প্রশ্নঃ মিলনের সময়ে যে সকল কাপড় পরা থাকে, সে কাপড় কি নাপাক হবে?
উত্তরঃ শুধু মিলনের কারণেই মিলনের সময় শরীরে যে সব কাপড় পরিধান করা থাকে, সে সব নাপাক হয় না; বরং পূর্বের মতই পবিত্র থাকে।
তবে যদি মিলনের পূর্বে বা পরে শরীরের বা কাপড়ের কোন স্থানে বীর্য বা অন্য কোন নাপাকী লেগে যায়, তাহলে সেক্ষেত্রে শুধু মাত্র উক্ত স্থানই নাপাক হবে।
এমন ক্ষেত্রে নাপাকীর স্থান চিহ্নিত থাকলে উক্ত স্থানটুকু পাক করে নিলে সম্পূর্ণ কাপড় পাক হয়ে যাবে।
আর যদি চিহ্নিত না থাকে, তাহলে সম্পূর্ণ কাপড় ধৌত করে পাক করতে হবে।
(প্রমাণঃ কিফায়াতুল মুফতী, ২ : ২৬৮/ ফাতাওয়া দারুল উলূম, ১ : ৩৪৪)

আশাকরি আমাদের টিপসগুলো আপনাদের কাজে লাগবে। যদি সমান্যতম কাজে লাগে তবে একটা ধন্যবাদ দিতে ভুলবেন না। আর নিয়মিত টিপস পেতে আমাদের সাথে থাকুন।
আমাদের ফেসবুক পেজ ফলো করুন
সকালে যৌন মিলন বা SEX করার কিছু উপকারীতা
আমাদের সাইটে কোন প্রকার অশ্লীল আর্টিকেল দেওয়া হয় না। মূলত যৌন জীবনকে সুস্থ্য, সুন্দর ও সুখময় করে তোলার জন্য জানা অজানা অনেক কিছু তুলে ধরা হয়।
এরপরও আপনাদের কোর প্রকার অভিযোগ থাকলে Contact Us মেনুতে আপনার অভিযোগ জানাতে পারেন, আমরা আপনাদের অভিযোগ গুরুত্ব সহকারে বিবেচনা করব। ধন্যবাদ আমাদের সাইটের সাথে থাকার জন্য।
প্রশ্নঃ মিলনের সময়ে যে সকল কাপড় পরা থাকে, সে কাপড় কি নাপাক হবে?
উত্তরঃ শুধু মিলনের কারণেই মিলনের সময় শরীরে যে সব কাপড় পরিধান করা থাকে, সে সব নাপাক হয় না; বরং পূর্বের মতই পবিত্র থাকে।
তবে যদি মিলনের পূর্বে বা পরে শরীরের বা কাপড়ের কোন স্থানে বীর্য বা অন্য কোন নাপাকী লেগে যায়, তাহলে সেক্ষেত্রে শুধু মাত্র উক্ত স্থানই নাপাক হবে।
এমন ক্ষেত্রে নাপাকীর স্থান চিহ্নিত থাকলে উক্ত স্থানটুকু পাক করে নিলে সম্পূর্ণ কাপড় পাক হয়ে যাবে। আর যদি চিহ্নিত না থাকে, তাহলে সম্পূর্ণ কাপড় ধৌত করে পাক করতে হবে।
(প্রমাণঃ কিফায়াতুল মুফতী, ২ : ২৬৮/ ফাতাওয়া দারুল উলূম, ১ : ৩৪৪)