পাকা চুল ঢাকতে নিয়মিত রং করান? পুজো আসছে। এখন পার্লারগুলিতে চুলে রং করানোর হিড়িক পড়ে যাবে। কিন্তু জানেন কি, বাজারচলতি হেয়ার কালারগুলিতে এমন সব ক্ষতিকর রাসায়নিক থাকে যা শরীরের জন্য বিষ। এমনটাই দাবি করা হয়েছে সাম্প্রতিক এক গবেষণায়।
বার বার চুলে রং করাচ্ছেন বাড়ছে ক্যানসারের ঝুঁকি জানেন কি
বেঙ্গালুরুর গ্লেনেগেলস হাসপাতালের ত্বক চিকিৎসক রুবি সচদেব দাবি করেছেন, কৃত্রিম রংগুলিতে যে রাসায়নিক থাকে তা চুলের স্বাভাবিক রঙ পুরোপুরি নষ্ট করে দেয়। কমতে থাকে চুলের গোড়া থাকায় মেলানিন। কৃত্রিম রঙে থাকা ভারী ধাতু ও রাসায়নিক উপাদান মাথার ত্বকে ঢুকে গিয়ে বিভিন্ন রকম রোগের কারণ হয়ে ওঠে।
ভরা পেট খেয়েও খিদে পেয়ে যায় একটু বাদেই কেন এমন হয় বলুন তো
কেবল পাকা চুল ঢাকতে যে চুলে রং করানো হয় তা নয়। এখনকার কমবয়সি ছেলেমেয়েরা শখেও চুলে রং করান। রুবি বলছেন, হেয়ার কালারে থাকে অ্যামোনিয়া, পাইরক্সাইডের মতো রাসায়নিক যা চুলের সঙ্গে মিশে মানুষের শরীরে ঢুকে যায়। তাতেই ক্যানসারের সম্ভাবনা বেড়ে যায়। চুলে নিয়মিত রং করান যে মহিলারা তাঁদের স্তন ক্যানসার, ত্বকের ক্যনসারের ঝুঁকিও বাড়ে বলে দাবি ত্বক চিকিৎসকের।
কান বন্ধ হয়ে গেলে কী করবেন
জোর করে খাইয়ে কারও বিপদ ডেকে আনছেন কি
কী কী রাসায়নিক পাওয়া গিয়েছে কৃত্রিম রঙে?
চুলের রঙে থাকে অ্যামোনিয়া যা বেশিমাত্রায় মাথার ত্বকে ঢুকলে তালুতে সংক্রমণ, চুলকানি, র্যাশ হতে পারে। অ্যামোনিয়া থেকে সোরিয়াসিসের মতো মারাত্মক ত্বকের অসুখও হতে পারে। আবার এই রাসায়নিক বেশি শরীরে ঢুকলে তার থেকে শ্বাসজনিত সমস্যাও দেখা দিতে পারে।
এরপরও আপনাদের কোর প্রকার অভিযোগ থাকলে Contact Us মেনুতে আপনার অভিযোগ জানাতে পারেন,
আমরা আপনাদের অভিযোগ গুরুত্ব সহকারে বিবেচনা করব।
ভরা পেট খেয়েও খিদে পেয়ে যায় একটু বাদেই কেন এমন হয় বলুন তো
পিঠ ভরে গিয়েছে ব্রণতে খরচ না করেই ঘরোয়া উপকারে মিলবে মুক্তি!