Friday , 11 October 2024

বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করল বাংলাদেশ অভিনব কায়দায়

গত ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপে ভিন্ন আঙ্গিকে দল ঘোষণা করে প্রশংসা পেয়েছিল নিউজিল্যান্ড ও আফগানিস্তান। নারীদের টি-টোয়েন্টি দল ঘোষণায় এবার চমক দেখাল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ বুধবার (১৮ সেপ্টেম্বর) ফেসবুকে নিজেদের

অফিসিয়াল ফেসবুক পেজে অভিনব কায়দায় বিশ্বকাপর বাংলাদেশ স্কোয়াড ঘোষণা করে বিসিবি। মূলত প্রবাসে থাকা বাংলাদেশিদের দিয়ে বিশ্বকাপ দলে থাকা খেলোয়াড়দের নাম প্রকাশ করেছে তারা।

বিশ্বকাপ
বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করল বাংলাদেশ অভিনব কায়দা

বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করল বাংলাদেশ অভিনব কায়দা

এদিন বাংলাদেশ সময় দুপুর সাড়ে ১২টার দিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অফিসিয়াল পেজে প্রবাসী বাংলাদেশিদের মাধ্যমে এক ভিডিও বার্তায় দল ঘোষণা করা হয়। ভিডিওতে শুরুতেই বাংলাদেশ ক্রিকেটের নারী বিভাগের প্রধান হাবিবুল বাশার সুমনকে দেখা যায়।

তিনি বলেন, ‘আপনারা জানেন, নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আর বেশিদিন বাকি নেই। আমাদের মেয়ে ক্রিকেটাররা কিন্তু অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে এবার বিশ্বকাপে তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে।’

বিশ্বকাপে বাংলাদেশ নরী দলকে নেতৃত্ব দেবেন নিগার সুলতানা জ্যোতি। ১৫ সদস্যের দলে আছে চমক। শ্রীলঙ্কায় ‘এ’ দলের হয়ে সিরিজে অংশ নেয়া দলের ১৩জন আছেন বিশ্বকাপ দলে। সেই দলেরে সাবিকুন নাহার জেসমিন এবং শামিমা সুলতানা বাদ পড়েছেন। তাদের জায়গায় দলে ফিরেছেন দীপা বিশ্বাস ও সাথী রানী।

আরও পড়ুন: টানা তিন জয়ের পর হারল বাংলাদেশ

এবারের বিশ্বকাপের দলে প্রত্যাশিত সকলই জায়গা পেয়েছেন। চমক বলতে তাজ নেহারের অন্তর্ভূক্তি। এই ২৬ বছর বয়সী ব্যাটার কোনো ধরণের আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা ছাড়াই বিশ্বকাপ খেলতে যাচ্ছেন।

শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে সিরিজে দলে ছিলেন তিনি। ঘরোয়া ক্রিকেট এবং ‘এ’ দলের হয়ে তার পারফরম্যান্সই দলে জায়গা এনে দিয়েছে।

বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করল বাংলাদেশ অভিনব কায়দা

দলে জায়গা ধরে রেখেছেন পেসার জাহানারা আলম। গত এশিয়া কাপ দিয়ে দীর্ঘদিন পর জাতীয় দলে ফেরেন তিনি। ছিলেন ‘এ’ দলের শ্রীলঙ্কা সফরেও। জায়গা ধরে রেখেছেন বিশ্বকাপ দলেও।

এবারের বিশ্বকাপে বাংলাদেশের মেয়েদের স্বাগতিক হিসেবে অংশ নেয়ার কথা ছিল। কিন্তু ৫ আগস্টের পট পরিবর্তন এবং অস্থিতিশীল পরিস্থিতির জন্য বিশ্বকাপ বাংলাদেশ থেকে সরিয়ে নিয়েছে আইসিসি। বাংলাদেশের পরিবর্তে সংযুক্ত আরব আমিরাত এই বিশ্বকাপ আয়োজন করছে।

১০ দলের বিশ্বকাপে বাংলাদেশ আছে ‘বি’ দলে, যেখানে তাদের প্রতিপক্ষ স্কটল্যান্ড, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজ। বিশ্বকাপের আগে ২৮ সেপ্টেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে এবং ৩০ সেপ্টেম্বর পাকিস্তানের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগ্রেসরা।

আরও পড়ুন: ভারতে বাংলাদেশ দলের সঙ্গে যোগ দিয়েছেন সাকিব

বিশ্বকাপের আসর মাঠে গড়াবে ৩ অক্টোবর বাংলাদেশের ম্যাচ দিয়েই। প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ স্কটল্যান্ড। এরপর ৫ অক্টোবর প্রতিপক্ষ ইংল্যান্ড, ১০ অক্টোবর ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে টাইগ্রেসরা। এই তিনটি ম্যাচ বাংলাদেশ খেলবে শারজাহ’য়। ১২ অক্টোবর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচটি দুবাইয়ে।

বিশ্বকাপের বাংলাদেশ স্কোয়াড: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), মারুফা আক্তার, দীপা বিশ্বাস, সাথী রানী, মুর্শিদা খাতুন, স্বর্ণা আক্তার, রিতু মণি, নাহিদা আক্তার, সুলতানা খাতুন, সুবহানা মুস্তারি, ফাহিমা খাতুন, জাহানারা আলম, দিলারা আক্তার, তাজ নেহার, রাবেয়া খান।

কিভাবে হবে সংবিধান সংস্কার, গণভোট নাকি সংসদে?

বিকেলে বাসায় ফিরবেন বিএনপি চেয়ারপারস

ফেসবুক পেজ

এরপরও আপনাদের কোর প্রকার অভিযোগ থাকলে Contact Us মেনুতে আপনার অভিযোগ জানাতে পারেন,

আমরা আপনাদের অভিযোগ গুরুত্ব সহকারে বিবেচনা করব।

Spread the love

Check Also

বাংলাদেশের

আড়াই দিনের টেস্টে লজ্জাজনক হার বাংলাদেশের

কানপুর টেস্টের তৃতীয় ইনিংস শেষেই বলতে গেলে ম্যাচের ফল নিশ্চত হয়ে গেছে। বাংলাদেশের দেয়া ৯৫ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *