Tuesday , 3 October 2023

যৌন চাহিদা কম হলে মহিলাদের আবেগ প্রভাবিত হয়

যৌন চাহিদা কম হলে মহিলাদের আবেগ প্রভাবিত হয় তার উপর ভিত্তি করে। চলুন মূল আলোচনায় যাই। জীবনে নানা সমস্যা তৈরি হয় ,যে সব মহিলাদের মধ্যে ( sex ) যৌন মিলনে অনীহা থাকে৷ সম্প্রতি একটি গবেষণাতে এই তথ্য প্রমানিত হয়েছে৷ যে সব মহিলাদের কম পরিমাণে যৌন চাহিদা থাকে তারা মানসিক সমস্যায় ভুগতে পারেন৷ আবার কখনও ব্যক্তিগত ক্ষেত্রে তারা অহেতুক আবেগ প্রকাশ করে ফেলতে পারেন৷
সম্প্রতি স্টাডি অফ উইম্যানস সেক্সুয়াল হেলথের তত্ত্বাবধানে ইউরোপে এই বিষয়টি নিয়ে গবেষণা করা হয়েছিল৷ এতে 5,098 জন মহিলাকে নিয়ে গবেষণা করা হয়েছিল৷ এদের প্রত্যেকেরই যৌন চাহিদা একেবারেই কম রয়েছে৷
বেশীরভাগই যৌন চাহিদা কম থাকায় যৌন মিলনের ক্ষেত্রে সন্তুষ্টি লাভ করেন নি৷ ফলবশত মানসিক সমস্যায় ভুগছেন৷ তাদের বেশীরভাগেরই আচরণ এবং ব্যবহারের মধ্যে এর প্রভাব পড়েছে৷

সূত্রঃ ওয়েবদুনিয়া.কম

Spread the love

Check Also

নারীরা যৌন অতৃপ্তিতে ভোগেন যেসব কারনে

জীবনে নারীদের অসুখী হওয়ার হার অনেক বেশি। এমনকী নিজের ভালোবাসার পুরুষটির সঙ্গেও যৌন জীবন নিয়ে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *