Friday , 18 October 2024

নিম পাতার ৪টি ব্যবহার চুলের খুশকি দূর করতে জানুন

নিম পাতার ব্যবহার সম্পর্কে অনেকেই অনেক কিছুই জানি। শীত, গ্রীষ্ম কী বর্ষা কম-বেশি সব ঋতুতেই ভিন্ন ভিন্ন কারণে খুশকি দেখা যায় চুলে। খুশকি আপনার চুলের ও মাথার ত্বকের বিবিধ রকমের ক্ষতি করে। খুশকি দূর করতে বাজারে অনেক অ্যান্টি ড্যানড্রাফ শ্যাম্পু পাওয়া যায় কিন্তু সবগুলোতেই হরেক রকমের কেমিকেল ভরপুর। অতি পরিচিত নিম পাতার ব্যবহারের মাধ্যমে কীভাবে খুশকি দূর করব তা নিয়ে লিখব। এটা আপনার খুশকি দূর করার পাশাপাশি খুশকি দ্বারা সংঘটিত অন্যান্য সমস্যাও সমাধান করবে।

নিম পাতার
নিম পাতার ৪টি ব্যবহার চুলের খুশকি দূর করতে জানুন

 

নিম এমন একটি বৃক্ষ যা পৃথিবীর ৩০টি দেশে পাওয়া যায় আর যুগ যুগ ধরে এটি ভেষজ হিসেবে বহুল ব্যবহৃত। নিমের পাতা আর নিমের বাকল আজকাল বাজারে হরহামেশাই কিনতে পাওয়া যায়। নিম পাতায় আছে অ্যান্টি-ব্যাকটেরিয়াল (Anti-Bacteria) আর অ্যান্টি-ফাঙ্গাল (Anti-Fungal) উপাদান যা একসাথে খুশকির বিরুদ্ধে কাজ করে। আসুন জেনে নেওয়া যাক চুলের খুশকি দূর করতে নিম পাতার কিছু ব্যবহার-

১. নিম পাতার পানি

  • এটি খুশকি দূর করতে ভীষণ কার্যকর।
  • নিমের পানি তৈরির উপকরণ
  • নিমের পাতা- ৪০টি
  • পানি- ১ লিটার

কিভাবে ব্যবহার করবেন

  • পানি ফুটিয়ে নিন আর চুলা বন্ধ করুন।
  • নিম পাতা এই ফুটন্ত পানিতে সারা রাত ভিজিয়ে রাখুন।
  • এই পানি দিয়ে চুল ধুয়ে ফেলুন ।
  • নিয়মিত সপ্তাহে ২ থেকে ৩ বার এই পানির ব্যবহার করে চুল ধুয়ে ফেলুন।

এটি আপনার মাথায় খুশকিজনিত চুলকানি ও অস্বস্তি দূর করবে সাথে সাথে খুশকিও দূর হবে।

২. নিমের পাতার হেয়ার প্যাক

নিমের পাতার হেয়ার প্যাক আর একটি মহা ঔষধ খুশকির জন্য।

উপকরণ

  • নিমের পাতা- ৪০ টি
  • পানি- ১ লিটার
  • মধু- ১ টেবিল চামচ

কীভাবে ব্যবহার করবেন

  • পানি ফুটিয়ে চুলা থেকে নামিয়ে নিন।
  • পানিতে সারারাত নিমের পাতা ভিজিয়ে রাখুন।
  • এই পানি দিয়ে চুল ধুয়ে ফেলুন। পাতাগুলোকে ব্লেন্ড করে এর সাথে মধু মিশিয়ে এই পেস্ট ৩০ মিনিট চুলে দিয়ে রাখুন। স্বাভাবিকভাবে শ্যাম্পু করে ফেলুন।

সপ্তাহে অন্তত একবার এটি করবেন। নিয়মিত এই প্যাক ব্যবহারে আপনি খুশকি দূর করতে পারবেন এবং চুলও নরম হবে।

