Saturday , 30 September 2023

বেড রুম ছাড়াও সেক্স এর আরও কয়েকটি আদর্শ স্থানের হদিশ

আপনি আর আপনার সঙ্গী বা সঙ্গিনী কি অ্যাডভেঞ্চার প্রিয়? সেক্স-এর ব্যাপারে এক্সপেরিমেন্টাল? কিন্তু পছন্দ করেন গোপনীয়তাও? তাহলে শুধু কেন নিজেদের বেডরুমের চার দেওয়ালে আটকে রাখবেন। জেনে নিন আর কোথায় কোথায় লুকিয়ে আছে ভালবাসার ভাল-বাসা।

সেক্স করার আদর্শ স্থানই ভালোবাসাকে আরো গভীর করে দেয়।

রান্নাঘর-

যদি বাড়িতে শুধু আপনারা দুজন থাকেন, তাহলে রান্নাঘর হতে পারে লভ মেকিংয়ের একসাইটিং অপশন। তাজা ফলাহার আপনার মেজাজ আরও ফুরফুরে করে দিতে পারে।

স্টোররুম-

এমনিতে অবাঞ্চিত জিনিসপত্র জড় করতে স্টোররুমকে ব্যবহার করা হয়। তবে সেক্স এর জন্য স্টোর রুমের তুলনা নেই। কারণ- নির্জনতা।

পাবলিক রেস্ট রুম-

এটা খানিক রিস্কি তবে অ্যাডভেঞ্চারে ভরপুর। ধরুণ ঘুরতে বেড়িয়েছেন পার্টনারের সঙ্গে, কিন্তু আপনাদের দুজনেরই তখন মিলিত হওয়ার ইচ্ছা। সেক্ষেত্রে পাবলিক রেস্ট রুম ট্রাই করা যেতে পারে।

চেঞ্জিং রুম-

যদি ইউনিসেস্ক চ্যাঞ্জিং রুম হাতের কাছে মেলে, তাহলে সেই সূবর্ণ সুযোগ ভুলেও হাতছাড়া করবেন না।
সিনেমা হল- সিনেমা হলে ভালবাসা-বাসির ট্র্যাডিশন পুরনো। অন্ধকারের থেকে ভাল অপশন আর কী বা হতে পারে।

পার্কিং লট-

সেক্সের জন্য পার্কিং লটের থেকে ভাল আর কী হতে পারে? নিজেদের গোপন সময় কাটানোর অন্যতম আদর্শ স্থান পার্কিং লট।

ছাদ-

খোলা আকাশের নীচে নিজেদের ভালবাসায় ভরিয়ে দিন। রাতের নিস্তব্ধতায় তারাদের প্রেমের সঙ্গি করুন।
সেক্স জীবনের চাহিদা। কিন্তু সব সময় মাথায় রাখবেন সম্মতিহীন বলপূর্বক সেক্স যে কোনও ক্ষেত্রেই অপরাধ। অন্যদের শরীর ও মনকে সম্মান জানান। দেখবেন আপনার জীবনের অন্যতম বেসিক এই চাহিদা আনন্দের হয়ে উঠবে।

Spread the love

Check Also

নারীরা যৌন অতৃপ্তিতে ভোগেন যেসব কারনে

জীবনে নারীদের অসুখী হওয়ার হার অনেক বেশি। এমনকী নিজের ভালোবাসার পুরুষটির সঙ্গেও যৌন জীবন নিয়ে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *