Saturday , 30 September 2023

অন্তর্বাসের রং চরিত্র সম্পর্কে কী বলে? জেনে নিন

বেগুনি— বেগুনি অন্তর্বাস যাঁরা পরেন, তাঁরা স্বভাবে নরম হন। রোম্যান্টিকও হন বলে শোনা যায়। ওয়ান-নাইট স্ট্যান্ডের মতো বিষয় তাঁদের ঘোরতর অপছন্দ।

অন্তর্বাসের রং চরিত্র সম্পর্কে কী বলে?
নীল— এই রঙের অন্তর্বাস যাঁরা পছন্দ করেন, তাঁরা অত্যন্ত সৎ হন। নিজেদের সম্মান নিয়ে তাঁরা অত্যন্ত সচেতন হয়ে থাকেন।

সবুজ— এই রঙের অন্তর্বাস যাঁরা পছন্দ করেন, তাঁরা শান্তি, সমৃদ্ধি এবং উন্নতির পথে চলতে ভালবাসেন।

হলুদ— এই রঙের অন্তর্বাস যাঁরা পছন্দ করেন, বুদ্ধিমত্তা তাঁদের পরিচয়। সর্বদা তরতাজা থাকতে ভালবাসেন এঁরা।

কমলা— বুদ্ধি এবং মেধা যাঁদের চারিত্রিক বৈশিষ্ট্য, তাঁদের এই রঙের অন্তর্বাস পছন্দ।

লাল— প্যাশন এবং এক্সাইটমেন্টের ছাপ পড়ে এঁদের চরিত্রে।

গোলাপি— এঁরা যৌনতা পছন্দ করেন। সর্বক্ষণ এঁদের মনোযোগ প্রয়োজন।

সাদা— পরিচ্ছন্নতা এঁদের চরিত্রের প্রধান দিক। এঁরা সহজ-সরল হন স্বভাবে।

কালো— এঁরা স্বভাবে একটু আগ্রাসী হন। প্যাশন এঁদের অন্যতম বৈশিষ্ট্য।

Spread the love

Check Also

নারীরা যৌন অতৃপ্তিতে ভোগেন যেসব কারনে

জীবনে নারীদের অসুখী হওয়ার হার অনেক বেশি। এমনকী নিজের ভালোবাসার পুরুষটির সঙ্গেও যৌন জীবন নিয়ে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *