বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চিকিৎসা শেষে বিকেলে বাসায় ফেরার কথা রয়েছে।মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী শারীরিক কিছু জরুরি পরীক্ষা-নিরীক্ষা শেষে বুধবার (১৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশানের বাসভবন ফিরোজায় ফিরবেন তিনি।
বিকেলে বাসায় ফিরবেন বিএনপি চেয়ারপারসন
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা.এ জেড এম জাহিদ হোসেনের বরাতে বিষয়টি নিশ্চিত করেছেন চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার।
এর আগে স্বাস্থ্য পরীক্ষার জন্য বুধবার (১১ সেপ্টেম্বর) মধ্যরাতে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হাসপাতালে নেয়া হয়।
আরও পড়ুন: ১১ মামলার শুনানি পিছিয়ে ৩১ অক্টোবর দিন নির্ধারণ
ওইদিন সংগঠটির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ বলেছিলেন, রাত ১টা নাগাদ নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য গুলশানের বাসা থেকে বেগম জিয়াকে বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে নেয়া হয়েছে। রাত পৌনে ২টার দিকে তাকে বহন করা গাড়ি হাসপাতালে পৌঁছায়।
বেগম জিয়া দীর্ঘদিন ধরে হার্ট, কিডনি ও লিভারসহ বিভিন্ন ধরনের রোগে ভুগছেন।
গত ৭ জুলাই দিবাগত রাতে গুলশানের বাসায় বিএনপির চেয়াপারসন অসুস্থ হয়ে পড়েন। পরে মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক জরুরি ভিত্তিতে পরদিন ভোরে তাকে এভারকেয়ারে ভর্তি করা হয়। এরপর ২১ আগস্ট হাসপাতাল থেকে তিনি বাসায় ফেরেন তিনি। বিগত কয়েক বছর ধরেই হাসপাতাল আর বাসা এ নিয়েই চলছে তার জীবন।
কিভাবে হবে সংবিধান সংস্কার, গণভোট নাকি সংসদে?
এরপরও আপনাদের কোর প্রকার অভিযোগ থাকলে Contact Us মেনুতে আপনার অভিযোগ জানাতে পারেন,
আমরা আপনাদের অভিযোগ গুরুত্ব সহকারে বিবেচনা করব।