Monday , 4 December 2023

নারী সৌন্দর্যের আঁধার আর পুরুষ সেই সৌন্দর্যের পূজারী

কথায় বলে নারী সৌন্দর্যের আঁধার আর পুরুষ সেই সৌন্দর্যের পূজারী । এজন্যে অনেকে নারীকে রূপক অর্থে দেবীর সঙ্গে তুলনা করা হয় । পুরুষ যেন সেই দেবীর গুণমুগ্ধ একজন পূজারী । নারীর শারীরিক সৌন্দর্য ছাড়াও চেহারা, চুল, কথা কিংবা হাসি যাই বলা হোক না কেনো , পুরুষ যেন এসবের গুণমুগ্ধ গুণবিচারী । তবে নারীর সব সৌন্দর্য উপকরণের মধ্যে যে দিকটি পুরুষের মনে জায়গা করে নেয় সহজেই এবং যা সেই মনে বসবাসও করে দীর্ঘদিন, তা হলো নারীর হাসি আর তার সাথে দাঁত । ম্যাচ ডটকম নামে একটি অনলাইন পত্রিকা তাদের জরিপে এমন তথ্যই প্রকাশ করেছে ।
সেলিব্রিটি হয়ে কোনো লাল গালিচায় হাঁটার জন্য যে জিনিসটি সবচেয়ে জরুরি তা হলো, একটি চোখ ধাঁধানো সাদা হাসি । তবে পছন্দের কোনো পুরুষকে নির্বাচন করার ক্ষেত্রেও মুক্তোর মতো দাঁত অনেক বড় ভূমিকা রাখে। জরিপ শেষে ম্যাচ ডটকম অভিমত দেয়, ‘দাঁত হলো প্রথম জিনিস, কোনো নারীর ক্ষেত্রে পুরুষ যেদিকে প্রথম দৃষ্টি রাখে ।’
কোনো পুরুষ তার সঙ্গী নির্বাচনে নারীর কোন্ দিকগুলোর প্রতি মনোযোগ দেয়, তার ওপর ভিত্তি করেই ম্যাচ ডটকম তাদের সর্বশেষ জরিপটি চালায় । আর এই জরিপে ৫৮ শতাংশ ভোট পেয়ে নারীর দাঁতই এখন প্রধান আকর্ষক হয়ে অবস্থান করছে সবার ওপরে । একাধারে তিন বছর ধরে চালানো এ জরিপ অনুযায়ী নারীর সৌন্দর্যের ১০টি দিকের একটি তালিকা তৈরি করা হয় । এই তালিকার অর্ধেক জুড়েই নারীর বাহ্যিক সৌন্দর্য উপকরণ স্থান করে নিয়েছে । তালিকায় এসব উপকরণের মধ্যে দাঁতের পরেই রয়েছে নারীর চুল; যা ভোট পেয়েছে প্রায় ৫১ শতাংশ।

ওরাল-বি স্মাইলের পরিচালক ডাক্তার অচেন্না বলেন, ‘হাসি নিয়ে লোকজন আগের চেয়ে এখন অনেক বেশি সচেতন । আর আমার কাছে যে সব মক্কেল আসে তাদের বেশিরভাগেরই চাওয়া হলো একটি প্রাকৃতিক ভাবে সুন্দর সাদা হাসি ।’

তবে শ্যারিল কোল এবং লুইস ওয়ালসেযারা সেলিব্রিটি হওয়ার পরই দাঁতের দিকে মনোযোগী হয়েছেন । তাই শুধু বিপরীত দিকের আকর্ষণের জন্যই নয়, প্রতিদিন দুই বেলা দাঁতের সুরক্ষা নিঃসন্দেহে বাড়িয়ে দেয় মানুষের আত্মবিশ্বাস ।

 

Follow us

Spread the love

Check Also

স্টাইলিশ

ছেলেদের স্টাইলিশ দেখানোর সাজসজ্জা

ফ্যাশন জগতে নিজেকে নিখুতভাবে উপস্থাপনের আগ্রহ শুধু মেয়েদেরই নয়, ছেলেদের স্টাইলিশ দেখানোর ইচ্ছা আছে। ছেলেরা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *