ইমকন 1 ব্যবহার জেনে নিন
কখন ইমকন 1 ব্যবহার করবেন?
জেনে নিন সেক্স করার কতক্ষনের ভিতর ইমকন 1 ব্যবহার।
অরক্ষিত সহবাসের পর যত তাড়াতাড়ি সম্ভব এই জন্মনিরোধক ইমকন 1 ব্যবহার করতে হবে।
তবে সহবাসের ৭২ ঘন্টার পরে নয় এবং নিন্ম লিখিত কারনে ইমার্জেন্সি জন্মনিরোধক বা ইমকন 1 ব্যবহার করা বাঞ্চনীয়।
ইমকন একটি ইমারজেন্সী পিল
– সহবাসের সময় আপনি বা আপনার সঙ্গী যদি কোন জন্মনিরোধক পদ্ধিতি ব্যবহার না করে
– যদি আপনি পরপর ৩ দিন জন্মনিরোধক বড়ি খেতে ভুলে যান (এ ক্ষেত্রে আপনি জন্মনিরোধক বড়ি তথ্যসমৃদ্ধ লিফলেট পড়ুন)
– যদি সহবাসের সময় আপনার সঙ্গী কনডম সঠিক ভাবে ব্যবহার না করে থাকেন, অথবা কনডম ফেটে গিয়ে থাকে
– যদি আপনি মনে করেন যে, আপনার জরায়ুতে অবস্থিত জন্মনিরোধক (আই, ইউ, ডি) স্থান্যচুত হয়েছে
– যদি আপনের যোনিতে অবস্থিত ডায়াফ্রোম অথবা জন্ম নিরোধক ক্যাপ সরানো হয়ে থাকে
– যদি আপনি মনে করেন যে, অকার্যকর হয়েছে এবং অনুসরন করাকালীন সময়ে যদি সহবাস করে থাকেন এবং ধর্ষণ জনিত অবস্থায়
একটি মেয়েকে কতদিন পরপর ইমকন ট্যাবলেট খাওয়ালে কোন ক্ষতি হবে না?
ইমকন পিল ডাক্তারের পরামর্শ ছাড়া সেবন করা একেবারেই উচিত নয়।
এই পিল শুধু এমার্জেন্সি গর্ভনিরোধক পিল যা শুধুমাত্র জরুরী সময়ের জন্য।
এই পিল নিয়মিত খেলে বিভিন্ন রকম পার্শ্বপ্রতিক্রিয় হওয়ার সম্ভাবনা থাকে। যেমন- অনিয়মিত মাসিক।
আর এটি নিয়মিত ব্যবহারের ফলে শরীরে কাজ নাও করতে পারে।
এটি মূলত ৫৫ ঘণ্টার মধ্যে খেলে ঝুঁকি কম
থাকে। আর একেবারে যদি ঝুঁকি নিতে না চান তাহলে মিলনের ১২ ঘণ্টার মধ্যে খাইয়ে দিলে সবচেয়ে বেশি নিরাপদে থাকবেন।
আশাকরি আমাদের আপডেটগুলো আপনাদের কাজে লাগবে।
যদি সমান্যতম কাজে লাগে তবে একটা ধন্যবাদ দিতে ভুলবেন না।
আর নিয়মিত আপডেট পেতে আমাদের সাথে থাকুন।
আমাদের সাইটে কোন প্রকার অশ্লীল আর্টিকেল দেওয়া হয় না। মূলত যৌন জীবনকে সুস্থ্য, সুন্দর ও সুখময় করে তোলার জন্য জানা অজানা অনেক কিছু তুলে ধরা হয়।
এরপরও আপনাদের কোর প্রকার অভিযোগ থাকলে Contact Us মেনুতে আপনার অভিযোগ জানাতে পারেন,
আমরা আপনাদের অভিযোগ গুরুত্ব সহকারে বিবেচনা করব।
ধন্যবাদ আমাদের সাইটের সাথে থাকার জন্য।
আশাকরি আমাদের আপডেট এবং টিপসগুলো আপনাদের কাজে লাগবে।
যদি সমান্যতম কাজে লাগে তবে একটা ধন্যবাদ দিতে ভুলবেন না।
আর নিয়মিত টিপস পেতে আমাদের সাথে থাকুন।