অনেকেই বলেন যে চেহারা দেখেই নাকি একজন মানুষের চরিত্র সম্পর্কে বেশ ধারণা পাওয়া যায় ! মানে মানুষটি রাগী , নাকি কোমল স্বভাবের হাসিখুশি, নাকি গম্ভীর সবই চেহারা দেখে বুঝে নেন অনেকে । তবে এবার মানুষকে বোঝার আরো সহজ চিহ্ণ নির্ধারণ করেছেন গবেষকরা । তাঁরা বলছেন, যখন কারো সঙ্গে আপনার প্রথম দেখা হবে তখন ভালো করে খেয়াল করবেন তাঁর nose structure এর উপর । আর তাতেই নাকি আপনি বুঝতে পারবেন মানুষটি কী রকম !
তো চলুন জেনে নিই নাকের বিচারে মানুষ কেমন হয়
চ্যাপ্টা:
চ্যাপ্টা নাকের অধিকারীরা হন দয়ালু আর আশাবাদী স্বভাবের । এঁরা সেই ধরনের মানুষ, যাঁদের ভালোবাসা দেওয়ার ও নেওয়ার ক্ষমতা অনেক । এই ধরনের নাকওয়ালা ব্যক্তিরা পরীক্ষামূলক কাজ করতে ভালোবাসেন । এঁরা উদ্যমী স্বভাবেরও হন ।
চওড়া:
যাঁদের নাক চওড়া হয়, তাঁদের থাকে নেতৃত্বের দারুণ গুণ । সেই সঙ্গে এঁদের ব্যক্তিত্বও হয় কঠিন ।
বাঁকা:
নিচের দিকে নাক বাঁকানো থাকে যেসব ব্যক্তিদের, তাঁরা সাধারণত নিজের মতো করে জীবনযাপন করেন । কোনো নেতাকে অনুসরণ করা এদের স্বভাবে নেই । বেশির ভাগ সময় এরা প্রতিবাদী স্বভাবের হন ।
সোজা:
সোজা নাকের অধিকারী ব্যক্তিরা হন ভীষণ অনুপ্রেরণাদায়ী । স্বভাবে এরা গোছানো এবং কাজে দক্ষ । এমনকি সংকটের সময়েও এরা নিখুঁতভাবে কাজ করতে পারেন ।
মাংসল:
এই ধরনের নাকের গোড়টা সরু হলের পুরো নাকের দৈর্ঘ্য বেশ বড় হয় । এই ধরনের আকৃতির নাক যাঁদের, তাঁরা খুব দ্রুত চিন্তা করতে পারেন এবং জানে কীভাবে কম সময়ে কাজ করতে হয় । বেশির ভাগ সময়ই এঁরা বেশ চালাক হন ।