Wednesday , 23 October 2024

মাইক্রোওয়েভ ওভেন তিন উপায়ে যত্নে রাখুন

বর্তমানে মাইক্রোওয়েভ ওভেন রান্নার ক্ষেত্রে আমূল পরিবর্তন এনেছে। রান্নাঘর পরিষ্কার রাখা ভীষণ ঝামেলার। তেল বা হলুদ তো আছেই আরও অনেক দাগ পড়ে রান্নাঘরে। খাবার গরম করার মাইক্রোওভেনটিকেও বাদ দেওয়ার সুযোগ নেই। ওভেনের দরজা বন্ধ থাকায় অনেকে খেয়ালই করেন না। কিন্তু এটি সাফ না করলে মাইক্রোওয়েভ হয়ে ওঠে জীবাণুদের আঁতুড়ঘর। তিনটি সহজ ধাপ অনুসরণ করলেই মাইক্রোওভেন পরিষ্কার করা সম্ভব।

মাইক্রোওয়েভ ওভেন
মাইক্রোওয়েভ ওভেন তিন উপায়ে যত্নে রাখুন

 

মাইক্রোওয়েভ ওভেন তিন উপায়ে যত্নে রাখুন

 

রইলো পরামর্শ:-

সাবান পানি

সোফা পরিষ্কারের ঘরোয়া টিপস

কে-বিউটি জনপ্রিয় হয়ে উঠেছে রুপচর্চায়

সম্পর্কের স্থায়িত্বের ক্ষেত্রে বয়স প্রভাব ফেলে কি

প্রথমে মাইক্রোওয়েভ ওভেন থেকে কাচের ট্রে বার করে নিন। তার পরে তা সাবান পানিতে ডুবিয়ে রাখুন। জমে থাকা তেল-ময়লা আলগা হয়ে গেলে ব্রাশ দিয়ে আলতোভাবে ঘষে ময়লা পরিষ্কার করে নিন।

বেকিং সোডা-লেবু ও লবণ

একটি পাত্রে পানির সঙ্গে লেবুর রস ও বেকিং সোডা মিশিয়ে নিন। তাতে কাপড় চুবিয়ে সেই কাপড় দিয়ে মাইক্রোওয়েভের ভেতর ও বাইরের অংশ ভালোভাবে মুছে নিন। একেবারে ঝকঝকে হয়ে যাবে মাইক্রোওয়েভ ওভেন।

ভিনিগার

একটি মাইক্রোওয়েভে দেওয়ার মতো পাত্রে ভিনিগার আর পানি মিশিয়ে নিন। তারপরে সর্বোচ্চ তাপমাত্রায় মিনিট পাঁচেকের জন্য মাইক্রোওয়েভ চালিয়ে দিন। এর থেকে যে ভাপ বেরোবে, তা গোটা যন্ত্রটির গায়ে লেগে সব ময়লা নরম করে দেবে।

ফেসবুক পেজ

আপনাদের কোর প্রকার অভিযোগ থাকলে Contact Us মেনুতে আপনার অভিযোগ জানাতে পারেন,

আমরা আপনাদের অভিযোগ গুরুত্ব সহকারে বিবেচনা করব।

Spread the love

Check Also

অফিস ডেস্ক

অফিস ডেস্ক এ এই গাছগুলো রাখতে পারেন

গাছ শুধু পরিবেশের সৌন্দর্যই বাড়ায় না, বরং মনকেও প্রশান্তি দেয়। অফিস ডেস্ক এ দীর্ঘক্ষণ কম্পিউটারের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *