ত্বক হচ্ছে শীতের ঠান্ডা আবহাওয়ায় অন্যতম দুশ্চিন্তা। সোনাক্ষী কিছু টিপস দিয়েছেন এ বিষয়ে। ত্বকের রুক্ষতা কমে শুষ্ক হয়ে যায়। ফলে, সারাবছর লোশনে ভরসা রাখতে হয়। শীতে তো বেশী মাত্রায় নির্ভর হতে হয় লোশনের ওপর। এতে দৈনিক খরচে চাপ পড়ে যায়। তবে ত্বকের রুক্ষতা একেবারে অতিরিক্ত না হলে ঘরে বসেই সাধারণ রুক্ষ শুষ্ক ত্বকের পরিচর্যা করে ত্বকের কোমলতা ও মসৃণতা ফিরিয়ে আনতে পারেন খুব সহজেই।

ত্বকের রুক্ষতা হ্রাসে সোনাক্ষীর টিপস অনুসরণ করতে পারেন
জনপ্রিয় বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা বলছেন, এত কিছুর দরকার নেই। ফেশিয়াল অয়েলের গুণে; শুষ্ক ত্বকের সমস্যা সহজে দূর হবে।
শীতে সানস্ক্রিন ব্যবহারের কি প্রয়োজন আছে
ওয়েডিং ফটোগ্রাফি সম্পর্কে জানুন এপিঠ-ওপিঠ
ত্বকের যৌবন ফেরাতে টমেটোর ফেসপ্যাক ব্যবহার
সোনাক্ষী সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও পোস্ট করেছেন। ভিডিওতে তিনি বলেছেন, ‘আমার ত্বকচর্চার বিষয়ে অনেকেই জানতে চেয়েছিলেন। যেহেতু আমার ত্বক খুব শুষ্ক; তাই আমি সপ্তাহে তিন দিন ফেশিয়াল অয়েল দিয়ে মুখে ম্যাসাজ করি। ফেশিয়াল অয়েল না থাকলে নারকেল তেলও ব্যবহার করা যায়। তাতেই ত্বক মসৃণ হয়, জেল্লা ফিরে আসে’।
রূপচর্চায় নিয়োজিত শিল্পীরা বলছেন, ত্বকের যত্নে ফেশিয়াল অয়েলের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ত্বকের আর্দ্রতা রাখতে ক্রিম, লোশন মাখা তো যায়। তবে যাদের ত্বক একটু বেশি শুষ্ক, তাদের শুধু ক্রিমে কাজ হওয়ার কথা নয়। তাই অতিরিক্ত শুষ্ক ত্বকের জন্য বিশেষভাবে তৈরি ফেশিয়াল অয়েল ব্যবহার করা যেতে পারে। হাতের কাছে ফেশিয়াল অয়েল না থাকলে নারকেল তেল বা অলিভ অয়েল মুখে ব্যবহার করা যায়। তবে ত্বকে রক্ত চলাচল স্বাভাবিক রাখতে ম্যাসাজের প্রয়োজন রয়েছে।
সোনাক্ষী বলেছেন, ‘এ পদ্ধতি আমার ত্বকের জন্য উপযুক্ত। তবে যাদের ত্বক তৈলাক্ত, তারা মুখে তেলের বদলে ক্রিম বা লোশন মাখতে পারেন। তাতে মুখে ম্যাসাজ করতেও সুবিধা হবে’।
ফেসবুক পেজ
আপনাদের কোন প্রকার অভিযোগ থাকলে Contact Us মেনুতে আপনার অভিযোগ জানাতে পারেন,
আমরা আপনাদের অভিযোগ গুরুত্ব সহকারে বিবেচনা করব।