Saturday , 9 November 2024

বাংলাদেশে অশান্তির ছায়া,সমস্ত বিমান বাতিল করল এয়ার ইন্ডিয়া

বাংলাদেশে চলছে অশান্তির জের। বাংলাদেশের প্রধানমন্ত্রী পদে ইস্তফা দেন শেখ হাসিনা। তারপর থেকে ঢাকার পরিস্থিতি আরও অশান্ত হয়ে ওঠে। অপ্রীতিকর ঘটনা এড়াতে এদিন দুপুরেই ঢাকা বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়। সমস্ত বিমানের ওঠা-নামা বন্ধ করে দেওয়া হয়। যার জেরে চেন্নাই থেকে একটি বিমান ঢাকার উদ্দেশে রওনা দিলেও পৌঁছতে পারেনি। এরপরই বিমান বাতিলের কথা ঘোষণা করে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ।

বাংলাদেশে
বাংলাদেশে অশান্তির ছায়া,সমস্ত বিমান বাতিল করল এয়ার ইন্ডিয়া

 

নয়া দিল্লি: প্রধানমন্ত্রী পদে শেখ হাসিনার পদত্যাগের পরেও উত্তাল বাংলাদেশ। সোমবার দুপুরে শেখ হাসিনার বাসভবন, গণভবনে সরাসরি দখল করে বিক্ষুব্ধ জনতা। সরাসরি শেখ হাসিনার ঘরে ঢুকে উল্লাস মেতে ওঠে। অন্যদিকে, বিভিন্ন জায়গায় চলছে ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনা। এই পরিস্থিতিতে বাংলাদেশগামী সমস্ত বিমান বাতিল করল এয়ার ইন্ডিয়া। তবে যাঁরা ইতিমধ্যে টিকিট বুকিং করেছিলেন, তাঁদের টিকিট বাতিলের ফি দেওয়া হবে। সংস্থার তরফে টুইট করে এমনটাই জানানো হয়েছে।

এয়ার ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে, বাংলাদেশের অশান্ত পরিস্থিতির জন্য ঢাকাগামী সমস্ত বিমান বাতিল করা হয়েছে। পরিস্থিতির উপর ক্রমাগত নজর রাখা হচ্ছে এবং যাঁদের ঢাকার জন্য কনফার্ম টিকিট বুকিং হয়েছিল, সেই যাত্রীদের সবরকম সহায়তা করা হবে। বিমানের নতুন সূচি হলে সেটা জানানো হবে এবং টিকিট বাতিল হলে সেই টাকা ফেরৎ দেওয়া হবে। এই বিষয়ে আরও জানতে 011-69329333/ 011-69329999 নম্বরে ফোন করা যাবে।

প্রসঙ্গত, এদিন দুপুরেই বাংলাদেশের প্রধানমন্ত্রী পদে ইস্তফা দেন শেখ হাসিনা। তারপর থেকে ঢাকার পরিস্থিতি আরও অশান্ত হয়ে ওঠে। অপ্রীতিকর ঘটনা এড়াতে এদিন দুপুরেই ঢাকা বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়। সমস্ত বিমানের ওঠা-নামা বন্ধ করে দেওয়া হয়। যার জেরে চেন্নাই থেকে একটি বিমান ঢাকার উদ্দেশে রওনা দিলেও পৌঁছতে পারেনি। কলকাতা হয়ে পুনরায় চেন্নাই থেকেই ফিরে আসে। এরপরই ঢাকাগামী সমস্ত বিমান বাতিলের কথা ঘোষণা করে এয়ার ইন্ডিয়া। কবে থেকে পুনরায় ঢাকাগামী বিমান চালু হবে, সে বিষয়ে এখনই কিছু জানাচ্ছে না কর্তৃপক্ষ। বাংলাদেশের পরিস্থিতি অনুযায়ী পুনরায় বিমান চলাচল শুরু করা হবে বলে জানিয়েছে এয়ার ইন্ডিয়া।

বয়স বাড়লে শরীরের চাওয়াটা বদলে যায়

ফেসবুক পেজ

মূলত যৌন জীবনকে সুস্থ্য, সুন্দর ও সুখময় করে তোলার জন্য জানা অজানা অনেক কিছু তুলে ধরা হয়।

এরপরও আপনাদের কোর প্রকার অভিযোগ থাকলে Contact Us মেনুতে আপনার অভিযোগ জানাতে পারেন,

আমরা আপনাদের অভিযোগ গুরুত্ব সহকারে বিবেচনা করব

Spread the love

Check Also

মূর্তি

‘প্রতিপক্ষকে ফাঁসানোর জন্য নিজেই মূর্তি ভাঙেন বীরেন’

জমি-সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষকে ফাঁসাতে এবং জমি দখলে নিতে দেবী সরস্বতীর একটি মূর্তি ভেঙে বিরোধীয় জমিতে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *