Saturday , 27 July 2024

রূপ চর্চার সময় এই ভুলগুলো করছেন না তো ! হতে পারে ব্যাপক ক্ষতি

রূপ চর্চার সময় এই ভুলগুলো করছেন না তো ! চুলে রঙ করার সময় তা ভুলেও যদি ত্বকে লেগে যায়, তাহলে সঙ্গে সঙ্গে ধুয়ে নিন। এই রঙে ত্বকে ব্যাপক ক্ষতি হয়ে যেতে পারে। বলা হচ্ছে, ত্বক পরিচর্যার সময় ডালডা বা ঘি জাতীয় কিছু মুখে লাগাবেন না। এতে হতে পারে ত্বকের ক্ষতি।তাই আসুন জেনে নেই।

রূপ চর্চার
রূপ চর্চার সময় এই ভুলগুলো করছেন না তো

সুন্দরের পূজারী সকলেই। বাহ্যিক সৌন্দর্য ধরে রাখতে আলাদা করে রূপ চর্চা পছন্দ করেন অনেকেই। শুধু যে মহিলারাই রূপ চর্চা করতে ভালবাসেন তা নয়। পুরুষরাও রূপের বিষয়ে বিশেষ সচেতন। তবে রূপের পরিচর্যার সময় ভুলেও এই কাণ্ডগুলি করে ফেলবেন না! তাতে উল্টো বিপত্তি হতে পারে।

– চুলে রঙ করার সময় তা ভুলেও যদি ত্বকে লেগে যায়, তাহলে সঙ্গে সঙ্গে ধুয়ে নিন। এই রঙে ত্বকে ব্যাপক ক্ষতি হয়ে যেতে পারে।v

-অনেকে ভুল ধারণাবশত মেক আপের পর ডিওডোরেন্ট মেখে নেন। মনে করেন এতে মেক আপ বসবে ত্বকে। তবে এটি ভুল ধারণা।

-চুলে হেয়ারস্প্রে ব্যবহারের সময় মুখ ঢেকে নিয়ে তা করুন। এতে মিলবে সুফল। নয়তো ত্বকে হতে পারে ক্ষতি।

-বলা হচ্ছে, ত্বক পরিচর্যার সময় ডালডা বা ঘি জাতীয় কিছু মুখে লাগাবেন না। এতে হতে পারে ত্বকের ক্ষতি।

-শ্যাম্পু করার সময় খেয়াল রাখুন ত্বকের। শ্যাম্পু ত্বকের অনেক ক্ষতি করতে পারে।

-বডি লোশন মাখার সময় খেয়াল রাখুন যাতে তা মুখে না মাখেন। বডি লোশন মুখে মাখলে তা মুখ মণ্ডলের ত্বকের পক্ষে ভাল নয়।

ফেসবুক পেজ

ধন্যবাদ আমাদের সাইটের সাথে থাকার জন্য।

আশাকরি আমাদের টিপসগুলো আপনাদের কাজে লাগবে।

যদি সমান্যতম কাজে লাগে তবে একটা ধন্যবাদ দিতে ভুলবেন না।

আর নিয়মিত টিপস পেতে আমাদের সাথে থাকুন।

Spread the love

Check Also

ছুটির

ছুটির দিন বাদেও কাজের ফাঁকে ঝটপট একটু রূপচর্চা করাই যায়

ছুটির দিনগুলোতে একটু রুপচর্চা বেশিই হয়। ছুটির দিনগুলো ছাড়া মোটামোটি সারাদিনই কাজের চাপ থাকে সবার।এছাড়াও …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *