Tuesday , 5 November 2024

স্বপ্ন দেখার মধ্যে কোন রঙের কী মানে

আপনি স্বপ্ন দেখেন রাতে। কী রঙের স্বপ্ন দেখেন আপনি? আপনার স্বপ্ন কি সাদাকালো? না কি তাতে থাকে রঙের ছটা? স্বপ্নের রং কি বিশেষ কিছু? কী বোঝা যায় স্বপ্নের রং দিয়ে? স্বপ্ন নিয়ে মানুষের মনে বহু প্রশ্ন। যুগ যুগ ধরেই তো স্বপ্নের ব্যাখ্যা খুঁজেছে মানুষ। এটি নিয়ে কিছু প্রশ্নের উত্তর জেনে নেওয়া যাক আজ।

স্বপ্ন
স্বপ্ন দেখার মধ্যে কোন রঙের কী মানে

স্বপ্ন দেখার মধ্যে কোন রঙের কী মানে

 

স্বপ্নে মন এবং মস্তিষ্ক দুইয়েরই প্রভাব থাকে। ঘুমের চক্রের ধাপগুলো আসে একে একে। গভীর ঘুমের জগতে চলে যাওয়ার নির্দিষ্ট সময় পর ঘুমটা যখন খানিকটা হালকা হয়ে আসে, সেই সময় এটি দেখতে পারেন আপনি। ঘুমানোর আগে যে চিন্তায় আচ্ছন্ন থাকেন, তার একটা প্রতিফলন হতে পারে আপনার স্বপ্নে। অনেক রঙের স্বপ্নই আপনি দেখতে পেতে পারেন। কোন রঙের এটি দেখছেন, তা আপনার মনের অবস্থার সঙ্গে সম্পর্কিত। এমনটাই জানালেন রাজধানীর স্কয়ার হাসপাতাল লিমিটেডের চিকিৎসা মনোবিজ্ঞানী শারমিন হক।

মানসিক পরিস্থিতির ভিন্নতায় আপনি কোন কোন রঙের স্বপ্ন দেখতে পারেন, জেনে নিই এই মনোবিজ্ঞানীর কাছ থেকে।

স্বপ্নে কোন রঙের কী মানে জানুন-

পাকা বেদানা চেনার উপায়

ভেজাল দুধ চিনবেন যেভাবে

সম্পর্ক বাঁচে যত্নে

১. আপনি যখন হতাশার ভেতর দিয়ে যাচ্ছেন, তখন আপনার স্বপ্নের রং হতে পারে কেবলই সাদাকালো। তবে সাদা রং কিন্তু প্রত্যাশায় উজ্জীবিত হলেও দেখতে পারেন।

২. আবার ভালো কিছুর আশায় যখন বিভোর, তখন নীলও হতে পারে আপনার স্বপ্নের রং। যদিও সাধারণভাবে আমরা নীলকে বেদনার রং হিসেবে ধরে নিই। তবে স্বপ্নে ব্যাপারটা একেবারে উল্টো!

৩. আপনার মনে আশার সঞ্চার হতে থাকলে আপনি হলুদ রঙের স্বপ্নও দেখতে পারেন।

৪. যখন আপনি কষ্টের সময় পার করছেন, কিংবা ভাবছেন খারাপ কিছু ঘটতে পারে অদূর ভবিষ্যতে, তখন লাল রঙের স্বপ্ন দেখতে পারেন আপনি।

৫. আধ্যাত্মিক ভাবনায় বিভোর থাকলে আবার বেগুনি রঙের এটি দেখা যেতে পারে। আপনার মনের আভিজাত্যের অনুভূতিও ফুটে উঠতে পারে বেগুনি রঙের স্বপ্নে।

স্বপ্ন তো দেখলেন। এরপর?

স্বপ্নের বিষয়বস্তু বা স্বপ্নের রং আপনার মন এবং মস্তিষ্কের অবস্থার সঙ্গে সম্পর্কিত। কিন্তু এটি মানেই নির্দেশক গোছের কিছু, এমনটা ভেবে নেবেন না। স্বপ্নে আপনি কী দেখলেন, তার চেয়ে গুরুত্বপূর্ণ হলো বাস্তবে আপনি কী করলেন। নিজেকে ভালো রাখতে নিজের ভালো লাগার কাজে সময় ব্যয় করুন। নিজের যত্ন নিন। বাস্তবে যে সমস্যার ভেতর দিয়ে যাচ্ছেন, তা সমাধানের চেষ্টা করুন। জীবনের প্রতিটি মুহূর্ত মূল্যবান। তাই সময়কে কাজে লাগান। সময় থাকতে সম্পর্কগুলোর যত্ন নিন। মোদ্দাকথা, স্বপ্নের মানে নিয়ে বেশি ভাবতে যাবেন না।

ফেসবুক পেজ

আপনাদের কোর প্রকার অভিযোগ থাকলে Contact Us মেনুতে আপনার অভিযোগ জানাতে পারেন,

আমরা আপনাদের অভিযোগ গুরুত্ব সহকারে বিবেচনা করব।

Spread the love

Check Also

জুতা

শখের জুতা অনেক দিন ভালো রাখতে পারবেন এই ৮ টি নিওম মানলে

জুতা হতে হবে মানানসই। শুধু মানানসই হলেই হবে না। যত্ন নিতে হবে নিয়মিত। জুতার যত্নের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *