে নেন শ্রীদেবীকন্যা। এমনটা করতে তিনি কোনো কসমেটিকসের ব্যবহার করেন না।

হাইড্রেটিং মাস্ক

এই ধাপের জন্য তিনি কয়েক চামচ দই একটি গামলায় রাখেন। পরে সেই দইয়ে মধু ও মৌসুমি ফল মেশান। এরপর সেই উপাদানগুলো নিজের মুখে মাখেন। এই উপাদানগুলো ত্বকের মরা কোষগুলো তুলে ফেলে বলে দাবি করেন জাহ্নবী। দই, মধু ও ফলের সংমিশ্রণটি তুলে ত্বকে কমলার রস মাখেন তিনি।

আমন্ড অয়েল

নিজের ত্বককে সতেজ রাখতে আমন্ড (কাঠবাদাম) অয়েল ব্যবহারের কথা জানিয়েছেন জাহ্নবী। নিজের চোখের নিচে এই তেল ব্যবহার করেন তিনি।

জাহ্নবী জানান, ঘরে ত্বকের যত্নে তিনি যা যা করেন তার ৫০ শতাংশ তিনি জেনেছেন তার মায়ের থেকে। শ্রীদেবী তাকে দই ও মধুর কথা জানিয়েছেন।

ফেসবুক পেজ

আপনাদের কোন প্রকার অভিযোগ থাকলে Contact Us মেনুতে আপনার অভিযোগ জানাতে পারেন,

আমরা আপনাদের অভিযোগ গুরুত্ব সহকারে বিবেচনা করব।

Spread the love

Check Also

শীতে চুলের যত্ন

শীতে চুলের যত্ন নেবেন যেভাবে জানুন

শীত মানেই হচ্ছে উৎসবের মৌসুম। শীত মানেই মিঠেকড়া রোদে ঘুরে বেড়ানো। সঙ্গে আছে পিকনিক, হইচই …

One comment

  1. হিমেল Chakravorty

    দারুন তথ্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *