Monday , 4 December 2023

কামসূত্র বইয়ের ১০ গোপন কথা!

কামসূত্র অশ্লীল নয় বরং অতি গুরুত্বপূর্ণ অনেক কথা ও সূত্র রয়েছে এই বিয়ে। পশ্চিম বিশ্বে এই সুত্র আর বই নিয়ে মাতামাতি চলছে দিন-রাত! এমন যৌনবিজ্ঞান নিয়ে বরাবরাই চলে আসছে হাজারো মতামত।

কামসূত্র কি? এর সম্পর্কে বিস্তারিত
আসুন জেনে নেই কামসূত্রের লুকায়িত ১০ গোপন ভাণ্ডার-

১। কামসূত্র বইয়ে ৬৪টি যৌন ভঙ্গিমা অর্থাৎ ‘সেক্সুয়াল পজিশন’ এর ব্যাপারে উল্লেখ্য আছে। বইতে লেখা আছে আট রকমভাবে ভালবাসা প্রকাশ করা যায়। প্রতিটি ভালবাসায় ৮টি করে ‘সেক্সুয়াল পজিশন’ থাকে।

কাম শব্দের মানে হল বাসনা, আর সূত্র শব্দের মানে হল নিয়ম, সংস্কৃত ভাষা অনুযায়ী। বাসনার মধ্যে যৌনতার পাশাপাশি বলা হয়েছে গান, পড়া, কবিতা, নাচ। উপমহাদেশের কোন কোন ভাষা আজো এই অর্থসম্পর্ক বহন করে।

২। ১৮৮৩ সালে ব্রিটেনে ২৫০ কপি কামসূত্র বই বিক্রি হওয়ার পর নিষিদ্ধ ঘোষণা করা হয়। ১৯৬৩ সাল থেকে বইটির ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। বতর্মানে সর্বকালের সেরা বেশি বিক্রিত হওয়া বইয়ের তালিকায় একেবারে প্রথমের দিকেই আছে।

৩। কামসূত্র বইতে শুধুই যৌনতা নিয়েই লেখা হয়েছে এমনটি নয়। বিয়ের মাত্র ২০ শতাংশ অংশে সেক্সুয়াল পজিশনের কথা বলা হয়েছে। বইয়ের বাকি ৮০ ভাগে বলা হয়েছে কী করে ভাল নাগরিক হওয়া যায়। পুরুষ, নারীর সম্পর্ক কী করে ভাল থাকে।

৪। যেসব প্রেমিক-প্রেমিকা পিঠের ব্যাথা, আর্থারাইটিস জাতীয় রোগে ভুগছেন, তাদের কামসূত্র পজিশন চেষ্টা না করার সতর্কবার্তা দেওয়া আছে এই বইতে।

৫। ১৯৯৬ সালে কামসূত্রের ওপর তৈরি হওয়া “Kama Sutra – A Tale Of Love” সিনেমাটি প্রথমে ভারতে রিলিজে ছাড়পত্র দেওয়া নিয়ে টালবাহনা করা হয়। ১৪টা কাটের পর সিনেমাটিকে ভারতে মুক্তির ছাড়পত্র দেওয়া হয়।

৬। কামসূত্রে বলা হয়েছে কামড় ও খামচিও ভালবাসা বাড়ানোর একটা বড় উপায়। এ জন্য আঙুলের নখ পরিষ্কার রাখার পরামর্শ দেওয়া হয়েছে এই বইয়ে। দাঁত পরিষ্কার রাখার কথাও বলা হয়েছে।

৭। কামসূত্রে ঘর সুন্দর রাখার টিপস দেওয়া হয়েছে। বলা হয়েছে ঘরে থুতু ফেলার আলাদা সুন্দর পাত্র রাখা উচিত, হাতির দাঁতের তারের বাজনা ঝুলিয়ে রাখা উচিত, পরিষ্কার ঘর ও নরম বিছানা এবং অবশ্য ফুলের পাত্র রাখা উচিত।

৮। পরস্ত্রীদের সঙ্গে মিলনের জন্য আলাদা একটা অধ্যায় রাখা হয়েছে এই বইতে কিন্তু মহিলাদের সঙ্গে পরপুরুষদের শারীরিক মিলন বা ভালবাসা উচিত ন্য এ বিষয়েও বানী আছে এতে।

৯। কামসূত্রে ৪০টি বিভিন্ন উপায়ে চুম্বনের কথা বলা হয়েছে। সেই উপায়গুলিকে দশ ভাগে ভাগ করা হয়েছে।

পড়ুন কম বয়সি মেয়েদের দুধ ভয়ানক হওয়ার কারণ কি জানেন?
১০। কামসূত্রে যৌন উদ্দীপক বা ভায়াগ্রার কথা বলা হয়েছে। এই বইতে বলা হয়েছে দুধের সঙ্গে ডিম সিদ্ধ, মাখন ও মধু মিশিয়ে খেলে পুরুষদের যৌনতা বৃদ্ধি পায়।

Spread the love

Check Also

নারীর

নারীর এমন কিছু জিনিষ যা দেখে পুরুষ ভাবে “Wow she is sexy“

নারীর এমন কিছু জিনিষ যা দেখে যেকোন পুরুষ ভাবে আসলেই সে খুব সুন্দর এবং ভালো …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *