Tuesday , 30 April 2024

রঙ দেখে চিনে ফেলুন মানুষ

রঙ দেখে চিনে ফেলুন মানুষ। আপনার পছন্দের রঙ কী? আমরা সকলেই নিজেদের পছন্দের রঙ নিয়ে বেশ সচেতন । জানেন কি কালার সাইকোলজি অনুযায়ী আপনার পছন্দের রঙ আপনার ব্যক্তিত্ব গঠনে বড় ভূমিকা নেয়? বা আপনার প্রিয় রঙ থেকে পরিচয় পাওয়া যায় আপনি কেমন মানুষ ।

জেনে নিন কোন রঙ কী বলছে, রঙ দেখে চিনে ফেলুন মানুষ –

লাল:

প্রিয় রঙ লাল হলে আপনি সাহসী, প্যাশনেট এবং অন্যের মনে সহজে দাগ কাটতে পারেন । এরা আত্মবিশ্বাসী হন এবং তা ব্যবহারও করতে জানেন ।

বিজ্ঞানীরা জানাচ্ছেন যারা লাল রঙ পছন্দ করেন তার সহজে অন্যকে আকর্ষণ করতে পারেন ।

কালো:

জটিল বাস্তবের প্রতি আকৃষ্ট হন এই মানুষরা । এরা কিছুটা মুডি, কিছুটা নাক উঁচু ।

সব কিছু নিয়ন্ত্রণ করতে ভালবাসেন । এরা নিজেদের চারপাশ সবহসময় রহস্যময় করে রাখতে ভালবাসেন ।

নীল:

যদি আপনার প্রিয় রঙ নীল হয় তবে আপনার প্রকৃতি শান্ত । নীল সমুদ্রের রঙ ।

তাই যাদের নীল রঙ প্রিয় তারা সহজে শান্তি ও একাত্মতা খুঁজে নিতে পারেন যা অন্যরা পারেন না । এরা সাধারণত বিশ্বাসী হন ।

সবুজ:

এরা জীবনে টাকা ও নিরাপত্তার উপর জোর দেন । যাদের সবুজ প্রিয় তারা প্রকৃতি ভালবাসেন ।

সম্পর্কে ও সঞ্চয় এরা সব সময় নিরাপত্তা খোঁজেন । এই সব মানুষরা নিজেদের সফল হিসেবে দেখতে চান । সামাজিক ইমেজ নিয়ে এরা খুবই সচেতন ।

কমলা:

বন্ধুত্বপূর্ণ, সহজ এবং কিছুটা নাটুকে প্রকৃতির হন এই মানুষরা । এরা সব সময় আলোচনার কেন্দ্রে থাকতে চান । তবে এরা সম্পর্ককে খুব একটা গভীর ভাবে দেখেন না ।

বেগুনি:

প্রিয় রঙ যাদের বেগুনি তারা নিজেদের মতো চলতে ভালবাসেন । এদের ইনটিউশন প্রখর হয় ।এরা হিপি প্রকৃতির মানুষ হন ।

পৃথিবীটাকে বেগুনি কাঁচের মধ্যে দিয়ে দেখতে ভালবাসেন । বাস্তবের থেকে স্বপ্নের, অনিশ্চিত দুনিয়া এদের বেশি টানে ।

গোলাপি:

এরা সাধারণত নম্র স্বভাবের মানুষ হন । সংবেদনশীল ও কিছুটা শিশুমনের অধিকারী ।

সহজে বড় হতে চান না এরা । বাস্তব দুনিয়া থেকে পালিয়ে গোলাপি রহের আড়াল খোঁজেন এরা । পরিণত হওয়ার পর লাল রঙ এদেরে প্রিয় হয়ে ওঠে ।

সাদা:

যাদের প্রিয় রঙ সাদা তারা সারল্য ভালবাসেন । এরা নিজেদের নিয়ে যথেষ্ট সচেতন ।

এরা অন্যের কাছে নিজেকে সহজ, সরল, সত্ হিসেবে তুলে ধরতে চান । সব সময় যে বাস্তবে তারা তেমনটাই হন তা কিন্তু নয় ।

রঙ দেখে চিনে ফেলুন মানুষ

হলুদ:

এরা আদর্শবাদী ও নিজেদের নিয়ে খুশি । তবে অনেকেই এদের গুরুত্ব দেন না । হলুদ রঙ পছন্দ করার জন্য অত্যন্ত আশাবাদী ও পজিটিভ হওয়া প্রয়োজন ।

১০ বছর বয়সের পর থেকে যা মানুষ হারিয়ে ফেলে । তাই খুব কম মানুষেরই প্রিয় রঙ হয় হলুদ ।

এই আদর্শবাদী, আশাবাদী স্বভাবের জন্য এরা একাসেরে, অদ্ভুত হিসেবে পরিচিত হন ।

বাদামি:

এরা সহজ ও আরামপ্রিয় প্রকৃতির মানুষ । যদিও খুব কম মানুষেরই প্রিয় রঙ হয় বাদামি ।

কালার সাইকোলজি অনুযায়ী এরা জটিলতা পছন্দ করেন না। সাধারণত বিশ্বাসী হন ।

ধূসর:

প্রিয় রঙ ধূসর হলে আপনি দায়িত্ব, কর্তব্য এড়িয়ে যেতে চান । সিদ্ধান্ত নিতে পারেন না ।

সম্পর্কে জড়িয়ে পড়তে ভয় পান । কালার সাইকোলজি অনুযায়ী এরা বোরিং, আবেগহীন মানুষ।

 

মেয়েরা যে কয়টি কথায় আবেগী হয়ে যায়

আশাকরি আমাদের টিপসগুলো আপনাদের কাজে লাগবে।

যদি সমান্যতম কাজে লাগে তবে একটা ধন্যবাদ দিতে ভুলবেন না।

আর নিয়মিত টিপস পেতে আমাদের সাথে থাকুন।

ফেসবুক পেজ

আমাদের সাইটে কোন প্রকার অশ্লীল আর্টিকেল দেওয়া হয় না।

Spread the love

Check Also

বড় বোন থাকলে তার কিছু মজার দিক সম্পর্কে জেনে নিন

যখন ভাইবোনের সাথে কোনো বিষয় নিয়ে ঝগড়া বেঁধে যায় তখন অনেকেই মনে করেন বাবা মায়ের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *