Thursday , 5 October 2023

পর্নগ্রাফি আসক্ত ব্যাক্তিদের জন্য ২০ টি উপদেশ

পর্নগ্রাফি আসক্ত ব্যাক্তিদের জন্য ২০ উপদেশঃ পর্নগ্রাফি বর্তমানে তরুণদের প্রাত্যহিক জীবনের মধ্যে মধ্যে ছড়িয়ে পড়া একটি মারাত্মক ব্যাধি । যা এতটাই ভয়ঙ্কর যে, একটা ছেলে কিংবা মেয়ের নৈতিক অবনতি থেকে শুরু করে পারবারিক ও সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টির জন্য বড় কারণের মধ্যে একটি । তাই এই নোংরা কাজ থেকে নিজেকে বিরত রাখা  মানুষ হিসেবে অত্যাবশ্যক । আর এরই প্রেক্ষিতে পর্নগ্রাফিতে আসক্ত হওয়া ছেলে-মেয়েদের জন্য কিছু উপদেশঃ

১. নিজেকে একজন প্রকৃত মানুষ  হিসেবে চিন্তা করুন ।

২. নিজেকে মানুষ হিসেবে কি করা উচিৎ এবং কি করা উচিৎ নয়, তা নিয়ে ভাবুন ।

৩ . ভালো-মন্দ হিসেব করতে ধর্মীয় জ্ঞান সামনে আনুন ।

৪ . শ্রদ্ধা ও আনুগত্য দেখে বন্ধু নির্বাচন করুন ।

৫ . পর্নগ্রাফি থেকে মুক্তি পেতে অবসর সময়ে একাকী না থেকে  বন্ধুদের সাথে থাকুন ।

৬ . নিজের ভবিষ্যৎ কাজ নিয়ে ব্যাস্ত থাকতে হবে ।

৭. পারিবারিক কাজে মনোযোগ দিতে হবে ।

৮. পরিবারের মানুষের সাথে লজ্জাশীলতা বজায় রাখুন ।

৯. যেকোন মেয়ে স্বাভাবিক নজরে দেখুন ।

১০. বিয়ের ইচ্ছে জাগলে (সামর্থ্যবান হলে) বাবা-মা কিংবা অভিভাবকদের বলুন এবং আল্লাহর নিকট সাহায্য প্রার্থনা করুন ।

১১. বিয়ের পর নিজ স্ত্রীর উপর সন্তুষ্ট থাকুন । স্ত্রী সুন্দর না হলে নিজের মনকে তার প্রতি দুর্বল করুন ।

১২. অ্যাডাল্ট কিছু থাকতে পারে এমন সাইট গুলো অনলাইন থেকে ব্লক করে দিবেন ।

১৩. বাসায় টিভি, ভিসিআর থাকলে সবাই যাতায়াত করে এবং বসে এমন রূমে রাখুন । তাহলে পর্নগ্রাফি দেখতে লজ্জ্বাবোধ করবেন।

১৪. প্রতিদিন যোগ ব্যায়াম বা শারীরিক ব্যায়াম করা উচিৎ ।

১৫. বিভিন্ন সাহিত্য উপন্যাস  পড়ুন ।

১৬. সৃজনশীল কর্মে সময় দেন ।

১৭. নিজের বেক্তিত্ব বজায় রাখুন ।

১৮. পর্নগ্রাফি জনিত বা কোন খারাপ চিন্তা মাথায় আসলে, সাথে সাথে অন্য কাজে মন বসান ।

১৯. নিজেকে একজন যৌনকর্মী থেকে পৃথকভাবে ভাবতে শিখুন এবং এসব আচরণকে মন থেকে ঘৃণা করুন ।

২০. ‘আপনার প্রতিটা (ভালো/মন্দ) কর্ম সৃষ্টিকর্তা দেখছেন . বিষয়টি মাথায় রাখুন এবং  শাস্তিকে ভয় করুন ।

উপরের উপদেশগুলো মেনে চললে, পর্ণোগ্রাফির মতো বর্বর পাপ থেকে নিজেকে রক্ষা করা যাবে ।
আপনার যে কোন স্বাস্থ্য বিষয়ক তথ্যের জানান দিতে আপনার ডক্টর রয়েছে আপনার পাশে।জীবনকে সুস্থ্য, সুন্দর ও সুখময় করার জন্য নিয়মিত ভিজিট করুন আপনার ডক্টর হেলথ সাইটে। মনে না থাকলে আপনি সাইট আপনার ব্রাউজারে সেভ করে রাখুন।

ধন্যবাদ

Follow us

Spread the love

Check Also

সহজ মাধ্যমে জেনে নিন কতটুকু প্রেম আছে আপনার হৃদয়ে

সহজ মাধ্যমে জেনে নিন কতটুকু প্রেম আছে আপনার হৃদয়ে

অধিকাংশ সময় মানুষ বুঝে উঠতে পারেন না যে ছেলে বা মেয়েটির সাথে সে ভালোবাসার সম্পর্কে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *