Wednesday , 23 October 2024

সোফা পরিষ্কারের ঘরোয়া টিপস

ড্রয়িং রুমের গৃহসজ্জার সামগ্রীগুলোর মধ্যে সোফা অন্যতম। ড্রয়িং রুমে সুন্দর ও রুচিশীল সোফা সেট এই বিশেষ রুমটার সৌন্দর্য্যের অনেকাংশেই নির্ধারক ।যে কোন উৎসব আয়োজনে , কিংবা আসছে পুজোতে কিভাবে চটজলদি সোফা পরিষ্কার করে সোফাটিকে নতুনের মত করা যায়।

সোফা
সোফা পরিষ্কারের ঘরোয়া টিপস

 

সোফা পরিষ্কারের ঘরোয়া টিপস

 

কিছু টিপস বা উপায়-

সোফায় অনেক সময় ব্যয় করি, তাই সেগুলি সময়ে সময়ে নোংরা এবং দাগ লেগে যায়।সোফা বছরে একবার বা দুইবার গভীরভাবে পরিষ্কার করা উচিত।

কীভাবে কাঠের সোফা পরিষ্কার করবো?

  • সোফা পরিষ্কার করার জন্য সবচেয়ে বেশি ব্যবহৃত হয় ভ্যাকুয়াম ক্লিনার। এটি দিয়ে পরিষ্কার করা অবশ্য সহজও বটে। যদি বাড়িতে ভ্যাকুয়াম ক্লিনার না থাকে তাহলে অন্য উপায় অবলম্বন করা যেতে পারে। এজন্য পরিমাণ মতো পানি নিয়ে তাতে সমপরিমাণ সাদা ভিনেগার মিশিয়ে নিতে হবে।
  • এরপর ভিনেগার মিশ্রিত পানিতে পরিষ্কার ও শুকনো একটি টুকরো কাপড় ভিজিয়ে তা দিয়ে সোফা পরিষ্কারের কাজ শুরু করতে হবে। যেসকল সোফায় বেশি খোদায় করা থাকে সেগুলো পরিষ্কার করার জন্য ব্রাশ ব্যবহার করা।
  • পুরনো টুথব্রাশ নিন এবং সেটি ভিনেগার মিশ্রিত পানিতে ডুবিয়ে ভিজিয়ে নিন। এরপর এটা দিয়ে ময়লা জমে থাকা স্থানে বারবার ঘষতে থাকুন।সোফার দাগ, ময়লা পরিষ্কার করা হয়ে গেলে একটি পরিষ্কার ও শুকনো কাপড় দিয়ে এটি পরিষ্কার করে শুকাতে দিন। এরপর দেখবেন আপনার সোফাটি আবার নতুনের মতো দেখাচ্ছে।

ত্বক সুন্দর রাখতে এই ৮টি খাবার এড়িয়ে চলুন

জানা-অজানা সান প্রোটেকশন সম্পর্কে

হোয়াইটেনিং অ্যালো সেরাম ঘরে নিজেই তৈরি করুন

কীভাবে চামড়ার সোফা পরিষ্কার করবো?

  • চামড়ার সোফা পরিষ্কার করার জন্য প্রথমে একটি ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে সম্পূর্ণ সোফা ও এর ভাজে জমে থাকা ময়লা পরিষ্কার করে নিন। যদি হাতের কাছে ভ্যাকুয়াম ক্লিনার না থাকে তাহলে শুকনো ও পরিষ্কার কাপড় ব্যবহার করতে পারে, যদি এটি দিয়ে পরিষ্কার করা একটু কষ্টসাধ্য।
  • এপর্যায়ে একটি বোলে সমপরিমাণ পানি ও সাদা ভিনেগার মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করে নিন। এর পরিবর্তে আপনি রাবিং অ্যালকোহোলও ব্যবহার করতে পারেন।
  • এরপর সাদা ও পরিষ্কার মাইক্রোফাইবারের তৈরি কাপড় ভিনেগার মিশ্রিত অথবা রাবিং অ্যালকোহোলে ভিজিয়ে তা দিয়ে সোফার ময়লাযুক্ত স্থানে আলতোভাবে ঘষতে থাকুন। এভাবে একই পদ্ধতিতে কয়েকবার ঘষামাজ করলে দাগ ও ময়লা পরিষ্কার হয়ে যাবে।
  • এরপর শুকতো সুতি কাপড় অথবা মাইক্রো ফাইবারের কাপড় দিয়ে সোফাটি পরিষ্কার করে শুকাতে দিন। সোফা সম্পূর্ণভাবে শুকানো পর্যন্ত অপেক্ষা করুন এবং এর আগে ব্যবহার করা থেকে বিরত থাকুন।

কীভাবে ফেব্রিক সোফা পরিষ্কার করবো?

  • প্রথমে সোফার উপরে সবখানে কিছু পরিমাণ বেকিং সোডা ছিটিয়ে দিন। এবং এবার এটিকে ৩০-৫০ মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে। এই সময়ের মধ্যে বেকিং সোডার সাথে সোফায় লেগে থাকা ময়লার রাসায়নিক বিক্রিয়া হয়ে ময়লাগুলো সোফা থেকে আলগা হয়ে যাবে।
  • ৩০-৫০ মিনিট অপেক্ষা করার পরে বেকিং সোডা মুছে ফেলার জন্য ভ্যাকুয়াম ক্লিনার ব্যবহার করুন। আর বাড়িতে যদি ভ্যাকুয়াম ক্লিনার না থাকে তাহলে একটি বড় ব্রাশ ব্যবহার করতে পারেন।
  • এরপর একটি স্প্রে বোতলে এক কাপ কুসুম গরম পানিতে ১ টেবিল চামচ সাদা ভিনেগার, ১ টেবিল চামচ বেকিং সোডা, পরিমাণ মতো লিকুইড ডিশ ওয়াশ এবং একটি কাগজি লেবুর রস ভালোভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে।
  • মনে রাখবেন, পানিতে উক্ত উপাদানগুলো মেশানোর কারণে একটি রাসায়নিক বিক্রিয়া হবে, যা পানিতে বুদবুদ তৈরি করবে। তাই এতে বিচলিত হওয়ার কিছু নেই।
  • এপর্যায়ে মিশ্রিত দ্রবনটি সোফার সব জায়গায় ভালোভাবে স্প্রে করে দিন। এমনভাবে স্প্রে করা যাবে না যাতে পানি চুপচুপে হয়ে যায়, আবার খুব হালকা করেও স্প্রে করা যাবে না।
  • স্প্রে করা শেষ হলে সেটাকে শুকাতে দিন। এরপরেও কোনো দাগ বা ময়লা থাকলে তা হালকে ভেজা কাপড় দিয়ে পরিষ্কার করে নিলেই হয়ে যাবে।

সোফা গৃহসজ্জার একটি অন্যতম আসবাবপত্র। তাই উক্ত পদ্ধতিগুলোর মাধ্যমে খুব সহজেই সোফা পরিষ্কার করা সম্ভব।

ফেসবুক পেজ

আপনাদের কোর প্রকার অভিযোগ থাকলে Contact Us মেনুতে আপনার অভিযোগ জানাতে পারেন,

আমরা আপনাদের অভিযোগ গুরুত্ব সহকারে বিবেচনা করব।

Spread the love

Check Also

মাইক্রোওয়েভ ওভেন

মাইক্রোওয়েভ ওভেন তিন উপায়ে যত্নে রাখুন

বর্তমানে মাইক্রোওয়েভ ওভেন রান্নার ক্ষেত্রে আমূল পরিবর্তন এনেছে। রান্নাঘর পরিষ্কার রাখা ভীষণ ঝামেলার। তেল বা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *