জীবনে সবাই কারো না কারো প্রেমে পড়ে । অনেকের ভাগ্যে এমনও হয়, কাউকে দারুণ ভালোবেসেও তাকে বলতেই পারেন না মনের কথা । কাউকে পছন্দ হয়ে গেলে তার মনোযোগ নিজের দিকে নেওয়াটা জরুরি হয়ে ওঠে । এ কাজে ৫টি কার্যকর পরামর্শ দিয়েছে বিশেষজ্ঞরা
১. প্রথম পরামর্শ হলো আত্মবিশ্বাসী থাকা । এ জিনিসটি না থাকলে আপনি এক পাও এগোতে পারবেন না । আবার অতিরিক্ত আত্মবিশ্বাসীও হওয়া চলবে না । কারণ এতে হিতে বিপরীত হতে পারে । সহজাত আচরণ বজায় রাখতে হবে । আপনার সহজাত ও খোলামেলা আত্মবিশ্বাসী আচরণ পছন্দের মানুষের মনোযোগ কাড়বেই ।
২. পুরোপুরি নিজের মতো থাকুন । কৃত্রিমতা কারোরই পছন্দ নয় । কথা, আচরণ, ভাবভঙ্গিতে নেকামি ভাব থাকলে তা সহজেই স্পষ্ট হয়ে ওঠে । আপনার আচরণে এমন ভাব থাকলে তা মনের মানুষটির মনে বাজে ধারণা সৃষ্টি করবে । তার জন্যে নিজেকে বদলে ফেলার পরিকল্পনা করবেন না । আপনি যেমন, তেমনটাই তার নজর কাড়বে । আর এভাবেই তার মনে স্থান করে নেওয়ার চেষ্টা করে মনোযোগ কাড়ার চেষ্টা করুন ।
৩. যাকে ভালোবেসে ফেলেছেন, তার সঙ্গে মেশার চেষ্টা করুন । আপনারা একই গ্রুপের বন্ধু হলে তো কথাই নেই । অন্য গ্রুপের কোনো ছেলে বা মেয়েকে ভালো লাগলে তার সঙ্গে পরিচিত হোন, কথা বলুন এবং আশে পাশে থাকার চেষ্টা করুন । আন্তরিকভাবে মেশার প্রবণতা সবারই ভালো লাগে । আপনার পাশে থাকার এই প্রাণবন্ত ইচ্ছা তাকে মুগ্ধ করবে এবং মনোযোগ কাড়তে ও সাহায্য হবে ।
৪.পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা মনের মানুষের মনে স্থান পেতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে । মনে হবে, এর সঙ্গে পছন্দের মানুষের মনোযোগ আকর্ষণের সম্পর্ক কি? কিন্তু বিশেষজ্ঞদের বহু গবেষণায় প্রমাণ মিলেছে নিয়মিত চুলে শ্যাম্পু করা, বডি স্প্রে ব্যবহার করা, দাঁত মাজা, মুখ ক্লিনজার দিয়ে ফ্রেস রাখা ইত্যাদি সত্যিই নজরে পড়ে । আপনার পরিচ্ছন্নভাব প্রিয় মানুষের নজরে পরবেই ।
৫. হাসি এমন এক ওষুধ যা আপনাকে সবার মনের পছন্দের আসনে স্থান করে দেবে । তাই ভালো লাগা মানুষটির প্রতি আন্তরিক এবং মনখোলা হাসি দিবেন । আপনার একটি হাসিই তাকে কাবু করে দেওয়ার জন্যে যথেষ্ট । আপনার হাসিতেই যেনো স্পষ্ট হয়ে উঠে যে তাকে ভালোবাসেন । মনের কথাটি হাসিতেই বুঝা হয়ে যাবে অপরজনের কাছে ।