বিয়ের বাজারে “ডানা কাটা পরীদের” দাম অনেক বেশি । আর তাই যেমন করেই হোক একজন সুন্দরী বউ আনার স্বপ্নে বিভোর থাকেন প্রায় সব পুরুষরাই । স্ত্রী বেশী সুন্দরী হলে সমস্যা দেখা দেয় আমাদের সমাজে । কিন্তু সমস্যাটা তখনই হয় যখন অন্যদের চোঁখে স্বামীর থেকে অনেক বেশি আকর্ষণীয় হয়ে ওঠেন স্ত্রী । তাহলে জেনে নিন বউ সুন্দরী হলে যে ধরনের সমস্যা হয়ে থাকে ।
পারিবারিক সমস্যাঃ
প্রেমিকা যদি আপনার চাইতে অনেক বেশি সুন্দর হয় তাহলে প্রেমিকার পরিবার থেকে আপনাকে মেনে নিতে চাইবে না সহজে । সুন্দরী মেয়েদের অভিভাবকরা তাদের মেয়ের জন্য সুন্দর ছেলে খুঁজে থাকে । আর তাই আপনার চেহারা যদি ভালো না হয় তাহলে মেয়ের পরিবার থেকে আপনাকে নানান রকম আপত্তিকর কথা শুনতে হতে পারে । আবার বিয়ে হয়ে গেলেও বউয়ের বাবার বাড়িতে আপনার মূল্যায়ন খুব একটা করা নাও হতে পারে । তাছাড়া শালিকাদের তাচ্ছিল্য ভরা হাসির মুখে তো একবার না একবার পড়বেনই ।
সামাজিক বিতর্কঃ
আপনার স্ত্রী যদি আপনার চাইতে অনেক বেশি আকর্ষণীয় হয় তাহলে নানান রকমের কটু কথাও হয় । এক্ষেত্রে সমাজের মানুষজন বলা বলি করতে থাকে এতো সুন্দর মেয়েটা এটা কি বিয়ে করেছে কিংবা দুজনকে একদমই মানাচ্ছে না !মানুষের এসব বিতর্ক আপনি চাইলেও এড়াতে পারবেন না ।
অমূলক সন্দেহঃ
স্ত্রী খুব বেশি আকর্ষণীয় ও সুন্দরী হলে পুরুষদের মনে অমূলক সন্দেহের জন্ম নিতে পারে। স্ত্রীর বন্ধু, সহকর্মীদের কে নিয়ে অহেতুক মনের মাঝে নানান রকম অমূলক সন্দেহের উদ্রেক হতে পারে ।
হীনমন্যতাঃ
স্ত্রী যদি আপনার চাইতে আকর্ষণীয় হয় তাহলে আপনি সারাক্ষণই হীনমন্যতায় ভুগতে পারেন । আপনার অজান্তেই আপনার মন হীনমন্যতায় ভোগা শুরু করবে । ফলে নানান রকম সামাজিক অনুষ্ঠান ও পারিবারিক অনুষ্ঠানে আপনি মানুষজনের সামনে যেতে চাইবেন না । মনের কোনো এক কোণে স্ত্রীর প্রতি হিংসা জন্মে যেতে পারে আপনার ।
নিরাপত্তাহীনতাঃ
স্ত্রী খুব সুন্দরী ও আকর্ষণীয় হলে স্বামীরা অধিকাংশ ক্ষেত্রেই নিরাপত্তাহীনতায় ভোগে । তাদের মনে সবসময় স্ত্রীকে হারানো ভয় কাজ করে । তাই সম্পর্ক নিয়ে সারাক্ষণ চিন্তিত বোধ করে তারা ।
বন্ধু থেকে শত্রুঃ
আপনার খুব কাছের বন্ধুরাই আপনার স্ত্রীর সাথে ফ্লার্ট করতে চাইবে । স্ত্রী খুব সুন্দরী হলে বন্ধুরাই শত্রুতে পরিণত হতে পারে । আপনার স্ত্রীর সঙ্গ পাওয়ার জন্য যখন তখন সুযোগ খুজবে তারা । এমনকি আপনার সুন্দরী স্ত্রীর সামনে আপনাকে ছোট করতেও দ্বিধা বোধ করবে না তারা ।
পরকীয়ার প্রবণতা বাড়েঃ
শুনতে খারাপ শোনালেও একথা সত্য যে আকর্ষণীয় স্ত্রীদের পরকীয়ার প্রবণতা বেশি । সমাজের সবার থেকে যখন তারা নিজের সুনাম এবং স্বামীর সমালোচনা শুনতে থাকে তখন মনের অজান্তেই তারা নতুন সম্পর্কের প্রতি আগ্রহী হয় এবং পরকীয়ার সম্পর্কে জড়িয়ে পড়ে ।