Tuesday , 3 October 2023

নারীর যৌন উত্তেজনা ও তুপ্তির লক্ষণ বুঝার উপায় কি

যৌন মিলন বা sex এর মাধ্যমে নারী পুরুষ উভয়েই তৃপ্তি লাভ করে। তবে নারীর যৌন উত্তেজনা সব সময় সমান থাকে না। মাঝে মাঝে পুরুষদের কিছু কিছু পন্থা অবলম্বন করে নারীর যৌন উত্তেজনা বৃদ্ধি করতে হয়। তাহলে উভয়েই পরিপূর্ণ তৃপ্তি লাভ করে। তবে কীবাবে নারীর যৌন ইচ্ছা দ্রুত বৃদ্ধি করবেন তা অনেকে জাননে না। তাই তাদের জন্য এই পোষ্ট।

নারীর যৌন উত্তেজনা ও তুপ্তির লক্ষণ বুঝার উপায় কি
নারীর যৌন উত্তেজনা ও তুপ্তির লক্ষণ বুঝার উপায় কি

নারীর অনেকগুলো স্পর্শকাতর অঙ্গ আছে।যেগুলোতে স্পর্শ ও ঘর্ষনের মাধ্যমে শিহরিত হয়ে জাগ্রত হয়। যেমন মুখ, কান,কপাল, গাল,ঠোট ইত্যাদি।

সহবাসের আগে এই স্পর্শকাতর জায়গায় ঘন ঘন চুম্বন ও স্পর্শের মাধ্যমে নারীর কাম উত্তেজনা জাগ্রত হয় খুব দ্রুত।

নারীর স্তন , ভগাঙ্কুর ইত্যাদি ইন্দ্রিয়গুলোতে স্পর্শ, ঘর্ষণ ও মর্দন করা।

হালকা করে ঠোট বা আঙ্গুলে কামড় বা নিপীড়ন করা।
মনে রাখবেন নারীকে শুধু সহবাসের মাধ্যমে প্রকৃত সুখ দেওয়া সম্ভব নয়। তার প্রত্যেকটি ইন্দ্রিয়কে সুখ দিতে না পারলে নারী অতৃপ্ত থেকে যায়। তাই উপরের বিষয়গুলো মাথায় রাখতে হবে সব সময়।

নারীর উত্তেজনার লক্ষণ:

  • নারী উত্তেজিত হলে তার চোখ অর্ধবন্ধ ও হালকা লালছে ভাব ধারণ করে।
  • উত্তেজনাকালে নারীর নি:শ্বাস খুব দ্রুততর হবে।
  • আপনি নিজেই বুঝতে পারবেন।কারণ তার চেহারার ভিতর একটা উত্তেজনাভাব প্রকাশ পাবে।
  • হাত এবং পা নরমাল হয়ে যাবে।
  • স্বাভাবিকভাবে সে চুখ বুজে থাকতে চাইবে।
  • পুরুষ নারীর কোন অঙ্গ স্পর্শ করলে তাতে সে বাধা দিবে না। এই সময় তার ভিতর ল্জ্জ্বা লোপ পাবে।
  • নারীর গোপন স্থানে হাত দিলে সে বাধা দেওয়ার পরিবর্তে তা উপভোগ করবে এবং খুশি হবে।
  • পুরুষকে সে খুব জোরে আকড়ে ধরবে। কাছে থাকা সত্ত্বেও আরো কাছে পেতে চাইবে।

নারীর সহবাস শেষে তৃপ্তির লক্ষণ:

  • পরিপূর্ণ তৃপ্তি পেলে নারী নুইয়ে পড়বে।
  • মনে হবে যেন কোন ভারী কাজ করার শেষে বিশ্রাম নিচ্ছে।
  • হৃদস্পন্দনের মাত্র দ্রুত হবে।
  • তৃপ্তিতে চোখ বুজে থাকবে।
  • নারীর গোপন অঙ্গ অত্যাৎ যোনী থেকে রসস্রাব বের হবে।
  • সারা দেহে পুনঃপুনঃ শিহরণ ভাব হবে।
  • সারাটা দেহে যেন অবসান আসে।
  • খুব কম হলেও এমন অনেকের ক্ষেত্রে হয় যে পরিপূর্ণ তৃপ্তিতে নারী অঞ্জান হয়ে যেতে পারে।

সহবাসে পুরুষের ( Sex ) স্থায়ীত্ব কত মিনিট হওয়া দরকার

আশাকরি আমাদের টিপসগুলো আপনাদের কাজে লাগবে। যদি সমান্যতম কাজে লাগে তবে একটা ধন্যবাদ দিতে ভুলবেন না। আর নিয়মিত টিপস পেতে আমাদের সাথে থাকুন।

ফেসবুক পেজ

Spread the love

Check Also

নারীরা যৌন অতৃপ্তিতে ভোগেন যেসব কারনে

জীবনে নারীদের অসুখী হওয়ার হার অনেক বেশি। এমনকী নিজের ভালোবাসার পুরুষটির সঙ্গেও যৌন জীবন নিয়ে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *