শীতকাল হল টমেটোর মৌসুম। ত্বকের যৌবন ফেরাতে টমেটোর গুরুত্ব অসীম। বছরের অন্য সময় অগ্নিমূল্য হয়ে যাওয়া সবজি এখন বাজার এবং রান্নাঘরে অপ্রতুল। শীতে টমেটো খাওয়া শরীরের জন্যও ভালো। কারণ টমেটোয় রয়েছে ভিটামিন সি। যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে জ্বর-সর্দিকাশির মতো সমস্যা দূরে রাখে। কিন্তু জানেন কি টমেটো ত্বক পরিচর্যার জন্যও উপকারী!
ত্বকের যৌবন ফেরাতে টমেটোর ফেসপ্যাক ব্যবহার
ত্বকে নিয়মিত টমেটোর রূপটান লাগালে ত্বক যেমন উজ্জ্বল দেখায়, তেমনই ত্বকের টান টান ভাবও বজায় রাখে। বয়সের ছাপ পড়ে দেরিতে। আয়ুর্বেদিক লাইফকোচ রেশমি গোপাল তেমনই জানাচ্ছেন।
রাতের রূপচর্চা যেভাবে করতে হয়
বিয়ের পর চুলের যত্ন যেভাবে নিবেন
শীতের রূপচর্চা যেভাবে মেকআপের ব্যবহার
টমেটোর ফেসপ্যাক যেভাবে বানাবেন-
১/২ টেবিল চামচ টমেটোর ক্বাথ এবং ১ টেবিল চামচ মধু মিশিয়ে মুখে মাখুন। ১০-১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন। ত্বক নরম রাখতে সাহায্য করবে ওই রূপটান। পাশাপাশি দাগছোপও দূরে রাখবে।
২। টমেটো, বেসন, দই, মধু, হলুদ মিশিয়ে মুখে মেখে রাখুন। ১৫ মিনিট পরে ভাল করে ঘষে ধুয়ে ফেলুন। অতিরিক্ত তৈলাক্ত ভাব দূর করে ত্বকের আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করবে।
৩। টমেটো এবং পাকা পেঁপে বেটে মুখে লাগিয়ে রাখুন। ১৫-২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। ত্বকে বয়সের ছাপ পড়া থেকে রক্ষা করার পাশাপাশি ব্রণ ফুস্কুড়ির মতো সমস্যাও দূরে রাখে।
ফেসবুক পেজ
আপনাদের কোর প্রকার অভিযোগ থাকলে Contact Us মেনুতে আপনার অভিযোগ জানাতে পারেন,
আমরা আপনাদের অভিযোগ গুরুত্ব সহকারে বিবেচনা করব।