রুক্ষ ত্বক, বলিরেখা, দাগছোপ ছোপ দূর করতে বিশেষ ভাবে সাহায্য করতে পারে সিরাম। কিন্তু অসংখ্য পণ্যের ভি়ড়ে বেছে নেবেন কোনটি?
সমস্যা ভিন্ন, সিরামও ভিন্ন।
মুখের দাগছোপ দূর করতে কোন সিরাম বেছে নেবেন
ক্লিনজ়ার, ময়শ্চারাইজ়ারের পাশাপাশি ক্রমশই রূপচর্চার অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে উঠছে সিরাম। গভীরে গিয়ে ত্বককে আর্দ্র করতে, বলিরেখা, কালচে ত্বকের সমস্যা দূর করতে সিরামের ব্যবহার বৃদ্ধি পাচ্ছে। সিরামে থাকে ভিটামিন সি, হায়ালুরোনিক অ্যাসিড, গ্লাইকোলিক অ্যাসিডের মতো বিভিন্ন উপাদান। কিন্তু, কোনটি আপনার ত্বকের জন্য উপযুক্ত? দোকানে গেলে একসঙ্গে চার-পাঁচটিরও বেশি সিরাম বার করে দেবেন বিক্রেতা। তার মধ্যে বেছে নেবেন কোনটি?
বলিরেখা দূর করার সিরাম
ত্বকের বলিরেখা রয়েছে? তা হলে বেছে নিতে হবে রেটিনল রয়েছে, এমন সিরাম। কী এটি? এর কাজই বা কী? ভিটামিন এ থেকে মেলে রেটিনল । নতুন কোষ গঠন, পুরনো কোষ প্রতিস্থাপনে সাহায্য করে এটি। এ ছাড়া, ভিটামিন সি, আলফা হাইড্রক্সি অ্যাসিড, পেপটাইড্স রয়েছে, এমন সিরামও বলিরেখা দূর করতে পছন্দের তালিকায় রাখতে পারেন।
কখন ব্যবহার করবেন?
এই সিরামটি শুধু রাতেই ব্যবহার করতে হবে। ঘুমোনোর আগে এর ব্যবহারে ত্বক হয়ে উঠবে দাগহীন, টানটান।
কান বন্ধ হয়ে গেলে কী করবেন
জোর করে খাইয়ে কারও বিপদ ডেকে আনছেন কি
এরপরও আপনাদের কোর প্রকার অভিযোগ থাকলে Contact Us মেনুতে আপনার অভিযোগ জানাতে পারেন,
আমরা আপনাদের অভিযোগ গুরুত্ব সহকারে বিবেচনা করব।