৩. নিমের পাতা, টক দই আর মেথির পেস্ট

নিমের পাতার মতো মেথিতেও আছে অ্যান্টি-ব্যাকটেরিয়াল আর অ্যান্টি-ফাঙ্গাল উপাদান যা খুশকি তাড়ানোর পাশাপাশি মাথা ঠাণ্ডা রাখে । আর টক দইতো সবসময়ের জন্য ভালো কন্ডিশনার যা চুলের শুষ্কতা দূর করে।

উপকরণ

  • মেথি- ২ টেবিল চামচ
  • নিমের পাতা- ৪০টি
  • টক দই- ১/২ কাপ
  • লেবুর রস- ১ টেবিল চামচ

কীভাবে ব্যবহার করবেন

  • মেথি পানিতে ভিজিয়ে রাখুন ৩ ঘণ্টা । এতে নিমের পাতা মিশিয়ে একটু পানি দিয়ে ব্লেন্ড করুন।
  • এই পেস্ট এর মধ্যে টক দই মিশান আর লেবুর রসও।
  • চুলে তেল দিয়ে তাতে এই পেস্ট লাগিয়ে ১ ঘণ্টা অপেক্ষা করুন। এরপর চুল শ্যাম্পু করুন।

সপ্তাহে ২ বার এই পেস্ট ব্যবহার করুন ভালো ফল পাওয়ার জন্য।

৪. নিম ও নারকেল তেলের থেরাপি

অল্প গরম তেল আপনার চুলে মাসাজ করাটা অনেক কিছুর জন্যই উপকারী । এতে আপানার চুলের স্বাস্থ্য আর চুলের গুণগত মান দুটোই ভালো থাকবে। তেলের মাসাজ আপনার মাথার ত্বকে রক্ত চলাচল বৃদ্ধি করবে।

উপকরণ

  • নারকেল তেল- ১ কাপ
  • নিমের তেল- ১/৪ কাপ

কীভাবে ব্যবহার করবেন

  • নারকেল তেল হালকা গরম করুন আর এতে নিমের তেল মেশান।
  • খুব আস্তে আস্তে মাথার ত্বকে , চুলের গোঁড়ায় এই তেল মাসাজ করুন আর সারারাত রেখে দিন।
  • সকাল বেলায় চুল শ্যাম্পু করে ফেলুন।
  • সপ্তাহে ২ থেকে ৩ বার এই নিম আর নারকেল তেলের থেরাপি করুন।

নিম স্বাভাবিকভাবেই খুশকি তাড়াতে কার্যকর। আপনাকে যা করতে হবে তা হলো এই পদ্ধতিগুলো নিয়মিতভাবে করতে হবে। খুশকি তাড়াতে আপনাকে আরও খেয়াল রাখতে হবে যে, আপনার মাথার ত্বক যেন অবশ্যই সবসময় পরিষ্কার থাকে। আর আপনি সবসময় যথেষ্ট পরিমান পানি খাওয়ার পাশাপাশি সুষম খাবার খাবেন, নিয়মিত ব্যায়াম করবেন আর মানসিকভাবে প্রফুল্ল থাকার চেষ্টা করবেন। চুলের সাথে সাথে আপনার মনের স্বাস্থ্যও ভালো রাখুন।

ঝালের উপকারিতা কি? জেনে নিন-ঝাল

ফেসবুক পেজ

মূলত যৌন জীবনকে সুস্থ্য, সুন্দর ও সুখময় করে তোলার জন্য জানা অজানা অনেক কিছু তুলে ধরা হয়।

এরপরও আপনাদের কোর প্রকার অভিযোগ থাকলে Contact Us মেনুতে আপনার অভিযোগ জানাতে পারেন,

আমরা আপনাদের অভিযোগ গুরুত্ব সহকারে বিবেচনা করব।

Spread the love

Check Also

দুর্গাপূজার

দুর্গাপূজার ৫ দিনে সাজপোশাক যেমন হবে

বাঙালির উৎসব মানেই প্রচুর খাওয়াদাওয়া আর ঘোরাঘুরি। শরতের শুরু থেকেই চারদিকে দুর্গাপূজার আমেজ পাওয়া যায়। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *