বৈশাখ মানে বাঙ্গালিয়ানা।গহনার আবেদন সবসময়ই অন্যরকম।পোশাকের অনুষঙ্গ গহনার মাধ্যমে ফুটে ওঠে পুরো সাজের পরিপূর্ণ সৌন্দর্য। বৈশাখের প্রথম দিনটিও দরজায় কড়া নাড়ছে। বছরের প্রথম দিনের বিশেষ পোশাকের সঙ্গে মানানসই গহনা আয়োজনের সময় এখনই।
বাঙালি ঐতিহ্যের সঙ্গে মিল রেখে গহনা বাছাইয়ের দিকে নারীরা ঝুঁকছেন বেশি। সেক্ষেত্রে হাতে তৈরি ও হাতে আঁকা গহনা প্রাধান্য পাচ্ছে পছন্দের তালিকায়। তবে গহনা তৈরির উপাদান হিসেবে কোন মাধ্যমটি যুৎসই হবে সেটা সম্পূর্ণই নির্ভর করবে পোশাকের ধরণ ও নিজস্ব পছন্দের ওপর।
এ বছরের বৈশাখী গহনার সংগ্রহে রাখতে পারেন কাঠ কিংবা কাপড়ের তৈরি গহনা। পিওর সুতি, তাঁত, খাদি ও মনিপুরী শাড়ির সঙ্গে কাপড়ের গহনা মানিয়ে যাবে। তবে কিছুটা জমকালো শাড়ি যেমন হাফসিল্ক, জামদানি কিংবা লিলেন শাড়ির সঙ্গে বর্ণীল কাঠের গহনা দেখতে ভালো লাগবে।
এছাড়া সালোয়ার কামিজ কিংবা কুর্তি, ফতুয়ার সঙ্গে হালকা ঘরানার কাঠ কিংবা কাপড়ের তৈরি গহনা পরা যাবে স্বাচ্ছন্দ্যে।
কাঠের গহনা পাওয়া যাবে অনলাইন ভিত্তিক প্রতিষ্ঠান চিহ্ন, বি-কর্মী মৌমাছি ও আনোখি থেকে।
তিন বছরে পা দেওয়া মালিহা তাবাসসুম এর চিহ্নর বৈশাখী সংগ্রহে এসেছে মুখোশ, রিকশা আর্ট, প্যাঁচা, মাছ, পাখি মোটিফের গহনা। পাশাপাশি জবা ফুল, মান্ডালা, লুনার একলিপ্সও থাকছে। চিহ্নর গহনাগুলো কাঠ ও মেটালের মিশ্রণে তৈরি করা। সঙ্গে সুতা, কাঠ, রুদ্রাক্ষ ও কয়েনের ব্যবহারও আছে। চিহ্নের গহনাগুলো পাওয়া যাবে ১৫০-১৩০০ টাকার মাঝে।
এদিকে বিভিন্ন ধরনের ফুল, পাখি, গাছ, লতাপাতার থিমের উপর নির্ভর করে কাঠের গহনা এনেছে তাহমিনা ইয়াসমিন ইভা’র প্রতিষ্ঠান আনোখি। কাঠের উপরে বর্ণীল রংয়ের হ্যান্ড পেইন্ট ভিত্তিক গহনাগুলো পাওয়া যাবে সর্বনিম্ন ২০০ থেকে সর্বোচ্চ ৫৫০ টাকার মাঝে।
ফুল ও পাখির মোটিফের পাশাপাশি মাছ ও মানুষের মোটিফে কাঠের হ্যান্ডপেইন্টেড বৈশাখী গহনা পাওয়া যাবে ফারহানা হক মেঘলা’র অনলাইন ভিত্তিক প্রতিষ্ঠান বি-কর্মী মৌমাছি পেইজে। সম্পূর্ণ হাতে আঁকা আংটি, বালা, মালা ও সেটের দাম সর্বনিম্ন ২০০ টাকা থেকে সর্বোচ্চ ১০০০ টাকার মাঝে পাওয়া যাবে।
কোথায় পাবেন কাপড়ের গহনা?
কাপড়ের গহনার খোঁজ পাওয়া যাবে মাহমুদুল হাসানের কাকতাড়ুয়া-তে। বৈশাখ উপলক্ষে নতুন তিনটি ও আগের তিনটি নকশায় মোট ছয়টি ভিন্ন নকশার গহনা রয়েছে কাকতাড়ুয়ার সংগ্রহে। গামছা কাপড়ে তৈরি এই লম্বা ঝুল মালার এই গহনাগুলো পাওয়া কেনা যাবে ৩০০-৪৮০ টাকার মাঝে।
তবে চোকার ও দুই লহরের কাপড়ের মালার খোঁজ করলে মুক্তি সরকারের দোলন পেইজটি ঘুরে আসতে হবে। মিতা দেবে’র নকশায় টাইডাই ও গামছা কাপড় নিয়ে তৈরি করা মালাগুলো অন্যান্য যেকোন গহনা থেকে একেবারেই ভিন্ন।
পোশাক যেমনই হোক না কেন, সঠিক গহনা খুব চমৎকারভাবে পোশাকের সৌন্দর্যকে ফুটিয়ে তোলে। তাই পোশাক নির্বাচনের মতো মানানসই গহনা নির্বাচনের বিষয়েও হওয়া চাই যত্নশীল।
রূপ চর্চার সময় ভুলগুলো করছেন না তো ! হতে পারে ব্যাপক ক্ষতি
মূলত যৌন জীবনকে সুস্থ্য, সুন্দর ও সুখময় করে তোলার জন্য জানা অজানা অনেক কিছু তুলে ধরা হয়।
এরপরও আপনাদের কোর প্রকার অভিযোগ থাকলে Contact Us মেনুতে আপনার অভিযোগ জানাতে পারেন,
আমরা আপনাদের অভিযোগ গুরুত্ব সহকারে বিবেচনা করব