Saturday , 30 September 2023

সেক্স ডল জনপ্রিয় হয়ে ওঠার কারণ

সেক্স ডল আসলেই একটা বিশ্ময় কর জিনিস। নামেই ডল, কিন্তু শয্যায় একেবারে এক নারীর মতো আচরণ করছে চীনা সেক্স ডল। উচ্চ প্রযুক্তির থার্মো ইলাস্টোমারে তৈরি এই পুতুলটি হাত-পা নড়াচড়া করে। সেন্টিমিটারের হিসেবে উচ্চতার জন্য পুতুলটির পোশাকি নাম ১৫৬। বেইজিংয়ের বাজারে পুতুলটির দাম পড়ছে ২৫০০ ডলার।

নারীর চাহিদা পুরন করছে সেক্স ডল

লিউ (নাম পরিবর্তিত) নামে ২৯ বছরের এক চীনা যুবক ১৫৬ ব্যবহার করার পর নিজের প্রতিক্রিয়ায় জানিয়ে বলেন, চীনে অল্প পয়সা খরচ করলেন যৌনকর্মীদের সঙ্গে রাত কাটানো যায়। কিন্তু এতে আমার স্ত্রীয়ের প্রতি বিশ্বাস ভঙ্গ করা হবে।

তিনি আরো বলেন, তাই আমি ১৫৬ ব্যবহার করে দেখেছি। এটা ব্যবহার করা যত সোজা, ততটাই সুন্দরী দেখতে এই পুতুল।

চীনা ওয়েবসাইটের দাবি, এখন চীনা সেক্স টয়ের বাজার প্রতি বছরে ১০০ বিলিয়ন ইউয়ানের কাছাকাছি।

 

 

Spread the love

Check Also

নারীরা যৌন অতৃপ্তিতে ভোগেন যেসব কারনে

জীবনে নারীদের অসুখী হওয়ার হার অনেক বেশি। এমনকী নিজের ভালোবাসার পুরুষটির সঙ্গেও যৌন জীবন নিয়ে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *